নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বাসা

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩০



ময়ূরাক্ষী নদীর ধারে
আমার পোষা হরিণে বাছুরে যেমন ভাব
তেমনি ভাব শালবনে আর মহুয়ায়।
ওদের পাতা ঝরছে গাছের তলায়,
উড়ে পড়ছে আমার জানলাতে।
তালগাছটা খাড়া দাঁড়িয়ে পুবের দিকে,
সকালবেলাকার বাঁকা রোদ্দুর
তারি চোরাই ছায়া ফেলে আমার দেয়ালে।

নদীর ধারে ধারে পায়ে-চলা পথ
রাঙা মাটির উপর দিয়ে,
কুড়চির ফুল ঝরে তার ধুলোয়;
বাতাবি-লেবু-ফুলের গন্ধ
ঘনিয়ে ধরে বাতাসকে;
জারুল পলাশ মাদারে চলেছে রেষারেষি;
শজনে ফুলের ঝুরি দুলছে হাওয়ায়;
চামেলি লতিয়ে গেছে বেড়ার গায়ে গায়ে
ময়ূরাক্ষী নদীর ধারে।

নদীতে নেমেছে ছোটো একটি ঘাট
লাল পাথরে বাঁধানো।
তারি এক পাশে অনেক কালের চাঁপাগাছ,
মোটা তার গুঁড়ি।
নদীর উপরে বেঁধেছি একটি সাঁকো,
তার দুই পাশে কাঁচের টবে
জুঁই বেল রজনীগন্ধা শ্বেতকরবী।
গভীর জল মাঝে মাঝে,
নীচে দেখা যায় নুড়িগুলি।
সেইখানে ভাসে রাজহংস
আর ঢালুতটে চরে বেড়ায়
আমার পাটল রঙের গাই গোরুটি
আর মিশোল রঙের বাছুর
ময়ূরাক্ষী নদীর ধারে।


ঘরের মেঝেতে ফিকে নীল রঙের জাজিম পাতা
খয়েরিরঙের-ফুল-কাটা।
দেয়াল বাসন্তী রঙের,
তাতে ঘন কালো রেখার পাড়।
একটুখানি বারান্দা পুবের দিকে,
সেইখানে বসি সূর্যোদয়ের আগেই।

একটি মানুষ পেয়েছি
তার গলায় সুর ওঠে ঝলক দিয়ে,
নটীর কঙ্কণে আলোর মতো।
পাশের কুটিরে সে থাকে,
তার চালে উঠেছে ঝুম্‌কোলতা।
আপন মনে সে গায় যখন
তখনি পাই শুনতে--
গাইতে বলি নে তাকে।
স্বামীটি তার লোক ভালো--
আমার লেখা ভালোবাসে, ঠাট্টা করলে
যথাস্থানে যথোচিত হাসতে জানে,
খুব সাধারণ কথা সহজেই পারে কইতে,
আবার হঠাৎ কোনো-একদিন আলাপ করে
--লোকে যাকে চোখ টিপে বলে কবিত্ব--
রাত্রি এগারোটার সময় শালবনে
ময়ূরাক্ষী নদীর ধারে।


বাড়ির পিছন দিকটাতে
শাক-সবজির খেত।
বিঘে-দুয়েক জমিতে হয় ধান।
আর আছে আম-কাঁঠালের বাগিচা
আসশেওড়ার-বেড়া-দেওয়া।

সকালবেলায় আমার প্রতিবেশিনী
গুন গুন গাইতে গাইতে মাখন তোলে দই থেকে,
তার স্বামী যায় দেখতে খেতের কাজ
লাল টাট্টু ঘোড়ায় চ'ড়ে।
নদীর ও পারে রাস্তা,
রাস্তা ছাড়িয়ে ঘন বন--
সে দিক থেকে শোনা যায় সাঁওতালের বাঁশি
আর শীতকালে সেখানে বেদেরা করে বাসা
ময়ূরাক্ষী নদীর ধারে।


এই পর্যন্ত
এ বাসা আমার হয় নি বাঁধা, হবেও না।
ময়ূরাক্ষী নদী দেখিও নি কোনো দিন।
ওর নামটা শুনি নে কান দিয়ে,
নামটা দেখি চোখের উপরে--
মনে হয় যেন ঘননীল মায়ার অঞ্জন
লাগে চোখের পাতায়।

আর মনে হয়
আমার মন বসবে না আর কোথাও,
সব কিছু থেকে ছুটি নিয়ে
চলে যেতে চায় উদাস প্রাণ
ময়ূরাক্ষী নদীর ধারে।
---------- ----------




উপরের কবিতাটিতে অনেকগুলি গাছ-গাছালি আর ফুলের নাম আছে। আপনি কয়টি চিনতে পারেন দেখে।
বি.দ্র. : কবিতাখানি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর পুনশ্চ কবিতা গ্রন্থে।

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: শাল, মহুয়া ফুল, তালগাছ, কুড়চি ফুল, বাতাবি লেবু ফুল, জারুল ফুল, পলাশ ফুল, মাদার ফুল, শজনে ফুল, চামেলি ফুল, চাঁপা গাছ, জুই ফুল, বেলি ফুল, রজনীগন্ধা ফুল, শ্বেতকরবী ফুল, ঝুমকো লতা ফুল, শাক-সবজি, ধান, আম, কাঁঠাল, আসশেওরা।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি নিশ্চয়ই সবগুলিই চিনেন!!

