নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

শীত নিয়ে ৩৭ টি প্রবাদ-প্রবচন

০৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৯


বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা আছে। মাঝে মাঝে আমি কোনো কারণ ছাড়াই বেশ আনন্দ ও আগ্রহ নিয়ে এগুলি পড়ি। ছাত্র অবস্থাতেও পড়তাম, কোনো নম্বর পাওয়ার আশা না করেই পড়তাম। বিগত কয়েক মাসে আমি সামুতে বিষয় ভিত্তিক প্রবাদ-প্রবচন-বাগধারা নিয়ে বেশ কয়েকটি পোস্ট করেছি। তারই ধারাবাহিকতায় এবারে শীত নিয়ে ৩৭ টি প্রবাদ-প্রবচন-বাগধারা খুঁজে বের করেছি। এদের অনেকগুলি আবার একই রকম, একই অর্থ বহনকারী। শুধু এক বা একাধিক শব্দের ভিন্নতা আছে।

বাগধারা : কোন শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় ।

প্রবাদ-প্রবচন : অনেকদিন ধরে লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি যার মধ্যে সরলভাবে জীবনের কোনো গভীরতর সত্য প্রকাশ পায় সেগুলো প্রবাদ বা প্রবচন নামে অভিহিত হয়ে থাকে।

তাহলে এবার দেখে নেই শীত নিয়ে বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচন গুলি।

১ । অম্বল, কম্বল, ডম্বল তিন শীতের সম্বল।

২ । অরুচির অম্বল, শীতের কম্বল; বর্ষার ছাতি, ভটচায্যির পুথি।

৩ । অবিরত বহে ভার শ্রান্ত নাহি হয়। উত্তাপেতে আর শীতে দুঃখবোধ নয়। সর্ব্বদা সন্তোষে থাকে গুণ এই তিন। গর্দ্দভের কাছে শিখি হইবা প্রবীণ।

৪ । অল্প আগুনে শীত হরে, বেশি আগুন পুড়িয়ে মারে। (সব বিষয়ে মাত্রাজ্ঞান থাকা দরকার।)

৫ । আশার রাজ্যে শীত আসে না।

৬ । এক মাঘে শীত যায় না।

৭ । এক মাঘে শীত যায় না। (বিপদাপদ শুধু একবারই আসে না।)

৮ । গরম সহ্য করা যায় কিন্তু শীত সহ্য করা যায় না।

৯ । জানু, ভানু, কৃশানু, শীতের পরিত্রাণ। (বুকে হাঁটু দিয়া, রোদে বসিয়া ও আগুন পোহাইয়া শীত হইতে আত্মরক্ষা।)

১০ । ডুব দিলে আর শীত লাগে না।

১১ । তরুণী তপনতাপে নিবারিবে শীত।

১২ । ধার করা কাপড়ে যায় না শীত।

১৩ । পৌষের শীত মোষের গায় মাঘের শীত বাঘের গায়। (পৌষমাসের শীতে মোষ কাতর হয়, কিন্তু মাঘমাসের প্রচণ্ড শীতে বাঘ পর্যন্ত জড়োসড় হয়)

১৪ । পৌষের শীতে ভূষি ওড়ে, মাঘের শীতে বাঘ কাঁপে।

১৫ । প্রেমে পড়া বুড়ো হচ্ছে শীতকালের ফুল।

১৬ । প্রেমের নেই শীত গ্রীষ্ম।

১৭ । বাবু মরেন শীতে আর ভাতে।

১৮ । মাঘে মেঘে একই রীত, যত্র বায় তত্র শীত।

১৯ । মাঘে শীতে যদি ছাড়ে বাউ, আগে মরে বুড়োবুড়ি, পাছে মরে ছাও।)

২০ । মাঘের শীত বাঘের গায়। (মাঘমাসের তীব্র শীতে বাঘ পর্যন্ত কাবু হয়।)

২১ । মাঘের শীত বাঘের গায়, ক্ষীণের শীত সর্বদায়।

২২ । মেঘের শীত, না, মাঘের শীত।

২৩ । মেঘে শীত না মাঘে শীত? যত্র বায়ু তত্র শীত। (মেঘে বা মাঘে শীত হয় না; শীতের বায়ু বইলেই শীত পড়ে।)

২৪ । মোটা মেয়েমানুষ শীতকালের লেপ।

২৫ । যত কাপড়, তত শীত।।

২৬ । যত্র বাতাস তত্র শীত। (বাতাস বইলে শীতের প্রকোপ বাড়ে।)

