নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বিষকাটালি

১৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৪


বিষকাটালি অর্থ- যা বিষ বা আঘাত নষ্ট করে।
বিষকাটালি একটি বিরুৎ ঔষধি উদ্ভিদ। এই প্রজাতির অনেকগুলি উদ্ভিদ আমাদের দেশে দেখতে পাওয়া যায়। তাদের অনেকগুলির গাছ-পাতা ও ফুলে বেশ স্বাদৃশ্য রয়েছে।

বিষকাটালি নামে আমাদের দেশের বেশ কিছু গাছ পরিচিত। এ গাছগুলির কোন কোনটি একবর্ষজীবি আবার কোন কোনটি বহুবর্ষজীবি। এরা আকারে ছোট, এদের কাণ্ড নরম, সরল শাখাযুক্ত, অনেক শাখা-প্রশাখা বিশিষ্ট বিরুৎ উদ্ভিদ।



ডোবা বা জলাশয়ের ধারে, বাড়ির আশেপাশে, খাল বা নদীর আশেপাশে ভেজামাটিতে ঝোপের মতো জন্মে থাকে। একবার জন্মালে সহজে নির্মূল করা যায় না। এরা সকলেই সকলেই পার্সিকারিয়া (Persicaria) জেনাসের অনর্ভুক্ত। যেখানে জন্মে সেখানে খুব ঘন সন্নিবেশিতভাবে থাকে। বিষকাটালির পাতা একক, সম্পূর্ণ ও সুক্ষ্ণাগ্র। কান্ডের নিচের অংশ থেকে শিকড় বের হয়ে মাটির সাথে আকড়ে থাকে।



এদের অট্রিলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ, এশিয়ার নাতিশীতোষ্ণ অঞ্চল এবং উত্তর আমেরিকায় প্রচুর জন্মাতে দেখা যায়। তবে এর আদি বাসস্থান সম্ভবতো ভরতে।


বাংলা নাম : বিষকাটালি
Common name : Bearded Knotweed, water milkwort, Oriental Pepper, Prince's feather,Tall Persicaria
Scientific Name : Persicaria barbata বা Persicaria hydropiper

এরা প্রাকৃতিকভাবেই জন্মে থাকে। বিভিন্ন গাছে বিভিন্ন আকার ও রঙের ফুল ফোটে। নভেম্বর মাসে বীজ পরিপক্ক হয়ে মাটিতে ঝরে পরে। বীজের রং কালো। ঝরে পরা বীজের মাধ্যমেই পরিবর্তী সময়ে প্রকৃতিক ভাবেই বংশ বিস্তার হয়।



বিষকাটালির সম্পূর্ণ উদ্ভিদ, পাতা ও বীজ ঔষধী হিসেবে ব্যবহৃত হয়।
বিষকাটালির পাতার রস রক্তপাত বন্ধ করে।
পাতার রস ১-২ চামচ খেলে রক্ত বমি ও আমাশয়ে উপকার পাওয়া যায়।
ফোঁড়া ফাটানোর জন্য এর ব্যবহার হয়ে থাকে।
পায়ের আঙ্গুলের চিপায় ঘা হলে এই গাছ বেটে লাগিয়ে দিলে অতি সহজেই আরোগ্য হয়।
গরুর শরীরে উকুন হলে শোয়ার জায়গায় বিষকাঁটালি বিছিয়ে দিলে উকুন দূরীভূত হয়।
তিন বছরের নীচের শিশুদের ও গর্ভবতী মায়েদের খাওয়া নিষেধ।



