![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন বয়ে চলে অজানা পথে
গতকাল ১৫ই ডিসেম্বর স্থানীয় সময় বেলা ১টা ৫৫ মিঃ নিউইয়র্ক পৌঁছালাম । এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় চোখে পড়লো সাজানো খৃস্টমাস ট্রি।
আজ ১৬ই ডিসেম্বর সকালে বের হলাম হাটতে তাপমাত্রা ২ ডিগ্রি সেন্টিগ্রেড। প্রকৃতি আর পরিবেশের আমূল পরিবর্তন চোখে পড়লো । যে গাছগুলি দেখেছিলাম সবুজের প্রাচুর্য্যে ভরপুর সেগুলোই এখন কেমন পাতা বিহীন, নেড়ে এবং রুক্ষ রূপ ধারন করেছে। নীচে পড়ে আছে অজস্র শুকনো পাতা বিষয়টা ভাবনার কারন একটু স্ফুলিঙ্গ পেলে আর কথা নেই, তবে ভরসার কথা এখানকার মানুষের অভ্যাস জীবনাচরনের সাথে যুক্ত হয়ে গেছে তাই ভুলেও কেউ জ্বলন্ত সিগারেট ফেলেনা অন্তত আমার চোখে পড়েনি। মানুষজন নিজের এলাকার পাতা জড়ো করে রাস্তার পাশে ঢিপ করে রাখে এবং সিটি কর্পোরেশনের গাড়ী এগুলো সংগ্রহ করে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যায় এবং সেখানে প্রসেস করে গ্যাস সার ইত্যাদি তৈরী করে।
আবহাওয়ার পূর্বাভাষে দেখলাম বৃষ্টি হবে সকাল ৯টার পরে। বেশ কিছুদুর যাওয়ার পর পৌনে আটটাতেই টিপ টিপ বৃষ্টি শুরু হলো । কি করি! ছাতা নিয়ে বের হইনি যদি মূষলধারে বৃষ্টি শুরু হয় তাহলে আমি গেছি! (আমেরিকার আবহাওয়া মনে হয় আবহাওয়াবিদদের কথা শুনতে চায়না।) ওখান থেকে ডবলমার্চ,জগিং করে ফিরে এলাম। গা ঘেমে গেল কিন্তু রিয়েল ফিল ছিল মাইনাস ২ ডিগ্রি সেন্টিগ্রেড ফলে গা ঘেমে গেলেও হাত খোলা থাকায় একেবারে অবশ হয়ে গেল।
কাশফুলের মত ঘাস, শিরে ধারন করে আছে বৃদ্ধের পক্ক কেশের মত ঝালর
ব্যাতিক্রম হলো খৃস্টমাস ট্রি এগুলো এবং কিছু ঝোপঝাড় যেগুলো মনে হয় চির সবুজ।
এগুলো মনে হয় সবুজের স্বাক্ষর ধারন করে প্রতিশ্রুতি দিচ্ছে, হুম ! আমরা আবার ধরাতলে সবুজের বন্যা বইয়ে দেবো।
ডিসেম্বর মাস বড়দিনের মাস সারা আমেরিকা জুড়ে বড়দিনের আয়োজনের জন্য হিসাবে সাজ সাজ রব পড়ে গেছে তারই অংশ হিসাবে বাড়ীর সামনে আলোকোজ্জ্বল হরিনের আকৃতি।
ঐ
রাতের বেলা সাজানো হরিন।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৪
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ সুজনভাই। ভাল থাকবেন।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৬
রাকু হাসান বলেছেন:
আরেহ !! আড্ডাবাসী
। সালাম নিন...........মার্কায় ভোট দিন ।
পরিচ্ছন্নতা দেখে মন ভরে নিলাম। আমাদের শহরগুলো যদি এমন পরিচ্ছন্ন হতো ! ছবি মনোমুগ্ধকর । বাইশ গড়ে দাওয়াত দিলাম অগ্রিম ।
। কাল সাড়ে বারোটাই
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৫
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ রাকিব ভাই। মন্তব্যে ভাললাগা রইলো। ভাল থাকবেন।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:০৭
চাঁদগাজী বলেছেন:
আপনি ভ্রমন কাহিনীকে পপুলার করতে পারেননি।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪১
পুলক ঢালী বলেছেন: হা হা হা চাঁদগাজী ভাই ভাল থাকবেন। আমি কোন চ্যালেঞ্জ মাথায় রেখে লিখিনা। এটাকে(ব্লগকে) দিনলিপি হিসেবে ব্যবহার করছি। আপনাদের উপস্হিতি আনন্দের মাত্রা যোগ করে মাত্র বাট আমি আসলে ক্রেজী নই হওয়ার যোগ্যতাও নেই। তবে আপনার মন্তব্য আমার হাসি উদ্রেক করে আনন্দ দেয় তাই আপনাকে ধন্যবাদ। এই পোষ্টটা হলো ক্ষণিকের অনুভূতির বহিঃপ্রকাশ মাত্র। ভাল থাকুন আরো দীর্ঘজীবী হয়ে বাংলাদেশের মানুষকে রাজনৈতিক জ্ঞানে জ্ঞানান্বিত করুন এই প্রত্যাশা রইলো।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩২
