![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন বয়ে চলে অজানা পথে
গতকাল বিকেলে গিয়েছিলাম মেসিস চেইন সুপার মলে সেখানে সান্তাক্লজ সহ এই খ্রীষ্টমাস ট্রী টা দেখে ক্যামেরা আপনা আপনিই ক্লীক করে উঠলো। ।
আজ সকালে বের হলাম প্রাত ভ্রমনে। এবার পূর্ন প্রস্তুতি নিয়েই বের হয়েছি। তাপমাত্রা যথারীতি মাইনাস ৫ ডিগ্রী সেন্টিগ্রেড।
প্রথমে কান না ঢেকেই চলছিলাম, কিছুক্ষণ পরে মনে হলো কান দুটো সাথে নেই, মনে করতে চেষ্টা করলাম ওদুটো সাথে নিয়ে বের হয়েছিলাম নাকি বাসায় রেখে এসেছি ।
হাত দিয়ে ধরেও অস্তিত্ব টের পেলাম না, আশেপাশে তাকিয়ে কোন চিলও দেখতে পেলাম না, যাতে ভাবতে পারি চিলে কান নিয়ে গেছে।
আসলে হাতও অবশ হয়ে গিয়েছিলো, তাই তাড়াতাড়ি কান ঢেকে হাত দুটো পকটে পুরে ফেললুম।
পাহাড়ের চূড়ায় উঠে ছবি তোলা শুরু করলাম, তবে ঘরবাড়ী রাস্তাঘাটের ছবি উঠানোর উদ্দেশ্যে নয়।
আমাদের দেশের পাহাড়ের মানে হলো গাছপালা ঝোপ জঙ্গল আর আগাছা, সাথে গরীব পাহাড়ীদের মাচার উপর কিছু কিছু ঘরবাড়ী।
এই ছবিগুলো প্রমান করছে প্রকৃতিকে নষ্ট না করেও আধুনিক সব সুযোগ সুবিধা সহ কিভাবে পাহাড়কে ইউটিলাইজ করা যায়।
বেড়াতে এবং সুন্দর পরিকল্পিত সাজানো গোছানো দৃশ্য দেখে ভাল লাগলেও মনে সারাক্ষণ খোঁচা মারতে থাকে আমরা কি করছি?
আজকাল আধুনিক তথ্য প্রযুক্তির যুগে কোন কিছুই গোপনীয় নয়। বিদেশের এই দৃশ্য গুলো দেখে আমাদের নেতারা কিছুই শিখছেন না, বরঞ্চ' তারা দেশটাকে আস্তাকুড়ে রেখে নিজেদের বাসস্থান এসব দেশে গড়ে তোলার ভাবনায় মশগুল হয়ে থাকেন অথচ ভোটের সময় কত গালভরা কথার বন্যা বইয়ে দেন।
ফেলে আসা পথ।
সামনের পথ।
আলোছায়া।
ঘরবাড়ীর সাথেই রয়েছে গাছপালা। বর্তমানে পাতা বিহীন হলেও শীতের পরেই এগুলো পত্রপল্লবে ভরে উঠে প্রকৃতিতে সবুজের বন্যা বইয়ে দেবে।
পাহাড়ের একেবারে চূড়ায় অবস্থান করছে বাড়ীটা। এসব বাড়ী তিনতালা। গ্রাউন্ড লেভেলের নীচে একতলা, যেটাকে বেসমেন্ট বলে উপরে রয়েছে আরেকতলা। প্রতিটি বাড়ীতে পানি বিদ্যুত এবং গ্যাস সংযোগ (অপশনাল) রয়েছে। গরমকালে শীতল হাওয়া এবং শীতকালে গরম হাওয়ার ব্যবস্থা রয়েছে একই সাথে গরম পানি ও ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে। আমাদের দেশের মত বিদ্যুত পানি এবং গ্যাসের আসা যাওয়া নেই (লোডশেডিং) সেটা এখানকার অধিবাসীদের কল্পনাতেও স্থান পায়না।
নামার পথে।
কিইইই পরিস্কার পরিচ্ছন্ন।
হা হা হা পোষ্টবক্স এবং পতাকা পাহাড়া দেওয়ার জন্য দুটো ডগী দাড় করিয়ে দিয়েছে।
বাড়ীর পাশে সান্তাক্লজ উপহার দেওয়ার দেওয়ার জন্য এসে হাজির।
সান্তাক্লজ।
কঠিন ঠান্ডায় সংকোচিত হয়ে রাস্তা ফেটে যায় তারপরও ওগুলো অবহেলায় পড়ে থাকেনা সিটি কর্পোরেশনের কর্মীরা এসে বিটুমিন দিয়ে মেরামত করে যায় ফলে দাগ থাকলেও রাস্তা ফাটা নয়।
এই সবুজগুলি এখনও টিকে আছে।
ঘাসের উপর শিশির পড়েছিল সেগুলো এখন বরফ হয়ে গেছে।
নেমে যাচ্ছি তো যাচ্ছিই।
ফেলে আসা পথ।
গতকাল সন্ধ্যায় তাপমাত্রা ছিল ৩ ডিগ্রী তখন কুয়াশা পড়েছিল যা এখন তুষার হয়ে গেছে।
