নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের কথা। আশ্রমের পাশেই কারা যেনো বস্তায় ভরে ৭টি কুকুর ছানা ফেলে দিয়ে গেছে। ছানাগুলি তখনো মায়ের দুধ পান করতো। অন্য খাবার খাওয়া তখনো শেখেনি। বন্ধু হীরা আর আশ্রমের কেয়ার টেকার বাচ্চা গুলিকে নিয়ে আসে আশ্রমে। থাকার জন্য একটা খুপরি মতো তৈরি করে দেয়। খাবার দেয়। ওরা সময়ের আগেই সেই সব খাবার খাওয়ার চেষ্টা করে। কেউ কেউ কয়েকটি খাবার থেকে কোনো একটি খাবার হয়তো সামান্য খেতো, কেউ কেউ সেটিও পারতো না। সেই সময় আশ্রমে প্রচন্ড শীত ছিলো। মায়ের ওম আর দুধ ছাড়া প্রচন্ড শীতে ধীরে ধীরে তারা দূর্বল হয়ে পরতে থাকে। ওদের মধ্যে একটি ছানা কিছুটা তরতাজা ও অন্যদের চেয়ে সামান্য বড় ছিলো। সে কোনো রকম বাজবিচার করা ছাড়াই প্রায় সব ধরনের খাবারই খেতে চেষ্টা করতো। ফলে সে দ্রুতই খাওয়া শিখে গেলো এবং সতেজ রইলো। বাকিরা একে একে মরতে শুরু করলো। ঠান্ডা থেকে বাচানোর জন্য ওদেরকে চুলার পাশেই থাকার ব্যবস্থা করা হলো। কিন্তু কোনো লাভ হলো না। সময়ের সাথে সাথে একটি ছাড়া বাকি সকলেই মারা পরতে শুরু করলো। আমরাও ততো দিনে বুঝে গেছি ওদের বাঁচানো যাবে না। একমাত্র বেঁচে যাওয়া কুকুর ছানাটির নাম রাখা হলো লালু।
লালু সেই ছোট অবস্থাতেই বেশ অ্যাক্টিভ ছিলো। খাবারের প্রতি ওর খুবই ঝোঁক। ড্রাইকেক ওর খুবই পছন্দ। অচেনা লোক আশ্রমের কাছে আসলেই ঘেউ ঘেউ করে উঠে। সকলের সাথেই খেলতে খুব পছন্দ করে। বিরক্ত করলে যখন ওকে পা দিয়ে লাথি দেয়ার ভয় দেখাই অথবা লাঠি দিয়ে বাড়ি দেয়ার ভয় দেখাই, তখন লালু চার পা ছড়িয়ে দিয়ে উলটে মাটিতে গড়িয়ে পরে। ভাবখানা এমন- "মারলে মারো আমি যাচ্ছি না"।
লালু এখন কিছুটা বড় হয়েছে, বেশ তরতাজাই আছে। ওর বাকি ভাই-বোনেরা সবাই মারা গেছে। লালু যাতে একজন খেলার সঙ্গী পায় এবং রাতে কোনো কিছু এলে যাতে একা একা ভয় না পায় সেই জন্যে কয়েক দিন আগে আরো একজনকে নিয়ে আসা হয়েছে আশ্রমে। নাম তার ভুলু। দুজনের খুব ভাব হয়েছে। সারাদিনই তারা খেলাম মাঝেই থাকে।
ভুলুকে আনার খবর আমার জানার ছিলো না। তাই গতকাল যখন আমি আশ্রমে গিয়েছি তখন আমার ছোট কন্যা নুয়াইরা লালুর জন্য একটি গলার বেল্ট দিয়ে দেয়। নুয়াইরা দুটি বেল্ট কিনে এনেছে একটি লাল অন্যটি নীল রঙ্গের। আমাকে নীলটি দিয়ে বলেছে লালুকে গলায় পরিয়ে ভিডিও কল করে ওকে দেখাতে। তাই শুধু লালুর গলাতেই বেল্ট আছে। ভুলুর গলায় লাল বেল্ট নুয়াইরা নিজেই পরাবে।
১৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার কাছেও বেশ লাগে।
২| ১৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯
সোনাগাজী বলেছেন:
মায়ের দুধ খাওয়া অবস্হায় বাচ্চাগুলোকে বস্তায় ভরে ফেলে দেয়াটা কেমন নিষ্ঠুরতা ও বুদ্ধিহীনতার কাজ! সমাজে এত ইডিয়ট থাকলে, দেশ কিভাবে ভালো করবে?
১৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমাদের শহরগুলিতে পথ শিশুরা ঘুরে রেড়ায়। এগুলিতো কুকুর ছানা!!