ঢাকার লোক বলেছেন: নিউইয়র্ক গিয়েছেন, এক ডজন ডোনাট নিয়ে গিয়ে চাঁদগাজী ভাইএর সাঘে একটু দেখা করে ভাইকে সকল ব্লগারদের পক্ষ থেকে বিজয় দিবসের সুভেচ্ছা জানাতে পারতেন!
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫
পুলক ঢালী বলেছেন: হা হা হা ধন্যবাদ ভাই ঢাকার লোক। আমি খৃস্টমাসের লাইটিং দেখতে ম্যানহাটন যাবো তবে ব্রুকলিন যাওয়ার কোন ইচ্ছে নেই। মন্তব্যে ধন্যবাদ জানবেন। ভালথাকুন।
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫০
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ নুর ভাই। গত সামারে, মাত্র সাড়ে তিনমাস আগে যে প্রকৃতি দেখেছি তার একেবারে উল্টো দৃশ্য দেখে কয়েকটা ছবি সহ অনুভূতিটুকু প্রকাশ করলাম মাত্র । নূতন দৃশ্য দেখলাম এই মন্তব্য লিখতে লিখতে সেটা হল তুষারপাত। পরে নিশ্চয়ই কোন রোজনামচায় যোগ করবো। ভাল থাকবেন নুর ভাই।
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮
চাঙ্কু বলেছেন: ছবিডি সৌন্দর্য আছে!!
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ চাঙ্কু ভাই। অনেকদিন পর এলেন। বুঝতেই পারছি আপনার মন্তব্য সৌজন্য প্রকাশ মাত্র হা হা হা। ভাল থাকুন কপিজ্ঞতা ভাই।
৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৬
নয়া পাঠক বলেছেন: বেড়াতে আমি অনেক ভালোবাসি। কিন্তু ইচ্ছেমত বেড়ানোর তো সামর্থ নাই, তাই এমন অসম্ভব সুন্দর সুন্দর ছবিব্লগ দিয়ে সুন্দর সুন্দর স্থানগুলিতে বেড়ানোর স্মৃতি শেয়ার করেন, তখন আমিও আপনার ভ্রমণসঙ্গী হয়ে পড়ি। কিন্তু কি দূর্ভাগ্য দেখেন সুন্দর সুন্দর ছবিগুলোর মধ্যে না আছেন আপনি, না আমি। অসম্ভব ভালোলাগায় ভরে উঠল হৃদয়। ধন্যবাদ' নামের একটি ভদ্রতা আপনাকে দিয়ে ছোট করতে মন চাইল না, এর বদলে কি বলব কোন সমার্থক ভাষা খুঁজে পেলাম না... তবে একদফা এক দাবি, নিত্য নতুন ছবি দিবি (ছন্দ মিল)।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৪
পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই নয়া পাঠক । বেড়াতে আমি অনেক ভালোবাসি একদম মনের কথা বলেছেন।
ইচ্ছে থাকলে কোন না কোন ভাবে ইচ্ছে পূরন করা যায়। সামর্থ অনুযায়ী কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসবেন। এখনতো পিকনিক সিজন কোন গ্রুপের সাথে গিয়ে পিকনিক করে এসে ছবি গুলো ব্লগে দিয়ে দিন। খুব সুন্দর প্রেরনা দায়ক ছন্দোবদ্ধ মন্তব্যে অনেক ভাললাগা রইলো । ভাল থাকবেন।
৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
সুমন কর বলেছেন: সুন্দর সব ছবি।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
পুলক ঢালী বলেছেন: হা হা হা অনেক ধন্যবাদ সুমন কর ভাই। আপনাদের মত কবি হলে প্রকৃতির বিবর্তন চক্র নিয়ে কবিতা লিখে ফেলতাম।
মন্তব্যে ভাললাগা রইলো । ভাল থাকবেন।
৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩২
স্রাঞ্জি সে বলেছেন:
ছবিগুলো ভাল লাগল। বিশেষ করে তৃতীয় ছবিটা।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০২
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই স্রাঞ্জি সে । মন্তব্যে খুশী হলাম। ভাল থাকবেন।
১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৯
চাঙ্কু বলেছেন: সৌজন্য প্রকাশ না, আপনার বেশ কিছু আসলেই খুব সুন্দর হইছে!! ফলে এনওয়াই আসলেই সুন্দর, কিছু কিছু আফসুসিত এলাকা ছাড়া!
