নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০২১ সালে মুক্তি পাওয়া দ্য বিগ বুল (The Big Bull) বলিউডের হিন্দি ভাষার ফিনান্সিয়াল থ্রিলার মুভি।
স্টক ব্রোকার হর্ষদ মেহতা ব্যাংকিং সিস্টেমের দূর্বলতার সুযোগ নিয়ে ১৯৮০ থেকে ১৯৯০ সালের মাঝের ১০ বছরে শেয়ার মার্কেটের রাজা হয়ে উঠার সত্য ঘটনা অবলম্বনে মুভিটি নির্মাণ করা হয়েছে।
সিনেমায় অভিনয় করেছেন - অভিষেক বচ্চন, ইলিয়ানা ডি'ক্রুজ, নিকিতা দত্ত, সুমিত ভাতস, মহেশ মাঞ্জরেকার, রাম কাপুর।
মুভিতে দেখা যায় হেমন্ত শাহ একজান অফিস কেরানি। ছোট একটি বাসায় তার মা এবং ছোট ভাই বীরেনকে নিয়ে বাসবাস করে। পাশের বাসার প্রিয়াকে হেমন্ত শাহ পছন্দ করে। কিন্তু প্রিয়ার বাবার তার মেয়েকে আর্থিক ভাবে প্রতিষ্ঠিত ব্যক্তি ছাড়া বিয়ে দিতে চায় না। বীরেন বেশ কিছু টাআ সুদের উপরে নিয়ে স্টক মার্কেটে খাটায় এবং সেগুলি লস হয়ে যায়। এর পর হেমন্ত কিছু টাকার ব্যবস্থা করে কিছু খোঁজ খবর ও ক্যালকুলেশনের পরে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে, এবং বেশ ভালো লাভ করে।
আসতে আসতে হেমন্ত শাহ একজনছোট স্টক ব্রোকার হয়ে যায়। কিছু দিনের মধ্যেই হেমন্ত শাহ সেই সময়ের দেশের প্রাচীন ব্যাঙ্কিং ব্যবস্থার ত্রুটিগুলিকে কাজে লাগিয়ে এক ব্যাংকের টাকা অন্য ব্যাংকে দিয়ে টাকার চালাচালি করে শেয়ার মার্কেটের মহারথী হয়ে উঠে। হেমন্ত শাহ তার বুদ্ধী-লোকবল-দক্ষতা ব্যবহার করে চাইলেই যেকোনো শেয়ারের দাম উঠানামা করা পারতো। তার পরামর্শে ও সাফল্য দেখে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষও শেয়ার বাজারে বিনিয়োগ করতে শুরু করে।
কিন্তু হেমন্ত শাহ কোথা থেকে শেয়ারবাজারে ইনভেষ্ট করার শতশত কোটি টাকা জগাড় করছে সেটি কেউই বুঝে উঠতে পারছিলো না। হেমন্ত শাহের শুত্রুরার বার বার তার পিছনে লাগে এবং শেষ পর্যন্ত তার টাকা জোগাড় করার গোপন তথ্যটি তারা জেনে যায়। শুরু হয় হেমন্ত শাহের পতন।
০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- যেকোনো কাহিনীতেই ওরা প্রেম আর নাচাগানা যোগ করে দিতে ওস্তাদ।
- যোগসূত্র বিয়োগ করে দিলাম।
২| ০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩১
শূন্য সারমর্ম বলেছেন:
বাস্তব কাহিনী অবলম্বনের মুভি নাকি?
০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সঠিক ধরেছেন।
৩| ০২ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১২
রূপক বিধৌত সাধু বলেছেন: ছবি খুব একটা দেখা হয় না এখন।
০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি দেখি এখনো।
৪| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৯
সজিব শাহরিয়া বলেছেন:
মাথায় ব্যাপার টা ঘুরছে অনেকদিন, লোকটাকে আও্যার্ড দেওয়া উচিত ছিল।Scam 1992
০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও একমত লোকটাকে আও্যার্ড দেওয়া উচিত ছিল।
৫| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: ১। ইদানিং পড়ায় মন দিয়েছি, তাই মুভি দেখা হচ্ছে না।
২। কোরিয়াম মুভি, সিরিজ দেখে এখন আর অন্য কিছু টানে না।
থ্রিলার শব্দটার সাথে মানুষ আজকাল অনেক কিছু যোগ করছে। যেমন আপনি যোগ করেছেন ফিনান্সিয়াল শব্দটা।
০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১১:০২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি অনেকদিন থেকেই পড়ছি না। পড়ার ট্যাবটা নষ্ট হয়ে আছে এবং চশমার পাওয়ারে সমস্যা হচ্ছে বলে।
- কোরিয়ান কয়েকটা মুভি দেখেছি, লিখেছিও রিভিউ।
- শুধু থ্রিলার বললে বিষয়বস্তু পরিষ্কার হয় না। ফিনান্সিয়াল থ্রিলার বলাতে একটা আলাদা চিত্র বুঝা যায়।
৬| ০৩ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: সম্প্রতি ডাক্তার আমাকে চশমা দিয়েছেন। বই পড়ার সময় যেন অবশ্যই পড়ি। আমি একদিনও চশমা পড়ি নাই।
হ্যাঁ আপনি কোরিয়ান মুভি নিয়ে লিখেছেন। কোরিয়ান মুভি আমাকে মুগ্ধ করে।
থ্রিলার শব্দটা মানুষের খুব প্রিয়। তাই আজকাল সিনেমার লোকজন থ্রিলার শব্দটার সাথে আগে পড়ে অনেক কিছু মিশিয়ে দেয়।
০৩ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার চোখের পাওয়ার সমস্যা দির্ঘ দিনের। দূরের জিনিস দেখতে সমস্যা হতো। মাইনাস পাওয়ারের চশমা। ইনাদনিং চশমা পরে দূরের জিনিস দেখতে কোনো সমস্যা না হলেও কাছের লেখাগুলি পড়তে সমস্যা হচ্ছে। চশমা খুলে পড়তে কোনো সমস্যা হয়না অবশ্য।
- আরো কয়েকটি কোরিয়ান মুভি দেখেছি। লিখবো সেগুলি নিয়েও।
৭| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৭
অন্ধঘোড়া বলেছেন: পুরো স্পয়লার দিয়ে দিয়েছেন, মুভি দেখার প্রয়োজন রইলো না। এমনিতেও ৩ ঘণ্টা একটানা বসে মুভি দেখার ধৈর্য্যে কুলোয় না আমার।
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ১২:২২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার লেখায় স্পয়লার থাকে বলেই আমি কোনো নতুন মুভির বিষয়ে লিখি না। ২ বছর আগের মুভি স্পয়লার থাকলে খুব একটা ক্ষতি নাই।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৫
জুল ভার্ন বলেছেন: আমার ধারণা, রোমান্টিক ছবি ছাড়া হিন্দি ছবি মানস্মমত হয়না।
(রিভিউ এর তিনগুণ বড়ো সাইজের যোগসূত্র)!