নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১ : জুল ভার্নের দুনিয়া!!
পৃথিবীর রূপের শেষ নাই। জলের নিচের দুনিয়ার রূপ যেনো আমাদের চেনা দুনিয়ার চেয়েও অনেক অনেক বেশি রহসময় এবং সুন্দর। তেমনি একটি ছবি দেখতে পাচ্ছেন। একজন ডুবুরি জলের নিচের একটি রহস্যময় গুহায় কিছু অন্বেষণ করছেন। এ যেনো সরাসরি জুল ভার্নের গল্পের দুনিয়া।
ছবি : মার্টিন ব্রোইন
২ : খাদ্য আর খাদক
কুমির খুবই ভয়ঙ্কর শিকারি। তেমনি ভাবে সারসেরাও (Herons) অত্যন্ত দক্ষ শিকারী। এমনকি তারা সুযোগ পেলে কুমিরের ছানাদেরও অনায়সেই গিলে ফেলে কোন সমস্যা ছাড়াই!
ছবি : ফেসবুক
৩ : জারবোয়া
জারবোয়া হচ্ছে একটি ইঁদুর জাতীয় প্রাণী। দেহের আকারের তুলনায় প্রাণীজগতের সবচেয়ে বড় কান এদের। তাই এদের নাম Long Eared Jerboa. তাছাড়া এরা লাফ দেয়ার ক্ষেত্রেও সুপারস্টার। ৩ ইচ্ছি লম্বা একটি জারবোয়া খাবার শিকার করার জন্য ১০ ফুট লাফ দিতে পারে। এই হিসেবে ওদের সাথে পাল্লা দিতে মানুষকে ২০০ ফুট লাফ দিতে হবে!! তাড়া করলে এরা ঘন্টায় সর্বোচ্চ ২৪ কিলোমিটার বেগে ছুটতে পারে।
ছবি : ফেসবুক
৪ : মাকড়সা
এখন পর্যন্ত পৃথিবীতে প্রায় ৫০,০০০ প্রজাতির মাকড়সার পরিচয় মানুষ পেয়েছে। ধারনা করা হয় আরো প্রায় ৫০,০০০ প্রজাতির মাকড়সারা পৃথিবীতে হামাগুড়ি দিচ্ছে যাদের পরিচয় আমাদের জানা নেই। মাকড়সা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ শিকারী।তারা প্রতি বছর প্রায় ৮০০ মিলিয়ন টন কীটপতঙ্গ গ্রাস করে।
ছবি : ফেসবুক
৫ : ছদ্মবেশী ব্যারন শুঁয়োপোকা
ব্যারন শুঁয়োপোকারা এতোটাই স্মার্ট যে তারা প্রয়েজনের সময় প্রায় অদৃশ্য হয়ে যেতে পারে।
ছবি : ফেসবুক
=======================================================================
প্রকৃতির খেয়াল - ০১, প্রকৃতির খেয়াল - ০২, প্রকৃতির খেয়াল - ০৩, প্রকৃতির খেয়াল - ০৪, প্রকৃতির খেয়াল - ০৫
প্রকৃতির খেয়াল - ০৬, প্রকৃতির খেয়াল - ০৭, প্রকৃতির খেয়াল - ০৮, প্রকৃতির খেয়াল - ০৯
=======================================================================
১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার চোখের সমস্যা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। ডাক্তার দেখান, দেড়ি করিয়েন না। প্রতিটি ছবির নিচে ছবির উৎস দেয়া আছে।
২| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৮
শেরজা তপন বলেছেন: প্রথম ছবিটা বিমোহিত হবার মত!!!
১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছবিটি জলের নিচে বলে কোনো ভাবেই মনে হয় না। কি অদ্ভূত সুন্দর!!
৩| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪২
কামাল১৮ বলেছেন: নতুন কিছু তথ্য জানলাম।
১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- স্বাগতম আপনাকে
৪| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫১
জুল ভার্ন বলেছেন: চমৎকার!
আমি নিয়মিত এনিমেল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফি, আর্থ চ্যানেলের দর্শক, তাই এগুলো সম্পর্কে কিছু জানতাম।
১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও একসময় নিয়মিত এনিমেল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফি দেখতাম।
৫| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই অদ্ভুত ছবিগুলো। প্রথমটা দেখে ভেবেছিলাম, জুল ভার্নের 20000 Leagues Under the Sea এর কোনো স্ক্রিন শট
আচ্ছা, ওটা দেখে আরো মনে হচ্ছিল, কোনো এক দুপুরে কে যেন পুকুরে সাঁতার কাটছে। আর ইন্সট্যান্টলি পুকুরের পাড়ে কিছু বটগাছও দেখা যাচ্ছিল
সুন্দর পোস্ট।
১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রথম ছবিটি অদ্ভূত, তাতে কোনো সন্দেহ নেই।
৬| ১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সুবাহান আল্লাহ্ ! কি অসম্ভব সৌন্দর্যে মহান স্রষ্টা এ বিশ্ব জগত সৃষ্টি করেছেন । এর মেকানিজম ইঞ্জিনিয়ারিং একটু খেয়াল করে দেখলেই বোঝা যায় আপনা আপনি এসব সৃষ্টি হতে পারে না । নিশ্চয়ই জ্ঞানীদের জন্য এখানে রয়েছে , নির্দেশন ।
১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই সেরেছে!!
- গাজী সাহেব বা রাজীব সাহেব আপনার এই মন্তব্যে কি রিয়েক্ট করেন দেখার ইচ্ছে রইলো।
৭| ১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: @ এই মন্তব্যের প্রতিউত্তর করতে হলে , ইন্জিনিয়ারিং জ্ঞান থাকতে হবে । তা না হলে যা বলতে , সেটা হবে বোকামী ।
১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি বিষয়টি মিস করে গেছেন।
- এর আগে একজন লিখেছিলেন - প্রকৃতির খেয়াল শিরোনাম ভালো লেগেছে।অনেকে লেখে সৃষ্টি কর্তার খেয়াল।বিশেষ করে ফেসবুকে।নিচে কমেন্ট থাকে সোবহান আল্লাহ।
- যাইহোক আপনার জন্য শুভকামনা রইলো। ভালো থাকবেন।
৮| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: সুন্দর সব ছবির সমাহার।
১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধনবাদ আপনাকে
৯| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১০
পদাতিক চৌধুরি বলেছেন: গুহার মধ্যে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড টা সত্যি জুল ভার্নের দুনিয়ার মতোই যথার্থই ক্যাপশন হয়েছে।
মাকড়সার প্রজাতির সংখ্যা ৫০ হাজার বলেন কি?
১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- পরিচিতো প্রজাতির সংখ্যা এটি। বাকিআ এখনো দৃষ্টিসীমার বাইরেই আছে।
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২১
সোনাগাজী বলেছেন:
আপনি তো দেখছি অনেক বিখ্যাত ছবি তুলছেন আজকাল।