![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন বয়ে চলে অজানা পথে
সামু আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে, আমাদের মনের কথা ব্যক্ত করা, অলেখকদের লেখক বানাবার সুযোগ, প্রতিষ্ঠিত লেখকদের লেখা পড়ার সুযোগ এবং সর্বোপরি মন্ত্যব্য প্রকাশের মাধ্যমে ভাব আদান প্রদানের সুযোগ ইত্যাদি বহুবিদ সুযোগ দানের কারনে সামুকে ধন্যবাদ জানাই। তবে সামু নিয়ে মাঝে মাঝেই কিছু সমস্যা সামনে এসে দাড়ায়, যেমন' হঠাৎ করেই সামু নাই হয়ে যায়, বহু চেষ্টা করেও সামুকে আর আনতে পারিনা, তখন' সন্দেহ হয় ব্রাউজার ঠিক আছে ? কম্পিউটার কি নষ্ট হলো ? সামু কি শুধু আমার উপর রাগ করে আমাকে শাস্তি দিচ্ছে ? নাকি সবাই আমার মত ভুক্তভূগী হচ্ছে ! নাকি সামু ব্যান্ড হয়ে গেল ? কিছুই জানতে পারিনা, অন্ধকারে থেকে শুধু দুঃশ্চিন্তায় ভুগি। এই পরিস্থিতি থেকে উত্তোরনের কোন পন্থা আছে কিনা ? আমরা না জানলেও সামুতো তার টেকনিক্যাল সমস্যা সম্পর্কে অবগত থাকে, সেক্ষেত্রে' কোন নোটিশের মাধ্যমে আমাদের উৎকন্ঠা দুর করা যায় কিনা ? বিষয়টি' সামু কর্তৃপক্ষকে ভাবার অনুরোধ করবো।
আরেকটা বিষয় হলো প্রতিটি ব্লগপোষ্টের নীচে সর্বাধিক পাঠকৃত বা সর্বাধিক মন্তব্য প্রাপ্ত নির্বাচিত পোষ্ট দেখা যায়। আমার মনে হয় এইগুলি ঐ পোষ্ট লোড হতে ধীরগতির একটা কারন । প্রত্যেক ব্লগারের পোষ্টে ওগুলো জুড়ে না দিয়ে সেগুলির জন্য আলাদা পেজ করার সুযোগ থাকলে সেটা করা যায় কিনা ভেবে দেখার অনুরোধ রাখলাম।
সবার মঙ্গল হোক সবাই ভাল থাকুন এই কামনা রইলো ।
১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৮
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই মোহেবুল্লাহ অয়ন। সমস্যা তো হতেই পারে কিন্তু একটা নোটিশ থাকলে ভাল হয়।
২| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৪
মোস্তফা সোহেল বলেছেন: পুলক ভাই কেমন আছেন?
১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০২
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই মোস্তফা সোহেল। আমি ভাল আছি। আপনার হঠাৎ ঘাড় ব্যাথা হলো কেন? প্রেসার কি নরমাল আছে ?
৩| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সামুর সার্ভারে সমস্যা হয়েছিল। এটা সামনেও হতে পারে। এটা কোন ব্যাপার না।
ঠিকাছে। তা হতেই পারে।
তবে একটা এক লাইনের নোটিশ লেখকের মতো বাকী সবাইকে অনিশ্চিত ভবানা থেকে মুক্তি দেবে।
১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৪
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভৃগুভাই। ঠিক বলেছেন একটা নোটিশ সব উদ্বেগের অবসাান ঘটাতে পারে।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৮
সুমন কর বলেছেন: সমস্যা থাকতেই পারে। কাল সমস্যা ছিল, আজ ঠিক হয়ে গেছে।
১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৭
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। সমস্যা হতেই পারে এটাকে কেউ অস্বীকার করছেনা। পোষ্টের মূল উদ্দেশ্য এটা নয়।
৫| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: @ বিদ্রোহী ভৃগু, হ্যা এটা দেয়া যেতে পারে। তাছাড়া "502 bad gateway nginx" এটা দেখাচ্ছিল। গুগল করলেও বুঝা যায় কি সমস্যা।
১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৩
পুলক ঢালী বলেছেন: অয়ন ভাই "502 bad gateway nginx" এটা দেখাচ্ছিল। গুগল করলেও বুঝা যায় কি সমস্যা।
ভাই এইসব টেকনিক্যাল বিষয়গুলি যারা জানেন বুঝেন পোষ্টটটি তাদের জন্য নয়। আমার মত মূখ্য সূখ্য যারা আছেন তাদের পক্ষ থেকে লিখলাম।
৬| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৯
Safin বলেছেন: কাল রাতে ভেবেছিলাম আমার নেট কানেকশনে সমস্যা।
১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৭
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই Safin আমি গ্রামে থাকি এমনিতেই নেট সমস্যা, নেট থাকেতো বিদ্যুৎ সমস্যা এরকম বহুুবিিদ সমস্যার হ্যাপা সামলে যখন সামুতে লগইন করতে পারিনা তখন সবকিছু গুবলেট হয়ে যায়। ভাল থাকুন ভাই।
৭| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৪