রাস্তার একপাশে সবুজ পাতায় রোদের ঝলক।
রাস্তার অপর পাশের দৃশ্য, পত্রপল্লব সব বিদায় নিয়েছে, বসন্তে আবার নুতনকুড়ি এসে সব ভরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি রেখে, তারপরও মনে হচ্ছে যেন আকাশের ক্যানভাসে কোন শিল্পীর আঁকা ছবি ফুটে রয়েছে।
ঘাস মাঝে মাঝে চিকচিক করছে। শিশিরের আশায় ছবি তুললাম কিন্তু বরফের হীরকখন্ডে পেলাম আলোর ঝলকানি।
অনেক হয়েছে এবার ঘরের মানুষ ঘরে ফিরে যাই এক কাপ গরম কফির স্বাদ নেবার জন্য প্রানটা আইঢাই করছে।
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩৮
পুলক ঢালী বলেছেন: হা হা হা সুজন ভাই ঠিক আছে আপনিও কফির স্বাদ নিন।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪৫
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই। লাইক দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন। ভাল থাকুন।
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৯
প্রামানিক বলেছেন: চমৎকার ছবি ব্লগ।
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪১
পুলক ঢালী বলেছেন: প্রামানিক ভাই কেমন আছেন ? অনেকদিন পর আপনাকে দেখলাম। মন্তব্যে ভাললাগা রইল। ভাল থাকুন।
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩৬
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪২
পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান ভাই ভাল থাকুন।
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর পোষ্ট।
রাস্তা ঘাট এত নিরিবিলি ক্যান? মানুষ জন নাই!!
২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৬
পুলক ঢালী বলেছেন: রাজীব নুর ভাই এখানে মানুষজন গাড়ী ছাড়া বের হয়না তাই গাড়ী দেখা যায় কিন্তু মানুষজন খুব কমই দেখা যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯
ইসিয়াক বলেছেন: ভালোবাসা রইল...পোষ্টটি প্রিয় তে ও রইলো....আমার পোষ্টগুলি দেখার আশায় রইলাম
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৯
পুলক ঢালী বলেছেন: মন্তব্যে ধন্যবাদ ভাই ইসিয়াক। জ্বী আপনার কবিতার পোষ্টে মন্তব্য রেখে এসেছি। ভাল থাকুন।
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩
সুমন কর বলেছেন: বাংলাদেশের কিছু সুপার মলে সাজানো এবং বিভিন্ন অফার দেয়া হচ্ছে....
সুন্দর পোস্ট !
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩১
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। বাংলাদেশে শুধু আন্তর্জাতিক হোটেলে খৃস্টমাস ট্রী সাজাতো এখন শপিংমলে সাজালে তো ভালই। মালয়েশিয়ার মত ইসলামিক দেশে টুইন টাওয়ারের সামনে এত বড় ট্রী দেখেছি যে সেরকম কোথাও দেখিনি। পরশু নিউইয়র্কের ম্যানহাটনে যাবো ওখানে শুনেছি অনেক বড় ট্রী সাজানো হয়। এখানে অফারের ছড়াছড়ি চলছে ৫০ ডলারের জুতা ১৯ ডলার। বড়দিনের পর নাকি সব পানির দরে বিক্রী হয় সেই সুযোগটা নেবো।
ভাল থাকুন কবি ভাই।
৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৬
প্রামানিক বলেছেন: ভালো আছি আপনি কেমন আছেন?
