![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘর –এর অভাব বোধ করেছি বহুকাল আগে। গত কয়েক বছর আগে যখন এটা প্রতিষ্ঠিত হয় তখন থেকে দেখার জন্য প্রাণ আকুবাকু করত। যাই হোক গত সপ্তাহে তা দেখার সৌভাগ্য হলো। মুক্তিযুদ্ধের নানা ইতিহাস আর সনদ দেখার পাশাপাশি পুলিশভাইদের দেয়া নানা ধরনের মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতি আমাকে বিমোহিত করে। সবচেয়ে ভাল লেগেছে ৪০ মিনিটের একটা সেমি-ডকুমেন্টারি ফিল্ম। যেখানে পাক সেনা বাহীনি কতৃক রাজারবাগ পুলিশ লাইন আক্রমনের কাহীনি ফুটে উঠে। আমার কাছে অবশ্য বিষয়টি নতুন কিছু নয়। কারণ ছোট বেলাতে (বয়স তখন ৮/৯ বছর) জয়নাল দাদার কাছে রাজার বাগ আক্রমনের কাহীনি শুনেছি। জয়নালদাদা ছিলেন আমার দাদার চাচাতো ভাই। তিনি তখন কনেষ্টবল হিসেবে চাকুরীরত ছিলেন। ঐ রাতে তিনি আহত হয়েছিলেন। তিনি অল্পের জন্য বেঁচে যান। উনার কাছ থেকে৩৭/৩৮ বছর আগে বহুবার সে কাহীনি শুনেছি ও বছরের পর বছর লালন করেছি তার রুপ দেখতে পাই ৪০ মিনিটের ডকু-ফিলেম। আমার সাথে আমার আম্মা, স্রী, সন্তান ও ভাগ্না-ভাগ্নে ছিল। প্রত্যেকে খুব উপভোগ করেছে। সবচেয়ে বড় কথা তারা তাদের দেশের বীর সন্তানদের কৃতি কিছুটা হলেও উপলব্ধি করেছে। এই উপলব্ধি তাদের প্রকৃত মানুষ, দেশপ্রেমী মানুষ হতে সহায়তা করবে। যাদুঘরগুলো দেখার পর একটি বিষয় আমার ভিতর খচখচ করছিল। সেটা হলো মুক্তিযুদ্ধের মহান নেতার ছবি তাদের লিফলেটে কোথাও পেলাম না।
বঙ্গবন্ধু ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস হতে পারে। অসস্ভব। রবীন্দ্রনাথ ছাড়া বাঙ্গালী জাতির মুক্তির চেতনার কথা যেমন ভাবা যায় না, তেমনি বঙ্গবন্ধু ছাড়া মুক্তিযুদ্ধের সংগ্রহশালা হতে পারে না। ... কোন আস্বাসের বলে পুলিশভায়েরা অস্রভান্ডার থেকে অস্রনিয়ে মুক্তি যুদ্ধে যোগ গিয়েছিল? কার প্রেরণাতে পুলিশ সদস্যরা বুকের তাজা রক্ত ঝরিয়ে লাল সবুজ পতাকা স্বাধীন দেশে উড়িয়েছিল? সে তো, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। যিনি ৭ই মার্চে ভাষণে বলেছিল... পুলিশ সদস্যরা আমার ভাই..। অথচ, আশ্চর্যের বিষয় হলো... সেই মহান নেতার ছবি নাই বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘরের লিফলেটে। আশাকরি পরবর্তি প্রিন্টে তা লিফলেটটি সংশোধিত হবে।
©somewhere in net ltd.