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৩

জুল ভার্ন বলেছেন: চমৎকার!

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: রবি বাবুকে এই চমৎকারের প্রাপ্য।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৬

হাবিব বলেছেন:



গাছ-গাছালি: শাল, তালগাছ, জারুল, পলাশ, মাদার, চাঁপা, আম, কাঁঠাল,
ফুল: মহুয়া, কুড়চি, বাতাবি লেবুর ফুল, শজনে ফুল, চামেলি, জুই, বেলী, রজনিগন্ধা, শ্বেত কবরি,

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি নিশ্চয়ই এই সবগুলিই চিনেন!!

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৩

হাবিব বলেছেন: জ্বি, সবগুলোই পরিচিত।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: সবগুলি চিনি না। অনেকগুলির নামও বাপের জনমে শুনি নাই। যেমন কুড়চি, জারুল ফুল, আসশেওরা। বাকিগুলির নাম শুনে থাকলেও সবগুলি চিনি না। আবার এমন হতে পারে যে দেখেছি কিন্তু নাম জানি না।

কয়টা বাদ গেসে সেইটা বলেন। আর পুরষ্কার থাকলে বিকাস কইরা দেন। :)

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: কুরচি খুবই চমৎকার একটি ফুল। জারুলও সুন্দর। তবে আসশেওরা অন্যরকম, অবশ্যই আপনি দেখেছি।
যাইহক, প্রতিটি ফুল আর গাছের ছবি দিয়ে দিবো শেষে মন্তব্যে।
পুরুষ্কারের কোনো ব্যবস্থা নাই। |-)

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:



আমি তো ভাবছিলাম, আপনি ব্লগের কবি হয়ে গেছেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: কুশন সাহেব একটা কবিতা লিখছে, সেইটা দেখেন।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১১

মিরোরডডল বলেছেন:



আমি আর কষ্ট করে চেষ্টা করলাম না ।
ওপরে ওরা সবাই বলে দিয়েছে আর বাকিগুলো অন্যরা বলবে । :)
ছবির মডেল কি পাগলার মেয়ে ?
কিউট !


১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবির মডেল আমার ভাগনি হয়।
ফুপাতো বোনের মেয়ে।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: পুরস্কারের ব্যবস্থা নাই, আগে বলেন নাই কেন। X(( আমার সময়ের মূল্য আছে কিন্তু। :)

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: যেগুলি চিনেন নাই সেগুলি চিনিয়ে দেবো, পুরস্কার সেইটাই।
আমার অডেল বেকার সময় আছে, চাইলে সেখান থেকে সময় ধার দিতে পারি। |-)

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মহুয়া,
কুড়চির ফুল, বাতাবি-লেবু-ফুল, জারুল, পলাশ, মাদার
শজনে ফুল, চামেলি , চাঁপা, জুঁই, বেল, রজনীগন্ধা, শ্বেতকরবী।

জাজিম , ঝুম্‌কোলতা।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি আপু জাজিম এই তালিকায় কেমনে? :-B

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২০

জুন বলেছেন: ্ধান ধরলে ২০ নইলে ১৯

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এত্তো গুলা!!!

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১৫

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,




প্রথমে পড়তে গিয়ে ভেবেছিলুম, গাছগাছড়ার কারবারি বলেই সে সব নিয়ে কবিতা লিখেছেন কিন্তু শেষে এসে দেখি, ওম...মা... :|
ধন্যবাদ পাওয়াটা আপনার ফস্কে গেলো! :((

খুবই কিউট ভাগনী আপনার।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতাটাতো গাছগাছড়া নিয়ে না!! ওটি বাড়ি নিয়ে কবিতা, যে বাড়ি কখনো তৈরি করা হয়নি সেই বাড়ির কবিতা এটি।
একটুর জন্য ফসকে গেলো, আহারে!!!

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: আপনার কন্যার ছবিটা সুন্দর হয়েছে। কন্যার জন্য শুভ কামনা রইলো। স্কুল কি খুলেছে? যাচ্ছে?

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ওটি আমার কন্যা নয়, আমার ভাগনি।
স্কুল খুলেছে বড় কন্যার, সপ্তাহে একদিন।

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৯

ওমেরা বলেছেন: এর পরে কবিতার অনুসারে সবগুলো ফুলের ছবি দিবেন তখন দেখে আমি বলব কোনটা কোনটা চিনি।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: ১০ নং মন্তব্যের পরিসংখ্যান যদি সঠিক হয় তাহলে মোটের উপরে ২০টি ছবি দিতে হবে!!!

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:২২

নেওয়াজ আলি বলেছেন: দারুণ তো

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: হে দারুন

১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ১১ প্রকার ফুল চিনলাম। প্রথম কবিতা পড়ছি আর ভাবছি আপনি কবিতা লিখা শুরু করেছেন বুঝি পরে দেখি শেয়ার করেছেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতা লেখার মতো যগ্যতা আমার নাই। তবে কিছু কিছু কবিতা পড়তে আমার বেশ ভালো লাগে। তাদের মধ্যে এটি একটি। আরো আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.