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২০
পুলক ঢালী বলেছেন: ভাল আছি প্রামানিক ভাই। ধন্যবাদ। এখানকার শীতের অগোছালো হ্রাসবৃদ্ধির থৈ পাচ্ছিনা। কখনো ভীষন ঠান্ডা কখনো প্রচন্ড বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বইছে কিন্তু ঠান্ডা কম। ভাল থাকুন প্রামানিক ভাই।
৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
কালীদাস বলেছেন: পুলক ঢালী ভাই!! কেমন আছেন?
প্রথম যখন ইউরোপে আসি, ফ্রস্ট জিনিষটা তখন দেখিনি। ব্যাপক স্নোফল দিয়ে শুরু করেছিলাম শীতকাল। পরের বছর দেখি এই অদ্ভুত জিনিষ। ভোরে ঘুম থেকে উঠে দেখি সব সাদা, কিন্তু স্নো না!!! এটা অবশ্য স্নোর চেয়ে ভাল।
বাইদ্যাওয়ে, ক্রিসমাস কেমন কাটল ট্রাম্পের দেশে?
৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০১
পুলক ঢালী বলেছেন: আরে কাকে দেখছি প্রিয় কালিদাস ভাই যে!
আমি ভাল আছি। আপনি কেমন আছেন?
এখানে গতকাল বড়দিন গেল। সব বাড়ির সামনে সুন্দর লাইটিং দেখে চোখ জুড়িয়ে যায়। গতকাল এক বাসা থেকে বেরিয়ে দেখি পুরো গাড়ী সাদা অথচ তুষারপাত হয়নি। তাপমাত্রা ছিল -4 ফ্রস্টবাইট হলে শুনেছি শরীরের ওই অংশ বাদ হয়ে যায়। তবে আমি মনেহয় কাছাকাছি চলে গিয়েছিলাম। ওয়েদার ফোরকাস্ট যে এতো গুরুত্বপূর্ণ তা আগে বুঝিনি। মন্তব্যে ধন্যবাদ রইল। ভাল থাকুন।
১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৬
মাহের ইসলাম বলেছেন: ছবিগুলো খুব সুন্দর হয়েছে।
শুভ কামনা রইল।
৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৪
পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ জনাব মাহের ইসলাম। মন্তব্যে ভাললাগা রইলো। ভাল থাকুন।
১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: আহা এমন সাজনো গোছানো ঘরবাড়ি দেখলে মনটা জুড়িয়ে যায়।
ছবি গুলো আর সাথে বর্ননা এক কথায় দরুন হয়েছে।
৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৭
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ মোস্তফা ভাই। খুশী হলাম মন্তব্যে। উত্তর দিতে দেরী হল কারন লেপু রেখে মেরিল্যান্ড গিয়েছিলাম। ভাল থাকুন।
১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫
কলাবাগান১ বলেছেন: মেরিল্যান্ডের কোন যায়গায় গেলেন...।
৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৫
পুলক ঢালী বলেছেন: কলাবাগান১ ভাই ধন্যবাদ ব্লগে আসার জন্য।
মেরিল্যান্ডের সিলভার স্প্রিং এ দিন চারেকের জন্য বেড়াতে গিয়েছিলাম এবার, আগেরবার ওখান থেকে ডিসি,পেনসেলভেনিয়া,ভার্জিনিয়ায় গিয়েছিলাম সেটা সামার টাইম ছিলো। আপনি কি মেরীল্যান্ডে থাকেন নাকি মেয়ে সেন্ট মেরী'স ইউনিতে পড়ে? ভাল থাকুন।
১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪১
খায়রুল আহসান বলেছেন: চমৎকার ছবি, চমৎকার ধারা বর্ণনা, চমৎকার কিছু প্রতিমন্তব্য। সব মিলিয়ে পোস্টে ভাল লাগা + +।
০৮ ই মার্চ, ২০১৯ রাত ১০:১২
পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় খায়রুল ভাই । ভাল থাকুন সবসময় এই কামনা রইলো।
১৪| ১২ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৫
মনিরা সুলতানা বলেছেন: আপনি কি স্থায়ী আমেরিকা প্রবাসী হয়ে গেলেন দাদা !!