ছবি তোলার স্থান : আশ্রম, নাগরি, গাজীপুর, বাংলাদেশ।


=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অ্যালামন্ডা (বেগুনী), আকন্দ, আমরুল, অপরাজিতা, আফ্রিকান টিউলিপ,
উগান্ডা শিখা, উর্বশী, উর্বসী,
এরোমেটিক জুঁই, এ্যালামন্ডা (বেগুনী)
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা, ক্যালেনডুলা, কামান গোলা, কাগজ ফুল, কালো বাদুড় ফুল, কাঁটামুকুট, কাঁটামুকুট
গাঁদা, গেন্ধা, গন্ধা, রক্তগাঁদা, গামারি, গামার, গাম্বার, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া, গৌরিচৌরি, গিরিপুষ্প, গুলেটু
ঘোড়া চক্কর
চন্দ্রপ্রভা, চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (হালকা গোলাপি), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (সাদা), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (লালচে গোলাপি), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (কমলা), চন্দ্রমল্লিকা (হলুদ-সাদা)
জবা, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, ক্রিম জবা, গোলাপী জবা
জারবেরা, জ্যাকারান্ডা,
ঝুমকোলতা, ঝুমকো জবা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগচম্পা, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা, নীল বনলতা, নীল লতা, নীল-পারুল, নীল-পারুল লতা, নয়নতারা,
পপী, পুন্নাগ, পারুল লতা, পঞ্চমুখী জবা, পুর্তলিকা, পুত্তলিকা, পটপটি
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বিলাই আঁচড়া, বাদুড় ফুল, বাগানবিলাস, বাসন্তীলতা, বোগেনভিলিয়া, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট, বন পালং, বন তেজপাতা
ভাট ফুল
মাধবীলতা, মাধবিকা, মধুমঞ্জরি, মিয়ানমার ফুল,
রঙ্গন, রুক্সিনী, রক্তক, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধীকা নাচন, রাধাচূড়া, রত্নগণ্ডি, রাণীচূড়া, রসুন্ধি লতা, রুয়েলিয়া, রক্ত জবা, রক্তকাঞ্চন, রক্তপুষ্পক
লতা মাধবী, লতা পারুল, লাল আকন্দ, লালকাঞ্চন
শাপলা (সাদা), শাপলা (লাল), শিউলি, শেফালি, শেফালিকা, শিবজটা, শ্বেত অপরাজিতা, শ্বেত পুষ্পা, শ্বেত অকন্দ
সুলতান চাঁপা, সোনাপাতি, সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বরা, সোকরে
হাতি জোলাপ,


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, ফুলের রাণী গোলাপ - ১৪, ফুলের রাণী গোলাপ - ১৫

রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩, রাতের গোলাপ - ০৪, রাতের গোলাপ - ০৫

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অর্কিড-৫, অর্কিড-৬
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গ্লুকাস ক্যাসিয়া-২, গ্লুকাস ক্যাসিয়া-৩, গোলাপি আমরুল-২,
জারবেরা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
দাদমর্দন-২, দাদমর্দন-৩, দাদমর্দন-৪, দাদমর্দন-৫, দোলনচাঁপা-২
পপী-২, পপী-৩, পপী-৪, পপী-৫
বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বোতল ব্রাশ-৪

শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল

মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল, চুকুর ফুল, সরষে ফুল, সর্রিষা ফুল, বিষকাটালি
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, পলাশ ও পারিজাত পরিচিতি, চাঁপা নিয়ে চাপাবাজি, আতা কাহিনী, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪
গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬, গাছ-গাছালি; লতা-পাতা - ০৭, গাছ-গাছালি; লতা-পাতা - ০৮
গাছ-গাছালি; লতা-পাতা - ০৯, গাছ-গাছালি; লতা-পাতা - ১০, গাছ-গাছালি; লতা-পাতা - ১১, গাছ-গাছালি; লতা-পাতা - ১২
=================================================================

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: আপনি আমাদের সব ফুল ফল চিনিয়ে ছাড়বেন।

১৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চিনতে না চাইলেও কোনো সমস্যা নাই, চেনা থাকলেও কোনো লাভ নাই। আমি আমার ভালোলাগাকেই প্রাধান্য দেই, পাঠকের ভালোলাগা-মন্দলাগা আমার উপরি পাওনা।
- মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

২| ১৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৯

সোনাগাজী বলেছেন:


আপনার আশ্রমে তো দেখছি ঔষধি গাছে নিজের থেকেই স্জান করে নিয়েছে! পপি আছে?

১৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পপি এমনি এমনি হয় না, তার জন্য এ্যাক্সট্রা এ্যাফোড দিতে হবে।

৩| ১৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪০

জুল ভার্ন বলেছেন: বিষকাটালি নামে একটা ফল দেখেছিলাম সুন্দরবন অঞ্চলে।

১৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বিষকাটালি ফলের কথা কখনো শুনি নাই।

৪| ১৮ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

শায়মা বলেছেন: আমার ছোটবেলায় আমি এই গাছ দেখে মুগ্ধ হয়েছিলাম।ঘন ঝোঁপের মধ্যে এই গাছ দেখে ফুল এনে দেবার বায়না ধরেছিলাম।

মা বলেছিলো এই গাছ বিষাক্ত!

আমি কি আর সেটা মানি! যে কিছু না মানেই আমাকে করতেই হবে.....

শেষে আরেকদিন পেয়ে গেলাম হাতের নাগালে..... গন্ধটা মোটেও ফুলের সুন্দর গন্ধ না কেমন যেন ঘেষো গন্ধ।

যাইহোক ফুল হিসাবে কিন্তু ফুটলে খারাপ না দেখতে।

আজ এতদিন পরে এই ফুল দেখে নাকে সেই গন্ধ পেলাম....

১৮ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে স্মৃতিচারণ করে মন্তব্যের জন্য।
- এরা একসাথে যখন ফুল ফোটায় তখন দেখতে মন্দ লাগে না।
- এরা সম্ভবতো বিষাক্ত নয়। কারণ এদের গোখাদ্য হিসেবেও ব্যবহার করতে দেখা যায়।

৫| ১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪৭

নেওয়াজ আলি বলেছেন: বিষকাটালি গ্রাম অঞ্চলে একটি পরিচিত নাম।

১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ঠিক বলেছেন আপনি।

৬| ১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: ফুলের পোস্ট কি একটু দেরীতে দিলেন এবার নাকি আমি মিস করেছি?

১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মিস করেন নি। একটু দেরীতেই পোস্ট এসেছে। বাড়ির কাজ নিয়ে কঠিন ব্যস্ত। সেই সাথে পা আটকে পিলারের গর্তে পরে গিয়ে হাঁটুর নিচে কেটে গিয়ে বিছানায় পরে আছি ব্যথা নিয়ে। জানালায় বসে বসে কাজের তদারকি করতে হচ্ছে। তাই তুন কিছু হয়ে উঠছে না। আগে ড্রাফট করে রাখা লেখা গুলি দিচ্ছি গত ১০-১৫ দিন ধরে।

৭| ১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: তাড়াতাড়ি সুস্থ হতে উঠুন। ব্যাথা সেরে যাক। :(

১৯ শে নভেম্বর, ২০২২ রাত ১২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অশেষ ধন্যবাদ আপনাকে। আজকে ড্রেসিং করিয়েছি, ভালো হচ্ছে, ইনফেকশন হয়নি। পায়ের বুড় আঙ্গুল মচকে ছিলো, এখন ব্যথা অনেকটাই কমে গেছে। এখনো হাঁটতে পারছি না। আশা করছি ২ দিনের মধ্যে ঠিক হয়ে উঠবো ইনশাআল্লাহ।

৮| ১৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৬

অপু তানভীর বলেছেন: বিষকাটালি বাস্তবে দেখতে মোটেও সুন্দর না । আমি দেখেছি এই ফুল !

১৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- গাছ সহ ফুল খুব একটা সুন্দর বলা যাবে না। তবে শুধু ফুলের মঞ্ঝুরি দেখতে কিন্তু খারাপ লাগবে না।

৯| ১৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: হাছন রাজার গান গুলো কি আপনি শুনেন?

১৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হাছন রাজার কিছু গান কমবেশী সকলেই শুনে।
- আমার পছন্দ জীবনমুখি গান, সুমন-অঞ্জন-নচি-শিলাজিত ইত্যাদি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.