![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কোন নেশা মানুষকে ধ্বংসাত্মকের দিকে বা বিপদের দিকে ঢেলে দিতে পারে । তা যে নেশাই হোক না কেন। সেখান থেকে বাহির হওয়া খুব কষ্টকর। ফেসবুক নেশাও অনেকই আসক্ত হয়েছে। জাতীয় গ্রিডে কারিগরি সমস্যার কারণে আজ শনিবার দেশের বিভিন্ন বিদ্যুৎ বিপর্যয় দেখাগেলাে। আর বিদুৎ না থাকায় বেশকিছু ফেসবুক আসক্তি মানুষকে দেখাগেলো তারা ফেসবুক নেশায় আক্রান্ত । তাদেরকে কি বলবো আমি নিজেও মনেহয় এই রোগে আক্রন্ত। কারণ অনেক বার চেষ্টা করেছি ফেসবুক থেকে মুক্তি নেবার জন্য কিন্তু শত চেষ্টা করেও মুক্তি পাচ্ছিনা।
কিছু মানুষের ফেসবুক চর্চা দেখে মনেহয় ফেসবুক নেশা মানুষকে খেয়ে ফেলেছে। এমনও মানুষ দেখেছি রাতে ঘুম থেকে জেগে উঠে ফেসবুকের নোটিফিকেশন দেখছে এমন কি রাতভর জেগে ফেসবুকে বন্ধুদের সাথে চ্যাট করছে। ফেসবুক এক অর্থে নেশায় পরিণত হয়েছে । নেশা মানুষকে নীতিজ্ঞানহীন করে তুলে শুধু তাই নয় আকস্মিক মানসিক অস্বস্তিবোধ করে এমনি শারীরিক অসুস্থতা বোধ তৈরী করে । নিজের কাছে মনেহয় ফেসবুক একটি ভয়ংকর নেশা। যা কিছু মানুষের ভবিষ্যাতের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। তবে অনেকের ফেসবুক আছে কিন্তু নেশা নেই। ফেসবুকে নেশা থেকে মুক্তি পাওয়াও এক কঠিন কাজ।
©somewhere in net ltd.