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০১
পুলক ঢালী বলেছেন: চাঙ্কু ভাই অনেক ধন্যবাদ। আসলে এই পোষ্টটাকে তেমন একটা গুরুত্ব দিয়ে লিখিনি। জাষ্ট এক মূহূর্তের প্রতিক্রিয়া যা এখানে বসবাসকারীদের কাছে গুরুত্ব বহন করেনা চর্বিত চর্বনের মত । আপনার মন্তব্য সেই দৃষ্টিকোন থেকে বিচার করেছি। এখন মনে হচ্ছে হয়তোবা এমন কিছু আছে যা আপনার ভাল লেগেছে সেজন্য আন্তরীক ধন্যবাদ রইলো আপনার প্রতি। ভাল থাকুন সঙ্গে থাকুন কপিজ্ঞতা ভাই।
১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫১
পুলক ঢালী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই । ভাল থাকুন। সঙ্গে থাকুন।
১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২২
বিষন্ন পথিক বলেছেন: আহা এনওয়াই !
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪
পুলক ঢালী বলেছেন: হা হা হা বিষন্ন পথিক ভাই, স্মৃতি কাতরতায় আক্রান্ত ? অনেক ধন্যবাদ। মন্তব্যে ভাললাগা রইলো। শুভেচ্ছা রইলো। ভাল থাকবেন সবসময়।
১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪
পুলক ঢালী বলেছেন: ম্যডাম কাতিআশা আমার উত্তর এডিট করতে গিয়ে আপনার মন্তব্য ডিলিট হয়ে গেছে। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আপনার কাছে আন্তরীকভাবে ক্ষমাপ্রার্থী। ভাল থাকুন।
১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৬
মোস্তফা সোহেল বলেছেন: পুলক ঢালী ভাই,আশা করি ভাল আছেন?কদিন ব্লগে ছিলাম না তাই একটু দেরিতে এলাম।
ছবি গুলো ভালই হয়েছে।পরের পোষ্টে আরও অনেক ছবি দেখার আশায় রইলাম।
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৮
পুলক ঢালী বলেছেন: হা হা হা সোহেল ভাই। আপনি শীত নিদ্রা ভঙ্গ করে যে এলেন সেজন্য ধন্যবাদ। ভাল থাকুন।
১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৩
মনিরা সুলতানা বলেছেন: ওয়াও !!
চমৎকার সতেজ অনুভব এনে দিলো আপনার ছবিগুলো । অনেক সুন্দর আপনার চোখে নিউ ইয়র্ক।
৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩
পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ ম্যডাম। খৃস্টমাস ট্রী টা নিউইয়র্কের বাকি গুলি ম্যানঞ্চেষ্টারের। মন্তব্যে ধন্যবাদ জানবেন।
অঃটঃ ম্যাডাম আপনার ছবি দেখলাম ভেবেছিলাম দাদী নানীর বয়সী হবেন কিন্তু বাস্তবে তো দেখলাম ইয়ং গার্ল।
১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৪
মনিরা সুলতানা বলেছেন: হুম ইয়াং গার্ল বইলা যে হা হা হা প গে দিলেন তাতেই ক্লিয়ার কি বলতে চাইলেই জানাব
যাই হোক মশকরা করে যে আজকাল কেউ ইয়াং গার্ল বলে, আমি তাতেই হ্যাপ্পি।
ভালো থাকবেন
৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৯
পুলক ঢালী বলেছেন: ওহ্! ম্যাডাম ভুল বুঝছেন কেনু? হাসছিলাম তো নিজের বোকামীর জন্য, একজন ইয়ং মানুষকে বোকার মত বুড়ো হাবড়া বানিয়ে দিয়েছিলাম ছিঃ ছিঃ কি লজ্জা! কি লজ্জা! ?
