![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন বয়ে চলে অজানা পথে
ঈদের ছুটিতে শ্রীমঙ্গল বেড়িয়ে এলাম এর আগেও, অনেকেই এখানে বেড়িয়ে গেছেন, ব্লগে ছবিও দিয়েছেন, সুতরাং অনেকের কাছেই ছবি গুলো কমন পড়ে যাবে, তাতে সমস্যা নেই, সুন্দর জায়গা যতবারই দেখা হোক না কেন এর আবেদন কখনো ফুরোবার নয়।
শ্রীমঙ্গলের ভূ-প্রাকৃতিক দৃশ্য আমার কাছে বাংলাদেশের স্বর্গের মত মনে হয়েছে। নিঝুম, নিরালার, নিঃস্তব্ধ সবুজ প্রকৃতির মাঝে অবগাহন করে তা হৃদয়ে ধারন করার সুখই আলাদা । তখন শহরের ইট, পাথর, কাঠ, লোহার বেষ্টনীতে নিজেকে পরগাছার মত মনে হয়না, তখন মনে হয় আমিও এই প্রকৃতির অংশ এই অনুভূতি মনকে গভীর ভাবে ছেয়ে রাখে। সৃষ্টিকর্তার সৃষ্ট এই সৌন্দর্যের বর্ননা দেয়ার ধৃষ্টতা আমি দেখাবো না কারন বর্ননা দিয়ে সবুজ রং এর বহুরূপীতা আকাশের নীলের পটভূমিকায় সবুজের বিচিত্র রূপ শুধু দেখা যায় বলে বোঝানো যায়না তাই ছবিই কথা বলবে। যতবারই ভাবি এই প্রকৃতি নিত্য নুতন রূপে মানসপটে ভাবনায় কল্পনায় ধরা দেয় । ছবিগুলি যার চিত্তে যে আলোড়ন তুলবে সেটা একান্তই তার ব্যক্তিগত অনুভূতি, ভাল মন্দ যাই লাগুক শেয়ার করতে ভুলবেন না আশা করি।
আজকে শুধু কমন প্রাকৃতিক ছবি দেবো এরপর স্পট ভিত্তিক ছবি দেবো আশা রাখছি।
জলপাই ফুল অথচ দেখতে বকুল ফুলের মত মনে হয়।
এগুলো রঙ্গন ফুল সবাই চেনেন।
চায়ের দেশে স্বাগতম।
অযত্নে অবহেলায় বেড়ে ওঠা বনফুল এগুলিকে টি টেষ্টার ও বলে যেখানে এগুলি জন্মায় সেই মাটিতে চা গাছও জন্মাবে।
আনারসের কুঁড়ি আমরা যখন গিয়েছি তখন আনারসের মৌসুম শেষ। এগুলি খুব ছোট ছোট হয় কিন্তু ভীষন মিষ্টি।
চা বাগানের সামান্য একটু অংশ।
চায়ের দেশ শ্রীমঙ্গল থেকে ঘুরে এলাম ছবি ব্লগ ২।
চায়ের দেশ শ্রীমঙ্গল থেকে ঘুরে এলাম ছবি ব্লগ ৩।
১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৯
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ সুমন কর ভান্ডারে আরো অনেক ছবি আছে। পোষ্ট ছোট রাখার চেষ্টা করেছি পর্যায়ক্রমে সবগুলিই দেবো। ভাল থাকুন।
২| ১০ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৮
শায়মা বলেছেন: আমিও শ্রীমঙ্গলে গিয়ে মুগ্ধ হয়েছিলাম!
সে এক অপার নৈসর্গিক সৌন্দর্য্যের দেশ!!!!!!!!
অনেক ভালো লাগা ভাইয়া!
১০ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৪
পুলক ঢালী বলেছেন: ব্লগে স্বাগতম ম্যডাম । "সে এক অপার নৈসর্গিক সৌন্দর্য্যের দেশ" খুব সুন্দর কাব্যিক কোট করেছেন। ধন্যবাদ ভালো থাকুন।
৩| ১০ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৭
ক্লে ডল বলেছেন: টি টেষ্টার! জানতাম না ত।
ছবি ব্লগ ভালো লেগেছে।
১০ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৬
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ মাটির পুতুল ভালো থাকুন।
৪| ১০ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪১
রুমেল আহমেদ বলেছেন: কমলগঞ্জে আমার খুড়েঘর । দেখা হত যদি আগে বলতেন ।
১০ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৩
পুলক ঢালী বলেছেন: হায় হায় রুমেল আহমেদ, আগে যদি জানতাম তাহলে নিশ্চয়ই শেমাই খেয়ে আসতাম, এখন থেকে কোথাও গেলে ব্লগে বিজ্ঞাপন দিতে হবে দেখছি। কমলগঞ্জের উপর দিয়েই গিয়েছি হীড বাংলাদেশের ছবি তুলেছি,ওদিকে মাগুরছড়ায় অক্সিডেন্টালের দুর্ঘটনার স্থানটাও দেখা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাল থাকবেন।
৫| ১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:২০
পুলহ বলেছেন: বাহ, টি টেস্টারের ব্যাপারটা তো জোস!!!
শ্রীমঙ্গল আমার নিজেরো খুব প্রিয় জায়গা।
পোস্টে প্লাস ।
১০ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৫
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ পুলহ। শ্রীমঙ্গল আসলেই দেখার মত জায়গা বার বার যাওয়ার মত জায়গা। ভাল থাকুন।
৬| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪২
ফাহিম সাদি বলেছেন: বাহ ! আবারো যেতে ইচ্ছে করছে
স্পট ভিত্তিক ছবির পোষ্টের অপেক্ষায় রইলাম
১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২১
পুলক ঢালী বলেছেন: হুম! আসবে, ব্লগে স্বাগতম, আপনার সাজেশন কার্যকরী ছিল। ধন্যবাদ ফাহিম সাদি।
৭| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৯
নাবিক সিনবাদ বলেছেন: দারুণ লাগলো
৮| ১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ, জনাব নাবিক সিনবাদ। ভাল লেগেছে জেনে খুশী হলাম। ব্লগে স্বাগতম। হুম শুনেছিলাম সন্দাবাদের দৈত্যের কথা উনি আবার আপনার জমজ ভাই নয়তো? দেখেন ভাই আর যা করেন দৈত্য টৈত্য পঠাইয়েন না
৯| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১৯
মাদিহা মৌ বলেছেন: শ্রীমঙ্গল গিয়েছিলাম, কিন্তু ট্যুরের প্ল্যানারদের গাধামি র কারণে যখন পৌঁছেছি, তখন সন্ধ্যা নেমে গেছে। কিছুই দেখা হয়নি। ধন্যবাদ পোস্টের জন্য। আপনার উসিলায় দেখা হলো।
১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৯
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ মাদিহা মৌ। এটা ১নং এরপর ২ও৩ নম্বরটা পোষ্ট করা হয়েছে। এরপর আরও আসবে । সুতরাং মন খারাপ করার কিছু নেই।
১০| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৪
আমি ইহতিব বলেছেন: জলপাইয়ের ফুল আর টি টেষ্টার এই প্রথম দেখলাম। ছবিগুলো সুন্দর হয়েছে।
১১| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩২
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ।আমি ইহতিব। এরপর আরও ২ পর্ব পোষ্ট হয়েছে ওখানে আমার প্রথম দেখা শিবলিঙ্গ ফলের ছবি আছে।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৭
সুমন কর বলেছেন: সুন্দর সব ছবি।