আবু তালেব শেখ বলেছেন: গতকাল অনেক চেষ্টা করেছি সামুতে গুতাবার। নাহ হলনা।
আসলেই একটা পুর্ব সতর্কতা পেলে টেনশন হত না
১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২১
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই আবু তালেব শেখ সহমত প্রকাশ করার জন্য।
এভাবে সার্ভার ডাউন হওয়ার পিছনে সামুর জনপ্রিয়তারও ভূমিকা রয়েছে, প্রতিপক্ষ বা হ্যাকাররা মাঝে মাঝে এ্যাটাক করে এই সমস্যা তৈরী করে থাকতে পারে। ভাল থাকুন।
৮| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমিও জানি নাই গুগল করার আগে। পড়ার পর কিছুটা বুঝতে পারছি। গুগলের এক্সেস মূর্খ জ্ঞানী সবারই আছে।
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৬
পুলক ঢালী বলেছেন: হা হা হা ধন্যবাদ ভাই মোহেবুল্লাহ অয়ন পথ প্রদর্শনের,জন্য ভালো থাকুন।
৯| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৪
অপর্ণা মম্ময় বলেছেন: সামু নিয়ে সমস্যার তো সমাধান হলো। ব্লগ ঠিক আছে।এবার সামুর সুবিধা বা ভালো দিক নিয়া পোস্ট দেন
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৪
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ অপর্ণা মম্ময় । সামুর ভালদিকের কথা তো পোষ্টের শুরুতেই বলা আছে, তাছাড়া মন্তব্যের ৭ নং মন্তব্যে সামুর জনপ্রিয়তার কথাও বলা হয়েছে। পাঠে ও মন্তব্যে অংশ নেওয়ার জন্য আবারো ধন্যবাদ । ভাল থাকুন।
১০| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৯
কালীদাস বলেছেন: এরকম আগেও হয়েছে কয়েকবার। ঠিক করে ফেলে অবশ্য ডেভেলপাররা দ্রুতই। এত ব্লগার, সার্ভারে চাপ পড়ে যায় হয়ত মাঝে মাঝে
অফটপিক: আমি ভাল আছি, ব্যাপক ব্যস্ততার জন্যই কয়েকমাস ব্লগের কাছে ঘেষতে পারিনি।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫১
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ কালীদাস ভাই। একদম ঠিক বলেছেন। সামু মাঝে মাঝে বিগড়ে গেলেও আমরা সবসময় আমাদের সামুর সুখ দুঃখের ভাগীদার হয়ে সবসময় সামুর সাথেই আছি।
আপনার আপডেট জেনে ভাল লাগলো। শত ব্যস্ততার মধ্যেও সুযোগ করে ঢু মারবেন সামুতে আপনার উপস্থিতি ভাল লাগে। ভাল থাকুন।
১১| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১০
চাঁদগাজী বলেছেন:
বুঝা যাচ্ছে, সামু ডাউন থাকলে ব্লগারেরা অস্হির হয়ে যান।
২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই আসলেই কিন্তু তাই এটা সামুর প্রতি ভালবাসা হা হা হা।
১২| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: সর্বাধিক পাঠকৃত বা সর্বাধিক মন্তব্য প্রাপ্ত নির্বাচিত পোষ্ট দেখা যায়। আমার মনে হয় এইগুলি ঐ পোষ্ট লোড হতে ধীরগতির একটা কারন .........বিষয়টা আমার বোধগম্য হলো না।
২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ সাদা মনের মানুষ ভাই। আমনের সাদা মনে বিষয়টা সরল সাদাসিধা মনে হইছে। আসলে একজনের পোষ্টে--- আচ্ছা ধরুন আপনার পোষ্টে অনেক মেগাবাইটের ছবি থাকে এর সাথে আরো অন্যান্য ব্লগারদের পোষ্টের কিছু অংশ যুক্ত হয়ে আমনের পোষ্টের জায়গা অহেতুক ভরাট হইয়া ওজন বাইড়া গিয়া ডাউনলোড হইতে গিয়ে স্লো হয়ে গেল। আগে এমুন আছিলো না।এই আর কি !!
ভাল থাকুন সামমা ভাই।
১৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
প্রামানিক বলেছেন: টেকনিক্যাল প্রব্লেম। করার কিছু নাই।
২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ছড়াকার ভাই খাঁটি কথা কইছেন। তয় একটা নুটুশ দিলে মনে শান্তি থাকে এই আর কি! হা হা হা।
১৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্টিকি পোস্টের (সামহোয়্যার ইন ব্লগঃ মুদ্রার অন্য পিঠ) ৯৭ নম্বর মন্তব্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৫
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ হেনাভাই দেখেছি।
১৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৩
শামচুল হক বলেছেন: সুন্দর পরামর্শ
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৪
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই শামচুল হক
১৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পুলক ভাই, ৮ নং কমেন্টে হঠাৎ আবার রিপ্লাই দিলেন যে?
