![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন বয়ে চলে অজানা পথে
আমায় যদি তুমি এনে দাও এক টুকরো চাঁদ,
বুকভরা প্রেমে দেবো ভরিয়ে জীবনের সব স্বাদ আহ্লাদ।
জ্বী,হ্যা, ছবির কালো ত্রিভুজ অংশটি চাঁদ থেকে নিয়ে আসা একখন্ড শিলা।
সবাই এটার ছোঁয়া নিচ্ছে তাই সুযোগটি গ্রহন করতে আমিও কার্পণ্য করলাম না।
রাইট ব্রাদার্স
প্রথম বাই প্লেন
ইঞ্জিনযুক্ত বিমান।
রোটারী প্রপেলড বিমান।
রোটারী ইঞ্জিন।
টারবাইন ইঞ্জিন।
টারবাইন যুক্ত জেট ইঞ্জিন।
রকেট যুগে পদার্পন।
রকেট এ্যাপোলো - ১১
রকেট এ্যাপোলো - ১১ এর ইঞ্জিন।
রকেট ইঞ্জিনের এক্সষ্ট।
রকেটের ফুয়েল বার্নিং চেম্বারের বহিরাংশ।
ক্যাপসুল - এটাতে চড়েই নভোচারীরা মহাশূন্য থেকে আমাদের পৃথিবীতে ফিরে আসেন। এটা প্রচন্ড তাপ সহনীয় পদার্থ দিয়ে তৈরী। বায়ুর ঘর্ষনে এর বহিরাঙ্গের কয়েকটি স্তর জ্বলে যায়। প্রচন্ড তাপ সহনীয় না হলে এটা উল্কার মত জ্বলে গিয়ে শূন্যে ছাই হয়ে যেতো।
সোলার পাওয়ার চালিত রোভার স্কাউট। মঙ্গল গ্রহের তথ্যানুসন্ধানে এরকমই একটা পাথফাইন্ডার পাঠানো হয়েছিলো।
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৬
পুলক ঢালী বলেছেন: পদাতিক ভাই প্রথম মন্তব্যকারী হিসেবে অনেক ধন্যবাদ। লাইক দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ । মন্তব্যে অনুপ্রানিত হলাম। ভাল থাকবেন।
২| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২০
নজসু বলেছেন:
অসাধারন পোষ্ট।
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৭
পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ নজসু ভাই। ভাল থাকবেন।
৩| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: জমাকালো ছবি সব। আমেরিকা বলে কথা!!!!!
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৯
পুলক ঢালী বলেছেন: হা হা হা সুজন ভাই দারুন মন্তব্য । ভাল থাকবেন।
৪| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বাঙালির অনেক জানার বাকি আছে।
;(
আপনি কেমন আছেন?
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২২
পুলক ঢালী বলেছেন: বাঙালির অনেক জানার বাকি আছে।
১০০ ভাগ সহমত ।
ভাল আছি সৈয়দ তাজুল ইসলাম ভাই। শুভ কামনা রইলো, আপনিও ভাল থাকবেন ভাই।
৫| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩
পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ছড়াকার ভাই। ভাল থাকুন।
৬| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫
আখেনাটেন বলেছেন: কি বিস্ময়কর প্রযুক্তির বিকাশ ঘটিয়েছে তারা? এগুলো নিয়ে ভাবতে গেলেই অবাক হতে হয়। আমরা এখনও ভালোমত একটি দুচাকার সাইকেল বানাতে পারছি না। আর তারা আজ থেকে দশক দশক আগেই...আমরা আছি ধর্ম নিয়ে কীভাবে নিজেদের মাঝেই মুলোমুলি করব?
অনেক ভালো লাগল ছবিব্লগ ব্লগার পুলক ঢালী ভাই।
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার আখেনাটেন ভাই। আমেরিকার তুলনায় আমরা কিছুই না।
আমরা আছি ধর্ম নিয়ে কীভাবে নিজেদের মাঝেই মুলোমুলি করব?
একশত ভাগ সহমত। লাইক দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
৭| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩
রাজীব নুর বলেছেন: আমার কষ্ট দেখে, ফেরেশতাদের চোখে বিন্দু বিন্দু অশ্রু ঝরে সারারাত । আমি রেল লাইনের শব্দ শুনে ঘুমিয়ে পড়ি । আমি কতদিন ঘুমানোর আগে মুখস্ত করেছি তোমার মুখ । পরীক্ষার খাতায় এক লাইনও লিখতে পারি নি ।
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
পুলক ঢালী বলেছেন: রেল লাইনের শব্দ আমায় সারাক্ষণ জাগিয়ে রাখে। ঘুমুতে পারিনি কতযুগ ধরে । স্মৃতিরা সব করেছে প্রতারনা। স্বপ্নে দেখি জীবনের শূন্য খাতা। সারা জীবন খুঁজে ফিরেছি তোমায় । মনের গভীরে লুকিয়ে রয়েছে তোমার ঝাপসা মুখোচ্ছবি।
ভাল থাকুন রাজীব নুর ভাই।
৮| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৮
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর পোষ্ট।
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪০
পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান ভাই। ভাল থাকুন।
৯| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৮
আর্কিওপটেরিক্স বলেছেন: দারুণ তো !