২৭ । শীত কবে চলে গেলো। কয়লার মুখ আজো কালো।

২৮ । শীত পায় গীত গায়।

২৯ । শীত শীত শীত, কাঁথাওয়ালার গুণগুণি, জামাওয়ালার গীত।

৩০ । শীতকাল তোমায় জিজ্ঞাসা করবে সারা গ্রীস্ম কি করেছিলে - জিপসি প্রবাদ। (সময়ের কাজ সময়ে না করলে অনেক দুর্ভোগ পোহাতে হয়।)

৩১ । শীতকালের আগুনটুকু দামেস্ক-গোলাপের চেয়েও ভালো।

৩২ । সূর্য বিলায় সবাইকে ওম। শীত করে খাতির শুধু ধনীর পশম।

৩৩ । ঊনো বর্ষা দুনো শীত - খনা (বৃষ্টি কম হলে শীত বেশি পড়ে।)

৩৪ । চৈত্রে শীতে কাঁপে থর থর, বৈশাখে ঝড় পাথর, জৈষ্ঠ্যেতে তারা ফোটে তবেই জানবে বর্ষা বটে - খনা। (যে বছর চৈত্রমাসে শীত থাকে, বৈশাখ মাসে শিলাবৃষ্টি হয় এবং জৈষ্ঠ্যমাসে আকাশ পরিস্কার থাকে সে বছর প্রবল বর্ষণ হয়।)

৩৫ । কূপোদকং বটচ্ছায়া শ্যামা স্ত্রী ইষ্টকালয়ম। শীতকালে ভবেদুফ’ গ্রীষ্মকালে চ শীতলম - চাণক্য। (কূপের জল, বটগাছের ছায়া, মধ্যযৌবনে উপনীত এমন স্ত্রী এবং ইটের তৈরি বাড়ি- এগুলি শীতকালে উষ্ণ থাকে আর গ্রীষ্মে থাকে শীতল। অর্থাৎ এগুলি সকল ঋতুতে সুখদায়ক হয়)।

৩৬ । চন্দনং শীতলং লোকে, চন্দনাপি চন্দ্রমা। চন্দ্রচন্দনইয়োর্মধ্যে শীতলা সাধুসঙ্গতি - চাণক্য (চন্দন লোককে শীতল করে; চন্দন থেকে চন্দ্র বেশি শীতল; চন্দ্র-চন্দন থেকেও সাধুসংসর্গ আরও বেশি শীতল।)

৩৭ । পাদপানাং ভয়ং বাতাৎ পদ্মানাং শিশিরাদ্ভয়ম। পর্বতানাং ভয়ং বজ্রাৎ সাধূনাং দুর্জনাদ্ভয়ম - চাণক্য। (বৃক্ষের ভয় ঝড়কে, পদ্মের ভয় শীতকালকে, পর্বতের ভয় বজ্রকে আর সজ্জনের ভয় দুর্জনকে।)



সূত্র : বই সমূহ
০১। বাংলা বচনাভিধান - শ্রী অমরেন্দ্রনাথ রায়
০২। বাংলা প্রবাদ (ছড়া ও চলতি কথা) - শ্রী সুশীলকুমার দে
০৩। বাংলাদের প্রবাদ - (পত্র ভারতী থেকে প্রকাশিত)
০৪। ভারতের নানান ভাষার প্রবাদ - অঞ্জনাভ দত্ত
০৫। চাণক্য শতক - রায় বাহাদুর পণ্ডিত ও গোবিনলাল বন্দ্যোপাধ্যায়
০৬। কিংবদন্তির খনা ও খনার বচন - পূরবী বসু
০৭। মীরার পদাবলী কবিরের দোঁহা চাণক্য শ্লোক খনার বচন ৭০০ প্রবাদ - প্রীতি পাল চৌধূরী
০৮। প্রবাদ বচন - শ্রীগোপালদাস চৌধুরী ও অপ্রিয়রঞ্জন সেন
০৯। নূতন বাংলা অভিধান প্রবচন সংগ্রহ -
১০। প্রবাদ মালা (২য় খণ্ড) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
১১। প্রবাদমালা (এতদ্দেশীয়) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
১২। প্রবাদমালা (বঙ্গদেশীয়) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
এবং অন্তর্জাল



