নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে ছিল নির্জন দ্বীপের একাকী বাসিন্দা হব।ইচ্ছে ছিল লেখক হব।ইচ্ছে ছিল পর্যটক হয়ে সারা বিশ্ব ঘুরে বেড়াব।কিন্তু........

পুলক ৯১

ইচ্ছে ছিল নির্জন দ্বীপের একাকী বাসিন্দা হব।ইচ্ছে ছিল লেখক হব।ইচ্ছে ছিল পর্যটক হয়ে সারা বিশ্ব ঘুরে বেড়াব।কিন্তু........ ইচ্ছে ছিল নির্জন দ্বীপের একাকী বাসিন্দা হব।ইচ্ছে ছিল লেখক হব।ইচ্ছে ছিল পর্যটক হয়ে সারা বিশ্ব ঘুরে বেড়াব।কিন্তু........

পুলক ৯১ › বিস্তারিত পোস্টঃ

পুরুষ অন্য নারীর দিকে তাকান যে কারণে :P :P :P

২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

রাস্তায় চলছেন, সঙ্গে স্ত্রী। হঠাত্ পাশ দিয়ে যাচ্ছেন অপরিচিত কোনো নারী। তাঁর দিকে তাকানো থেকে নিজেকে বিরত রাখতে পারলেন না। বিষয়টি টের পেয়ে স্ত্রী তেলেবেগুনে জ্বলে আগুন। স্ত্রীকে কী বলে ঠান্ডা করবেন তখন?

এ ধরনের সমস্যায় পড়া স্বামীদের জন্য একটা অজুহাতের উপলক্ষ এনে দিয়েছেন বিজ্ঞানীরা। এখন থেকে স্বামীরা বলতে পারবেন, এই চারিত্রিক বৈশিষ্ট্য তাঁরা বিবর্তন প্রক্রিয়ায় পেয়েছেন।

গবেষকেরা বলছেন, পুরুষেরা অপরিচিত নারীর প্রতি বেশি আকৃষ্ট হন আর নারীরা পরিচিত পুরুষের প্রতি। আমাদের পূর্বপুরুষেরা যত বেশি সম্ভব নারীর সঙ্গে যৌনসম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন। অন্যদিকে নারীরা এমন কোনো নির্ভরযোগ্য সঙ্গী নির্বাচনের চেষ্টা করতেন, যিনি তাঁদের সন্তান-সন্ততির ভার নিতে পারবেন। এ কারণে তাঁরা অপরিচিত কারোর চেয়ে পরিচিত পুরুষকে বেছে নিতেন।

গবেষণাটি করেছে ইউনিভার্সিটি অব স্টার্লিংয়ের একদল গবেষক। প্রধান গবেষক অ্যান্টনি লিটল বলেন, প্রকৃতপক্ষে পুরুষেরা আগে থেকে দেখা নারী মুখকে কম পছন্দ করেন। স্বল্প সময়ের সম্পর্কের জন্য তাঁরা পরিচিত নারীকে কম আকর্ষণীয় মনে করেন। তাঁরা পরিচিত নারীকে অধিকতর বিশ্বাসযোগ্য ভাবেন, তবে কম যৌন আবেদনময়ী মনে করেন।

গবেষণা প্রবন্ধটি আর্কাইভস অব সেক্সুয়াল বিহেভিয়ার নামের একটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণার একদল অংশগ্রহণকারীকে কিছু পরিচিত মুখের ও কিছু অপরিচিত মুখের ছবি দেখতে দেওয়া হয়। এরপর মুখগুলো কতটা আকর্ষণীয় সেই হিসেবে নম্বর দিতে বলা হয়। পাশাপাশি তাঁদের কাছে ছবির মুখগুলোকে দীর্ঘ মেয়াদে না স্বল্প মেয়াদের সঙ্গী বানাবেন এটাও জানতে চাওয়া হয়...। (copy paste post)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এই অজুহাত দিলেই কি পুরুষরা বেঁচে যাবে? :P

২| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

মোহাম্মদ হারুন বলেছেন: আপনি কি তাকান?

২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

পুলক ৯১ বলেছেন: B-)) B-)) B-))

৩| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

ভালোরনি বলেছেন: চন্চলো মন আমার মানে না বাধা । । । ।
চন্চলো মন আমার শোনে না কথা । । । ।

৪| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

রাজীব নুর বলেছেন: !!

৫| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

সেমিবস বলেছেন: মোহাম্মদ হারুন বলেছেন: আপনি কি তাকান?

৬| ২৮ শে জুন, ২০১৩ রাত ৯:০৭

জাতির চাচা বলেছেন: আমার বউয়ের ধারনা এই অভ্যাস শুধু মাত্র আমারই.।.।.।.।.।

৭| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:২১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D :D :D :D :D

হ ভাই কয়েকদিন আগে গার্লফ্রেন্ডের সামনে আরেক মাইয়ার দিকে তাকাইছিলাম........

তারপরের কাহিনী আর কওয়া যাইবো না। :| :| :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.