২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই আর্কিওপটেরিক্স । ভাল থাকুন।
২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৪
পুলক ঢালী বলেছেন: লাইক দেওয়ার জন্য ধন্যবাদ রইলো।
১০| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৭
সুমন কর বলেছেন: আমাদেরও ভ্রমণ হয়ে গেল। ক্যাপসুলে উঠতে মুন চায়........
২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪
পুলক ঢালী বলেছেন: হা হা হা । এই তো ভাল আছেন কবিতা লিখছেন ব্লগে মন্তব্যে সবার সাথে ভার্চুয়ালি বন্ধুত্বে জড়িয়ে আছেন, কি দরকার ক্যাপসুলে উঠে গায়ে পড়ে বিপদ ঘাড়ে টেনে আনার?
তবে ওখানে গিয়ে মিউ --- কর্তৃপক্ষের সাথে আলুচনা করে টেরাই করতে পারেন।
অনেক ধন্যবাদ সুমন কর ভাই । ভাল থাকুন।
২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৫
পুলক ঢালী বলেছেন: লাইক দেওয়ার জন্য ধন্যবাদ জানবেন।
১১| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২১
মনিরা সুলতানা বলেছেন: বাহ ! না ছুঁয়ে দিলাম, কলম্বাস পুলক ভাইয়ের কল্যাণে দেখতে তো পেলাম
ছবি দেখলাম ; কী চমৎকার এদের এক ধাপ থেকে অন্য ধাপে উত্তরণ।
ভালোলাগা
২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৩
পুলক ঢালী বলেছেন: কলম্বাস
হা হা হা বেয়াপুক মজা পাইলাম!
কী চমৎকার এদের এক ধাপ থেকে অন্য ধাপে উত্তরণ।
ঠিক ঠিক ঠিক। আখেনাটেন ভাইয়ের মন্তব্যে আমরা আয়নায় নিজেদের চেহারা দেখতে পাই।
ব্যঙ্কক মালয়েশিয়া তো খুব বেশীদিন হয়নি উন্নতির পথে এগিয়ে যাচ্ছে ওদের উন্নতি,পরিকল্পনা এবং বোধ দেখে নিজেদের অনেক ছোট মনে হয়। দুঃখ ওদের কাছেও আমাদের মর্যাদা নেই কুয়ালালামপুর এয়ারপোর্টের এক অস্বস্তিকর ব্যাপার বোধহয় ব্লগের কোথাও শেয়ার করেছিলাম। অপ্রাসঙ্গিক অনেক কথা বলে ফেললাম মনে হচ্ছে।
মজার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। লাইক দেওয়ার জন্যও ধন্যবাদ জানবেন।
ভাল থাকুন কবি মনিরা ম্যাডাম।
১২| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: দেরিতে হলেও ছবি ব্লগ দেখে ফেললাম
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৬
পুলক ঢালী বলেছেন: হা হা হা সোহেল ভাই লেট ফি দেন
১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৯
নজসু বলেছেন:
২য় পর্ব কবে দিচ্ছেন?
আরও সুন্দর সুন্দর আকাঙ্খিত ছবির প্রত্যাশায় আছি যে।
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ নজসু ভাই। হায় হায় আপনি অপেক্ষায় ছিলেন জানলে তো পোষ্ট দিয়েই দিতাম!
দেখি ১৪ ডিঃ আবার যেতে হচ্ছে তাই সময় পাচ্ছিনা, ওখানে গিয়ে ভাবছি সময় করে দেবো । সাথে থাকার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
আহমেদ জী এস বলেছেন: পুলক ঢালী,
আমাদের জন্যে রেয়ার এক কালেকশান দিয়ে গেলেন। আবার চাঁদের কনাও ছুঁয়ে এলেন!!!!!!!!!!!!!!
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১২
পুলক ঢালী বলেছেন: হা হা হা আহমেদ জী এস ভাই মন্তব্যে মজা পেলুম। খুব ভাল থাকুন, শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২০
পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! সুন্দর। মনমুগ্ধকর।
শুভকামনা জানবেন।