৩| ১৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫
সোনাগাজী বলেছেন:
আপনি বলেছেন, " আমাদের শহরগুলিতে পথ শিশুরা ঘুরে রেড়ায়। এগুলিতো কুকুর ছানা!! "
-কারণ,শেখ হাসিনা কানা ও বেকুব মানুষ।
১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বিষয়টি কি এতোই সহজ!!??
৪| ১৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩
জুল ভার্ন বলেছেন: আমি একজন পেট লাভার..... পেট লাভারদের আমি লাভ করি। ❤️
১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও কিছু কিছু পেট পছন্দ করি।
৫| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৩
কামাল১৮ বলেছেন: কুকুর ছানা গলিকে ফিডার দিয়ে দুধ খাওয়ালে হয়তো মারা পড়তো না।কয়েক দিন খাওয়ালেই চলতো।তার পর ওরা নিজেরাই খেয়ে পরে বাঁচতে পারতো।
এখানে প্রচুর কুকুর দেখা যায়।কিন্তু ছাড়া কুকুর একটাও দেখা যায় না।অনেকেই কুকুর পালে।কিন্তু কুকুরের মল কোথাও দেখা যায় না।কুকুর যখন হাঁটাতে নিয়ে যায় তখন চোট পলেথিনের ব্যাগ সাথে রাখে।
১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ফিডারে করে দুধ খাওয়ালে হয়তো আরো এক-দুইটা বাঁচতো। মায়ের দুধ পাওয়ার পরেও কুকুরের অল্প কয়েকটি ছানাই সারভাইভ করতে পারে। এটাই প্রকৃতির নিয়ম। তা না হলে কুকুরে কুকুরে দেশ ছেয়ে যেতো। আমাদের এলাকায় এই সিজনে অন্ততো ৪০টি কুকুরের ছানা দেখেছি। তাদের থেকে বেশি হলে ১০টা বড় হতে পারবে।
৬| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১২
সোনাগাজী বলেছেন:
আপনি তো ব্লগার জুল ভার্ন'এর সমীহ ( উনার ভাষায় লাভ ) অর্জন করলেন! মানুষের যত ভালো গুণ আছে, উহা জুল ভার্নের আছে, এবং একটু বেশী আছে!!!!
১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার কি তাতে হিংসা হচ্ছে?
৭| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৩
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন, "- আপনার কি তাতে হিংসা হচ্ছে? "
-না, হিংসা হয় না; উনি নিজের সম্পর্কে সবকিছু বাড়িয়ে বলেন। উনি অবশ্যই "পেট লাভার" নন; কিন্তু আপনি কুকুরের বাচ্চাগুলো বাঁচানোর চেষ্টা করেছেন। আপনার ভালো গুণটা দেখে উনি সেখানে নিজের নামটা লেখালেন।
১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আনার বিশ্লেষণ দেখে আমি মাঝে মাঝেই চমৎকৃত হই। আপনার গুণের কমতি নাই গুরু।
৮| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৮
নীলসাধু বলেছেন: বাহ।
কুকুর ছানা বা বিড়াল বা ছাগল ছানা কে কার চেয়ে সুন্দর এটা একটা ভাবনার বিষয়।
১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমাদের আশ্রমে একটি অতিক্ষুদ্রাকার ছাগল ছানা ছিলো।
৯| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৬
কাঁউটাল বলেছেন: সবকিছু লইয়াই উহার (i.e.; চাঁদগাজীর) তীর্যক মন্তব্য করিতে হইবে।
১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই সব উনার নিষ্পাপ নাক গলানো ছাড়া আর কিছুই নয়।
১০| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: গ্রেট।
আপনি যেভাবে এগোচ্ছেন- বিনা দ্বিধায় বলা যায় আপনি বেহেশতে যাবেন।
ছোটবেলায় আমার একটা কুকুর ছিলো। নাম রেখেছিলাম লালু। দীর্ঘদিন আমার সাথেই ছিলো। এরপর একদিন কুকুরটা হারিয়ে যায়। অথচ কুকুরটা শিশুকাল পার করে সে নিজেই চলে গিয়েছিলো।
১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার কোথাও যাওয়া নিয়ে আপনাকে বা অন্য কাউকে টেনশন না নিলেও চলবে। নিজের কুকুরে তেল দেন, থুক্কু, নিজের চরকায় তেল দেন।
১১| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৬
হাসান জামাল গোলাপ বলেছেন: লালু নামটা কমন দেখছি, ১৯৭৩ সনে আমাদের লালু হারিয়ে যায়, এলাকায় মাইকিং করেও পাওয়া যায়নি।
১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আসলে আমরা ওর নাম ভুলু রাখতে চেয়েছিলাম। কিন্তু আশ্রমের কেয়ারেকার সম্রাট শাহজাহান সাহেব ওকে লালুনামেই ডাকা শুরু করে। তাই পরে যেটাকে আনা হয়েছে সেটির নাম ভুলু রেখেছি।
