নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম : অলকানন্দা

০৮ ই জুন, ২০২০ দুপুর ২:৫৭

আমাদের দেশে নানান ধরনের ও রং এর অলকানন্দা দেখা যায়। এরা আমাদের দেশীয় ফুল না। তবে বৈজ্ঞানিক নামের প্রথম অংশ 'Allamanda'-র সাথে মিল রেখে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা নামকরণ করেন 'অলকনন্দা'।

মোটামুটি ৪ ধরনের অলকানন্দার ছবি আমি তুলেছি -

১। হলুদ অলকানন্দা

অন্যান্য ও আঞ্চলিক নাম : অলকনন্দা, আলোকনন্দা, ঘণ্টাফুল, ঘণ্টিলতা, হাড়কাকড়া, হলুদ ঘন্টি, সোনালী তুরী , মাইক ফুল।
Common Name : Allamanda Yellow, Yellow Allamanda, Allamanda, Golden Trumpet, Golden Trumpet Vine, Angel's Trumpet, Common Trumpetvine, Buttercup Flower, Yellow Bell
Scientific Name : Allamanda cathartica




২। বেগুনী অলকানন্দা

অন্যান্য ও আঞ্চলিক নাম : অলকনন্দা, আলোকনন্দা, ঘণ্টাফুল, ঘণ্টিলতা, হাড়কাকড়া, মাইক ফুল।
Common Name : Allamanda, Purple Allamanda, Violet Allamanda
Scientific Name : Allamanda blanchetii / Allamanda violacea




৩। ছোট অলকানন্দা

Common Name : Allamanda, Golden trumpet, Common trumpetvine, Yellow allamanda, Yellow bell, Buttercup flowers, Angel's trumpet, Buttercup flower.
Scientific Name : Allamanda cathartica




৪। বুনো অলকানন্দা (যদিও বুনো না)

Common Name : Wild Allamanda, Wild Wist, Yellow Mandevilla, Yellow Dipladenia, Hammock Viper's Tail, Licebush.
Scientific Name : Pentalinon luteum





আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি শুনেছেন? সেই গানে লেখা আছে এই অলকনন্দার কথা।
"সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।"

----- আবদুল গাফফার চৌধুরী -----





খুব সহজেই নজর কাড়ে ওরা। ফুলগুলো দেখতে অনেকটা মাইক বা ঘণ্টার মতো। তবে রূপসী এই সুন্দরীরা গন্ধহীন। অ্যালামন্ডা মূলত বসন্ত ও গ্রীষ্মকালের ফুল। তবে বর্ষার সময়ও ফুটতে দেখা যায়। একবার ফুটলে ফুলটি ধীর্ঘ দিন সতেজ থাকে।



এর আদিভূমি ব্রাজিল। অলকনন্দা অনেকটা লতা জাতীয় গাছ তবে ছেটে দিলে এটি গুল্ম হিসেবেও বেড়ে উঠতে পারে। না ছাটলে ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।



'অলকনন্দা' শব্দের অর্থ 'স্বর্গের গঙ্গা'। ভারতে এই নামে একটি নদীও আছে। এই নদী নিয়ে "জয় গোস্বামী" লিখেছেন -



"অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে
হৃদি ভেসে গেল অলকানন্দা জলে;


কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে।।"



ছবি গুলি বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে তুলেছি আমি।

=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বেগুনী অলকানন্দা, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩,
কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২,
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২, দাদমর্দন-২, নাগলিঙ্গম-২,
পপী-২, পপী-৩, পপী-৪,
বাগানবিলাস-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩,
রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, লতা পারুল-২
গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, ঝুমকোলতা, শিমুল গাছে আগুন, কদম ফুলের ১০টি ছবি, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভোমড়, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, কচুরি পানার ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================
বিভিন্ন দেশের জাতীয় ফুল
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০১, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০২, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৩
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৪, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৫, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৬
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৭, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৮

=================================================================
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০১, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০২, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৩
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৪, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৫, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৬
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৭, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৮, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৯
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১০, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১১, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১২
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১৩, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১৪