০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১০:২৭
পুলক ঢালী বলেছেন: হায়! হায়! মনিরা ম্যাডাম সেই কবে মন্তব্য করেছেন আর আজকে দেখলাম ??? মাফ করে দিন। আমি সাধারনতঃ নিজের ব্লগ বাদে অন্য ব্লগে ভ্রমন করি তাই এই অবস্হা হয়েছে।
একদম কিচ্ছু লিখতে ইচ্ছে করেনা, আপনাদের মত সুন্দর করে লিখতেও পারিনা এর মধ্যে যোগ হয়েছে ভিপিএন নামক জ্বালা!!!
জ্বী! না ম্যাডাম দেশান্তরী হইনি, কি করবো জানিনা। আবার হয়তো সামনে কোনদিন দুবাইতে আপনার হাতের কফি খেয়ে মুসাফির আমি তৃপ্ত হয়ে আবারো সফরে বেড়িয়ে পড়বো
ততদিন অব্দি ভাল থাকুন।
১৫| ১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৩৩
মনিরা সুলতানা বলেছেন: জ্বী! না ম্যাডাম দেশান্তরী হইনি, কি করবো জানিনা। আবার হয়তো সামনে কোনদিন দুবাইতে আপনার হাতের কফি খেয়ে মুসাফির আমি তৃপ্ত হয়ে আবারো সফরে বেড়িয়ে পড়বো
ততদিন অব্দি ভাল থাকুন।
আহা ! কফি খেতে এত দূরদেশ যেতে হবে কেন ? আমি নিজেই এখন দেশবাসী, পৃথিবী গোল হয়ে যাবে নিশ্চয়ই কোথাও কখনো দেখা
নিরন্তর শুভ কামনা।
০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৭
পুলক ঢালী বলেছেন: হায়! হায়! আমার নিজের ব্লগ আমার কাছে পরিত্যাক্ত হয়ে আছে ক্ষমা চাই ম্যাডাম। অনেকদিন হয়ে গেল এতদিনে নিশ্চয়ই আবার দুবাই প্রবাসী হয়ে গেছেন। এ্যারাবিয়ান কফি এনেছিলেন বড়ই মিস করলাম আপচুচ।
১৬| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩১
ডঃ এম এ আলী বলেছেন: অনুসরণ করতে গিয়ে আপনার সবকটি
পোষ্টের উপরে এক ঝলক চোখ বুলিয়েছি,
সবগুলিই আকর্ষনীয় ও মুল্যবান মনে হল ।
আপনার ৯৯টি পোষ্টের মধ্যে প্রথম দিক হতে
৯টি পোষ্ট দেখে দুই এক কথা লিখেও এসেছি,
বাকি কয়টা সময়করে দিনে দু একটি করে
দেখার ইচ্ছা রাখি ।
এ পোষ্ট এর বিবরণ ও ছবিও খুব সুন্দর হয়েছে ।
আপনর বাকি পোষ্টগুলি দেখার পরে এখানে
আবার আসব বলে আশা রাখি ।
শুভেচ্ছা রইল
০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৭
পুলক ঢালী বলেছেন: মহামান্য ডঃ এম এ আলী।
আপনার পোষ্টের মধ্যে দিয়ে যে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে তার পুরোটা গ্রহন করার যোগ্যতা আমার নেই। সামান্য ছিটেফোঁটা যেটুকু বুঝতে পারি তাতেই আমি আপ্লুত। সেই এহেন আপনি যখন বলেন আমার পোষ্ট গুলি আকর্ষনীয় ও মূল্যবান তখন বুঝতে পারি আপনার মহানুভবতা ও সৌজন্যতা। আমি আসলে এর যোগ্য নই। তারপরও কষ্ট করে ব্লগ ভ্রমন করে মন্তব্য করেছেন সেজন্য অশেষ ধন্যবাদ। ভাল থাকুন সবসময় এই কামনা রইলো।
১৭| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১:১৩
ল বলেছেন: বাহ ..
০৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫২
পুলক ঢালী বলেছেন: বাহ্ !
লতিফভাই এক কথায় অনেক কিছু বুঝিয়ে দিলেন।
ধন্যবাদ । ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঢালী ভাই, কফির স্বাত কি একাই নিবেন!
নৈসর্গিক নয়নাবিরাম সৌন্দর্য্যে মন্ডিত ছবি গুলোর দিক থেকে চোখ ফিরাবার মতো নয়।