আপনি মহিয়সী ইয়ং গার্ল তাই রাগ না করে হ্যাপ্পি হয়েছেন।
১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৫
কালীদাস বলেছেন: শীতকালের বৃষ্টি কেন জানি ঠান্ডা কমিয়ে দেয় এদিকে। রোদ উঠলে ঠান্ডা আরও বেশি লাগে। পুরাই বাংলাদেশের উল্টা।
কিছুটা সবুজের চিন্হ দেখে ভাল লাগল, আমার আশেপাশে সব ধূসর
হরিণটা সম্ভবত সান্তাক্লজের স্লেজের সিম্বল হিসাবে এনেছে বর্ণনা আরেকটু বাড়ালে লেখাটা আরও ভাল হত পুলক ঢালী ভাই
৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২৪
পুলক ঢালী বলেছেন: কালীদাস ভাই একদম ঠিক বলেছেন । বৃষ্টি বিহীন নীলাকাশ আমাদের বাংলাদেশের মানুষদের সাথে প্রতারনা করে। মেঘ আর বৃষ্টির সময় দেখলাম ৫৪ ডিগ্রী ফাঃ আর রোদেলা আকাশের নীলাভ রং দেখে যখন মোহিত হই তখন কাঁপতে কাঁপতে তাপমাত্রা দেখি ২৩ ডিগ্রী ফাঃ তুষার পড়েনা কিন্তু বাহিরে থাকা ট্রে, বাকেটের পানি জমে বরফ হয়ে থাকে। হা হা হা রোদেলা দিনে ফ্রীজের হাওয়া।
হরিনগুলি আসলেই সান্তাক্লজের স্লেজের বাহকের প্রতিনিধিত্ব করছে।
লেখা বাড়াবো !? লেখার মুড নেই ভাই। ভাবনা চিন্তা ছাড়া শুধু ছবিগুলি দেওয়ার আকাঙ্খা থেকেই পোষ্টের উৎপত্তি।
ভাল থাকুন কালিদাস ভাই।
১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩
খায়রুল আহসান বলেছেন: সুন্দর কিছু অভিজ্ঞতা ও ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ।
পোস্টে ভাল লাগা + +।
০৮ ই মার্চ, ২০১৯ রাত ১০:১৩
পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় খায়রুল ভাই । মন্তব্যে ভাললাগা রইলো। ব্লগে ঢোকা হচ্ছেনা অনেকদিন থেকে, আজ ঢুকে কৌতুহলে নিজের ব্লগে এসে আপনার দুটো মন্তব্য দেখে চমৎকৃত হলাম। দেরীতে উত্তর দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থী। ভাল থাকুন।
১৯| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩৬
খায়রুল আহসান বলেছেন: আবার আসলাম আপনার এই পোস্টটাতে।
শীতের বিষণ্ণতা রাস্তার ছবিগুলোতে প্রতিফলিত।
ছবির সংখ্যা ঠিক আছে, তবে শব্দের সংখ্যা আরেকটু বেশি হলে ভাল হতো।
২৭ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪৮
পুলক ঢালী বলেছেন: হা হা হা খায়রুল ভাই ধন্যবাদ। ছবিই অনেক সময় বাঙ্গময় হয়ে ওঠে তাই হয়তো শব্দের কার্পন্যতা। শীত বড়দিনের আমেজ এবং সান্তা ক্লজের বাহন এবং সান্তা ক্লজের গল্প মনে পড়িয়ে দেয়।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ একই সাথে প্রতি-মন্তব্যে দেরী হওয়ার জন্য ক্ষমাপ্রার্থী।
ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: নয়ন জুড়ানো সব ছবি দিয়ে ভাই পোস্টটি নন্দিত করেছেন। অনেক ভাল লেগেছে। আমার ইচ্ছা পূরণে আপনাকে অনেক ধন্যবাদ।