=================================================================
১০টি ফুলের ছবি
১০টি ফুলের ছবি : পর্ব - ০১ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০৪ , - , পর্ব - ০৫
১০টি ফুলের ছবি : পর্ব - ০৬ , - , পর্ব - ০৭ , - , পর্ব - ০৮ , - , পর্ব - ০৯ , - , পর্ব - ১০
১০টি ফুলের ছবি : পর্ব - ১১ , - , পর্ব - ১২ , - , পর্ব - ১৩ , - , পর্ব - ১৪ , - , পর্ব - ১৫
১০টি ফুলের ছবি : পর্ব - ১৬ , - , পর্ব - ১৭ , - , পর্ব - ১৮ , - , পর্ব - ১৯ , - , পর্ব - ২০
১০টি ফুলের ছবি : পর্ব - ২১ , - , পর্ব - ২২ , - , পর্ব - ২৩ , - , পর্ব - ২৪ , - , পর্ব - ২৫
১০টি ফুলের ছবি : পর্ব - ২৬ , - , পর্ব - ২৭ , - , পর্ব - ২৮ , - , পর্ব - ২৯ , - , পর্ব - ৩০
১০টি ফুলের ছবি : পর্ব - ৩১

=================================================================
গাছ-গাছালি; লতা-পাতা
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪, গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬
=================================================================

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২০ বিকাল ৩:০৭

হাসান মাহবুব বলেছেন: যেমন নাম, তামন রূপ! তবে গন্ধ নেই শুনে কিছুটা আহত হলাম।

০৮ ই জুন, ২০২০ বিকাল ৩:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: কি আর করার বলেন, অনেক সুন্দরীরই কিছুনা কিছু খুত থাকে।

২| ০৮ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৬

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর, চমৎকার

০৮ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩| ০৮ ই জুন, ২০২০ বিকাল ৩:৫১

নিয়াজ সুমন বলেছেন: গন্ধ না থাকলেও গুচ্ছ গুচ্ছ ফুলের শোভা বেশ ভালো লাগে আমার কাছে। একসাথে অনেক ফুলের ঢালী তাই সোজা প্রিয়তে।

০৮ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও ভালো লাগে।
পোস্টটি প্রিয়তে নেয়ার জন্য অশেষ ধন্যবাদ; আপনাকে ।

৪| ০৮ ই জুন, ২০২০ বিকাল ৪:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুবই সুন্দর ফুল। আমাদের বাসায় গাছ আছে।

০৮ ই জুন, ২০২০ বিকাল ৪:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন আপনাকে

৫| ০৮ ই জুন, ২০২০ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: ফুলটার নামও সুন্দর। ফুলটাও সুন্দর।

০৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন, শুধু যদি ঘ্রাণ থাকতো তাহলে পরিপূর্ণ হতো।

৬| ০৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৩

ডঃ এম এ আলী বলেছেন:



খুব সুন্দর হয়েছে অলকানন্দা ফুলের ছবি।
রবিন্দ্রনাথ বিভিন্ন ফুলের সুন্দর সুন্দর বাংলা
নাম দিয়েছেন।বাংগালীদের জন্য এবিষয়টা
রবিন্দ্রনাথের আরো একটি বিশেষ মুল্যবান
অবদান । রবিন্দ্রনাথের এই বিশেষ গুণের
কথা আমরা অনেকেই এখনো জানিনা ।
পোষ্টটি প্রিয়তে গেলা। শুভেচ্ছা রইল ।

০৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ রইলো।
ফুলের বাংলা নাম করণে রবীন্দ্রনাথ আসলেই শ্রুতিমধুর নাম রাখতে পেরেছিলেন।
পোষ্টটি প্রিয়তে নেয়ার জন্য আবারও ধন্যবাদ।
ভালো থাকবেন।

৭| ০৯ ই জুন, ২০২০ দুপুর ২:৪৯

ডি মুন বলেছেন: গন্ধহীন হলেও এই ফুলটা আমার খুব পছন্দের।
গাছজুড়ে হলদে বাতি হয়ে সৌন্দর্য ছড়ায়।

ধন্যবাদ আপনাকে এত ধরণের অলকানন্দার সাথে পরিচয় করানোর জন্য।

০৯ ই জুন, ২০২০ রাত ১০:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।
গন্দহীন হলেও রূপের কমতি নেই।

৮| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৩

আমি সাজিদ বলেছেন: আমার এক বান্ধবীর নাম ছিলো অলোকানন্দা। শান্তি নিকেতনি চেহারা, পড়ুয়া, কন্ট্রোলফ্রিক !

০৯ ই জুন, ২০২০ রাত ১০:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ!! বেশ!!

৯| ১৩ ই জুন, ২০২০ রাত ১০:২৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার ছবিগুলো তো! চোখ ভরিয়ে দিল।

২২ শে জুন, ২০২০ রাত ১১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ প্রোফেসর শঙ্কু আপনাকে মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.