১২| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩১
কামাল১৮ বলেছেন: কুকুর ছানারা মারা যায় অবহেলায় অজত্নে ও অত্যাচারে।আমি বললাম আমার নিজের দেখা অভিজ্ঞতা থেকে।তাছাড়া ইসলাম ধর্মের লোকেরা কুকুরদের খুব একটা ভালো চোখে দেখে না।এ বিষয়ে কিছু হাদিস আছে।
১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কুকুরের মায়েরাতো তাদের ছানাদের অযত্ন করে না!! তারপরেও মারা পরে। এটাই প্রকৃতির নিয়ম। জন্ম নেয়া ৬-৭টি বাচ্চার মধ্যে কয়েকটি সবল থাকে। তারই লড়াই করে আগেই মায়ের দুধ খেয়ে নেয়। খাবারের ভাগিদারও তারাই আগে থাকে। ফলে দূর্বলগুলি ঝরে পরে। এভাবেই প্রকৃতি ওদের সংখ্যাধিক্য হওয়া থেকে আটকায়।
কুকুর সম্পর্কে কিছু মুসলিমদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আপনি সঠিক বলেছেন। তবে ইসলাম ধর্মের লোকেরা বলাটা ঠিক হয়নি। এতে করে সকল ইসলাম ধর্মের লোকেরা অন্তভূক্ত হয়ে যায়। চিত্রটিতো আসলে তেমন নয়। তাছাড়া ভিন্ন ধর্মের অনেক লোকও আছেন যারা কুকুর অপছন্দ করেন।
১৩| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৫
কালো যাদুকর বলেছেন: বলা হয়ে থাকে ইউটিউব চলত না যদি না উহাতে, পশু পাখীর ভিত্তিও লা থাকিত ৷ কথা কিন্তু ঠিক ৷ আমরা এখানে যারা মন্তব্য করছি, সবাই কম বেশী ছবিগুলো পছদ করেছি মনে হয়। তাছাড়া প্রভু ভক্ত কুকুর সবাই কমবেশী কাছে থেকে দেখেছি ৷ সে যাই হোক এই কুকুরটি তার সঙ্গী নিয়ে ভালই আছে মনে হচ্ছে। " জগতের সকল প্রাণী সুখী হোক " ৷
১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভালো বলেছেন আপনি। একসময় ডিসকোভারি, এনিমেল প্লান্ট, ন্যাশনাল জিওগ্রাভির কতো ডকুমেন্টরি দেখেছি!!
১৪| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৩
কামাল১৮ বলেছেন: আমার মেয়ে প্রায় ওর মারসাথে কুকুর কেনা নিয়ে তর্ক করে।ওর মার এক কথা।কুকুর কিনলে সে বাংলাদেশ চলে যাবে।কারন হিসাবে বলে,যে ঘরে কুকুর থাকে সে ঘরে নামাজ হয় না।এখানে কুকুর ঘরের ভিতর রাখতে হয়।শীতের দিনে গরম কাপড় ও মোজা পরাতে হয়।
১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- নামাজের ঘরে কুকুর রাখতে হবে কেনো? কুকুর থাকবে বাড়িতে। এবং বাড়িতে কুকুর রাখা ইসলামে নাজায়েজ নয়। কুকুরের ছোঁয়া লাগলে অযু ভাঙ্গে না, নামজ আদায় করতেও কোনো সমস্যা নেই। তবে কুকুরের গা ভেজা থাকলে সেই ভেজা জামায় লাগলে সেটি পবিত্রতা ভঙ্গের কারণ হয়। কুকুরের গা ভেজা না থাকলে কোনো সমস্যা নেই।
১৫| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩০
শেরজা তপন বলেছেন: কামাল১৮ ভাই,
আমার অভিজ্ঞতায় বলে নব্বুইভাগ শহরের কুকুর মারা যায় রোড এক্সিডেন্টে! গ্রামের লোকজন কুকুর একদমই পছন্দ করে না- সেখানে মরে অত্যাচারে কিংবা খাদ্যাভাবে।( কিছু ব্যতিক্রম ছাড়া)
১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:০০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বড় কুকুরের বেলায় আপনার হিসব সম্ভবতো ঠিকই আছে। তবে কুকুরের বাচ্চাগুলি বেশীর ভাগই বড় হওয়ার সুযোগ পায় না। লোকজন ওদের মেরেফেলে বিষয়টা তেমনও না।
১৬| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৯
নেওয়াজ আলি বলেছেন: একদিন আশ্রম দেখার জন্য যেতে হবে যদি সম্ভব হয়
১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:০০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অবশ্যই চলে আসবেন সময় সুযোগ করে। নিমন্ত্রণ রইলো।
১৭| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:২৩
শূন্য সারমর্ম বলেছেন:
নাদুসনুদুস কুকুর ছানা বড় হয়ে নাদুসনুদুস হলেই দেখতে ভালো লাগে।
১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই সমস্ত দেশি কুকুরেরা বড় হয়ে নাদুসনুদুস থাকে না।
১৮| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
- আমার কোথাও যাওয়া নিয়ে আপনাকে বা অন্য কাউকে টেনশন না নিলেও চলবে। নিজের কুকুরে তেল দেন, থুক্কু, নিজের চরকায় তেল দেন।
রাগ করেন ক্যান? আমি তো সহজ ভাবেই বললাম। আপনার রসবোধ কম ক্যান?
