![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃতি অম্লান
মনে পড়ে তব সনে কেটেছিনু যতদিন,
চিত্তে ছিল পুলক মম হিয়া দুঃস্বপ্নহীন ।
স্বপ্ন ? সেতো কল্পনা মাত্র নেই সংকীর্ণতা ,
সহসা পড়িনু সামনে রুঢ় নিঠুর বাস্তবতা।
নিখিল ধরণী কতনা বিচিত্র হেরিনু পরক্ষনে,
কষাঘাতে যার মেনেছিনু হার বিস্ময়ে আমমনে।
হারিয়ে গেল সুখস্বপ্ন নেত্রে অমানিশা,
পঁচিশ বসন্ত পর ও সজীব সেই প্রেমতৃষা ।
আজ তুমি ভিনগ্রহে রয়েছ স্বাড়ম্বর,
স্বীয় ভুবনে সাজিয়েছ আপন খেলাঘর।।
৭ ই বৈশাখ ১৪২১ বঙ্গাব্দ ।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮
অপূর্ণ রায়হান বলেছেন: অসাম প্রোপিকু
ব্লগে স্বাগতম