২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩
পুলক ঢালী বলেছেন: অয়নভাই আগে আসলে মন্তব্যের বিপরীতে উত্তরের বদলে কমেন্ট হিসাবে উত্তর দেওয়া হয়েছিল তাতে মন্তব্যের সংখ্যা অহেতুক বেশী দেখাচ্ছিল সেটা কমালাম আরকি।
১৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৯
কালীদাস বলেছেন: অনেক দিন কিছু লিখছেন না। বেশি ব্যস্ত? সময় করে একটা লেখা ঝেড়ে দিন না, ব্লগে এখনও আসতে পারছি যেহেতু ফ্রেশ পড়ে যেতাম
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪২
পুলক ঢালী বলেছেন: কালীদাস ভাই শুভেচ্ছা নিন। আমার নিজের ব্লগেই ঢুকিনা অনেকদিন উত্তর দেওয়ার নমুনা দেখেই বুঝে নিন। ভাই উত্তর দিতে দেরী হওয়ার জন্য মাফ চাইছি।
সমসাময়িক বিষয় নিয়ে মাঝে মাঝেই লেখার ঝোক চাপে কিন্তু ঝোকটাও সাময়িক বিধায় আর লেখা হয়ে উঠেনা
পরে মনে হয় থাক লিখে আর কি হবে গড্ডালিকা প্রবাহে নিজেকেও ভাসিয়ে দেই ।
১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
সৈয়দ ইসলাম বলেছেন: এ তেমন সমস্যা না। প্রেমিকার জন্য সামান্য অপেক্ষা বা কিছু কষ্ট তো করা যেতেই পারে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৩
পুলক ঢালী বলেছেন: হা হা হা ধন্যবাদ জনাব সৈয়দ ইসলাম ।
১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
খায়রুল আহসান বলেছেন: ১ নং প্রতিমন্তব্যে সমস্যা তো হতেই পারে কিন্তু একটা নোটিশ থাকলে ভাল হয় - এ কথাটার সাথে একমত।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৫
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় খায়রুল ভাই ভাল থাকুন।
২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৫
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, সামুর সমস্যা সমধান হয়ে গেছে, আপনি শান্তিতে আছেন!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৯
পুলক ঢালী বলেছেন: হা হা হা চাঁদগাজী ভাই কৌতুক করার জন্য ধন্যবাদ। জ্বী আপনাদের সবাইকে নিয়ে শান্তিতেই আছি। ভাল থাকুন।
২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
চাঁদগাজী বলেছেন:
অনেকদিন লিখেননি, সমসাময়িক কিংবা সায়েন্স নিয়ে লিখুন।
১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৭
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ গাজীভাই আমার ব্লগেই ঢুকিনা কারন লিখতে একদম ইচ্ছে করেনা।
২২| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৩
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্টে (আমাদের মূঢ়তার সীমা কতদূর পর্যন্ত বিস্তৃত) একটা মন্তব্য রেখে এসেছি। সময় করে একবার দেখে নেবেন বলে আশাকরি।
১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩২
পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় জনাব খায়রুল ভাই । ওখানে বেশ আগেই প্রতিমন্তব্য করেছি কিন্তু এখানে রেসপন্স না করে ভুল করেছি ক্ষমা করবেন আশাকরি। ভাল থাকুন সর্বদাই।
২৩| ০৪ ঠা মে, ২০১৮ দুপুর ২:০৯
প্রামানিক বলেছেন: নতুন পোষ্ট মোষ্ট দেন না কেন?
১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:১০
পুলক ঢালী বলেছেন: প্রামানিকভাই খোঁজ নেওয়ার জন্য ধন্যবাদ। লিখতে মনকে রাজী করাতে পারিনা আপনাদের গুলো পড়ি আর অবাক হই এত স্বতঃস্ফূর্তভাবে লিখেন কিভাবে ? ভাল থাকবেন।
২৪| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৫১
হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।
১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:২২
পুলক ঢালী বলেছেন: ভাই হবা পাগলা আমার ব্লগে স্বাগতম। কষ্টকরে পাঠ করার জন্য ধন্যবাদ। আপনার ব্লগে গিয়েছিলাম মন্তব্য রেখে এসেছি।
২৫| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:২৭
জোকস বলেছেন: একটা নতুন পোস্ট দিলে তারপর মন্তব্য করব
১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৫
পুলক ঢালী বলেছেন: হা হা হা জোকসভাই মজার কমেন্টের জন্য ধন্যবাদ। নুতনপোষ্ট তাহলে দিতেই হয়!!!
২৬| ১৬ ই জুন, ২০১৮ ভোর ৫:১৯
সৈয়দ তাজুল বলেছেন:
ঈদুল ফিতরের শুভেচ্ছা
নতুন পোস্ট দেন!
১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৭
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ সৈয়দ তাজুল ইসলাম ভাই। সরি দেরিতে হলেও আপনার প্রতিও রইলো অকৃত্রিম ও আন্তরিক ঈদ শুভেচ্ছা। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সামুর সার্ভারে সমস্যা হয়েছিল। এটা সামনেও হতে পারে। এটা কোন ব্যাপার না।