১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- দেখেন আপনার মতো মহৎ মানুষ আমি নই। আমি অতি সাধারণ মানুষ, তাই আমার সব কিছুই অতি সাধারণ।
আপনার কোনো পাঁকা ধানে আমি মই চালিয়েছি বলে আমার মনে পরে না। তার পরেই আপনি সামুতে পোস্ট করে সকলে বলেছেন আমি বিপদজনক লোক। আমার থেকে সাবধানে থাকতে হবে।
আমি আপনাকে বা অন্য কাউকে কখনো গালমন্দ করেছি? নেই।
কখনো আপনার বা অন্যকারো কাছ থেকে টাকা ধার চেয়েছি? নেই।
আপনার বা অন্য কারো সাথে আমার কোনো আর্থিক বা সরাসরি সম্পর্কে আছে? নেই।
তারপরেও আপনি আমাকে বিপদজনক লোক হিসেবে চিহ্নিত করেছেন।
কেনো করেছেন?
কারণ আমি দাড়ি রেখেছি।
আপনার মঙ্গল হোক, আমার কাছ থেকে দূরে থাকুন।
১৯| ১৬ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬
আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,
আপনার বেশ ক'টি পোস্ট আমার পড়া হয়ে ওঠেনি।
ফুলের বদলে শিরোনামে ব্যতিক্রমী ভাবে "লালু-ভুলু" দেখেই গন্ধ শুঁকে শুঁকে এখানে এলুম।
সুন্দর একটি ঘটনা আর তার পর্যায়ক্রম তুলে ধরেছেন। দু'টো কুকুরের বাচ্চাই দেখতে মায়াময় বিশেষ করে তাদের খুনসুটি করা ছবি দু'টোতে।
ওরা বড়ো হোক, তখন হয়তো নতুন কোন গল্প তৈরী হবে। অপেক্ষায় রইলুম।
১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
- ফুল ছাড়াও আমি অন্য বিষয় নিয়েও পোস্ট করি কিন্তু।
- নতুন গল্প তৈরি হয় প্রতিনিয়োতই। সেইসব গল্পও লিখবো।
২০| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪২
রাজীব নুর বলেছেন: অতীত টেনে আনছেন মনে হচ্ছে?
আপনাকে ভালা পাই।
১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- জ্বী, আপনার ভালো পাওয়ার নমুনা সেই পোস্টে পরিষ্কার ফুটে উঠে ছিলো।
- আপনার জন্য শুভ কামনা রইলো।
২১| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৫
চারাগাছ বলেছেন:
কুকুর আমার বিশেষ পছন্দ।
পোষ্ট ভালো লেগেছে।
১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
২২| ১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ক্লাস থ্রিতে যখন পড়ি তখন আমার একটা কালো কুকুর ছিল আর আমার ছোট ভাইয়ের একটা বাদামি কুকুর ছিল। কুকুর দুটোর একদম বাচ্চা অবস্থা থেকে আমরা পালতাম। ওরা এক সময় বড় হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের কাছে মনে হতো এখনও ছোট আছে।
তখন সিক্স মিলিয়ন ডলার ম্যান নামের টিভি সিরিজ চলছিল যেটার নায়কের নাম হল স্টিভ অস্টিন। তাই আমরা আমাদের মোরগের নাম রাখলাম 'স্টিভ'। আমার নানীর দাঁত ছিল না। উনি স্টিভ বলতে পারতেন না। বলতেন টিভ।
১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছোট বেলায় আমি একটি মুরগি পেলেছিলাম। কালো একটি মুরগি। একদিন তার গল্প বলবো।
২৩| ২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৫
খায়রুল আহসান বলেছেন: ছোট্ট একটি সচিত্র গল্প, সেটুকুতেই ফুটে উঠেছে বাবা-মেয়ের কুকুরপ্রীতি এবৎ পশুর প্রতি মায়ার চিত্র।
আপনাদের আশ্রমে থেকে লালু-ভুলুর জীবন নিরাপদ হোক, তাদের দুজনের বন্ধুত্ব প্রগাঢ় হোক!
২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪
শেরজা তপন বলেছেন: বাচ্চা কুকুরের খুনসুটি দেখতে বেশ মজাই লাগে!