![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পথ যে শেষ হবার নয় ,
কিছু মুখ রহে মনে চির অক্ষয়।
নাহি খেদ নাহি লাজ মম চিত্তে ,
পরম বিষাদে মেলে সুখ হেরিয়া তব নেত্রে।
আগন্তুক নহে তুমি মোর ভুবনে,
হয়ত পাক্কা ভাবে ই ছিলে মোর ললাট লিখনে।
মম চিত্ত হয় উৎফুল্ল হেরিয়া তব সুখ,
এটা ই মোর চরম প্রাপ্তি পরম সম্ভোগ।
ধন্য মোর হিয়া পেয়ে তব সান্নিধ্য,
পেয়েছিনু লালিত স্বপ্ন পরম আরাধ্য।।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০
নুরএমডিচৌধূরী বলেছেন: মম চিত্ত হয় উৎফুল্ল হেরিয়া তব সুখ,
এটা ই মোর চরম প্রাপ্তি পরম সম্ভোগ।
ভাল লেগেছে
চালিয়ে যান
সাথে আছি
+++
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫
নিলু বলেছেন: লিখে যান
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৩
হ-য-ব-র-ল৭০ বলেছেন: পাঠক দের উতসাহ ও অনুপ্রেরননা আমার চলার পথের পাথেয়। পাঠক দের কাছে আমি চির কৃতজঞ।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর