![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রহণে ছিল যাকে নিদারুণ অবজ্ঞা আর চরম অবহেলা,
গৃহীত হল সে তবে - ভেবে "কলাগাছের ভাসমান ভেলা"।
দেখিনি তাকে কভু স্বগুরুত্বে সযতনে সহ-মনোযোগে,
করিলাম তাচ্ছিল্যে তার নিত্যান্ত স্ব-করুন অনুযোগে।
আজ দেখিলাম তারে স্বীয় রং আর গুনের বাহারে ,
দেখিনি এই রূপ কভু নিত্য অনাচার-দুরাচারে।
অনন্য যে তুমি জন-মানবের ভিড়ে রয়েছ অগোচরে,
যত দেখি মুগ্ধ হই সে রূপে বিস্ময়ে বারে বারে।
জ্যোৎস্নার স্নিগ্ধ আলোয় আজি উদ্ভাসিত ধরণীতল।
নীলিমায় তব জ্যোৎস্নায় খানিক স্তব্ধ কোলাহল।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০২
নিলু বলেছেন: লিখে যান