=================================================================
বাংলা ভাষার সৌন্দর্য
প্রবাদ-প্রবচনে "অতি"
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে চাঁদ
চাঁদ নিয়ে আরো ৫৯টি প্রবাদ-প্রবচন
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে তাল
তাল নিয়ে আরো ৪৩টি প্রবাদ-প্রবচন
অন্ধ নিয়ে ২০টি প্রবাদ-প্রবচন
অন্ধ বা কানা নিয়ে আরো ১৫৫টি প্রবাদ-প্রবচন
কপাল নিয়ে ৫১টি প্রবাদ-প্রবচন
কুকুর নিয়ে ৩৭টি প্রবাদ-প্রবচন
গাধা নিয়ে ২৮টি প্রবাদ-প্রবচন
গাধা নিয়ে আরো ৫৯টি প্রবাদ-প্রবচন
বানর নিয়ে ৬৭টি প্রবাদ-প্রবচন
বাঘ নিয়ে ১৩২টি প্রবাদ-প্রবচন
সাপ নিয়ে ১১০টি প্রবাদ-প্রবচন
হাতি নিয়ে ১৫২টি প্রবাদ-প্রবচন
ভাল্লুক নিয়ে ২৪টি প্রবাদ-প্রবচন
বৃষ্টি নিয়ে ৪৪টি প্রবাদ-প্রবচন
অন্ধকার নিয়ে ৪৮টি প্রবাদ-প্রবচন

=================================================================

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০০

জুল ভার্ন বলেছেন: ভালো সংগ্রহ! অনেক গুলো প্রবাদ আগে শুনিনি।

০৬ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। আমিও এর অল্প কয়েকটাই আগে জানতাম।

২| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪৬

জ্যাক স্মিথ বলেছেন: ৮: গরম সহ্য করা যায় কিন্তু শীত সহ্য করা যায় না।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪৮

জ্যাক স্মিথ বলেছেন: ৮: গরম সহ্য করা যায় কিন্তু শীত সহ্য করা যায় না। কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটা

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হতেই পারে এমনটা।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৭

রানার ব্লগ বলেছেন: ছবিটা সুন্দর।

০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কয়েক বছর আগে তোলা ছবি। তখন আশ্রমে কোনো ঘর ছিলো না। সারা রাত তাবুতে ছিলাম। ভোরে সূর্য উঠার সময় আমিও ছিঠে ছিলাম ছবি তুলার জন্য।

৫| ০৭ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৬:২১

সোনাগাজী বলেছেন:


আপনার লেখায় বাগধারা চোখে পড়েনি

০৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিতো খুব একটা লেখি না, ছবি দেই শুধু। যেটুকু লেখি সেখানে বাগধারা ব্যবহার করার মত্য দক্ষতা আমার নেই গুরুজী।

৬| ০৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৪

অপু তানভীর বলেছেন: শেষের চারটা পড়তে গিয়ে দাঁত ভেঙ্গে গেল ।

শীত নিয়ে প্রবাদ তো পড়াই হয় নি খুব একটা । বেশির ভাগই পড়া ছিল না ।

০৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চাণক্য বাণী পড়তে তো একটু ইয়ে হবেই। অনাবাদটুকুই ভরসা।

৭| ০৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: আমি এবার শীত কে খুব উপভোগ করছি।
লেপ কম্বল উপভোগ করছি। একটু পর পর চা। দুধ চা। আজ তৈরি হচ্ছে নানান রকম পিঠা।
আগামীকাল হাঁসের মাংস আর চালের আটার রুটি হবে।

এবার ভাগ্য বেশ ভাল। ঢাকায় বসে খেজুরের রস খেতে পেরেছি। লাইফ ইজ বিউটিফুল।

০৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাহ, বেশ। আমি কাজের চাপে আছি। ঢাকায় বসে খেজুরের রস খেয়েছি ২ বার।

৮| ০৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: ৪, ১১ এবং ১৯ নম্বরের প্রবাদগুলো ভালো লেগেছে। শেষের তিনটে চাণক্যবাণীও চমৎকার, ৩৫ নম্বরেরটা একটু বেশি। ৩৩ নম্বরের প্রবাদটা আব্বার মুখে শুনতাম।
আর ১৫ এবং ২৪ নম্বরের দুটো তো সত্যিই ইউনিক!

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে সুন্দর এই মন্তব্যে ধরে ধরে মতামতর দেয়ার জন্য।

৯| ০৯ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দারুন সংকলন।

কারো পৌষমাস , কারো সর্বনাশ।
মাঘ মাসে বাঘ কাঁদে।

০৯ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.