নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

হইচই ওয়েব সিরিজ : ব্যোমকেশ : সিজন-২

১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৬


শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর সাথে পাঠকের প্রথম পরিচয় হয় পথের কাঁটা গল্পটি দিয়ে। এর পরের গল্প সীমন্ত-হীরা লেখার পরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ বক্সীকে নিয়ে সিরিজ লিখবেন ঠিক করেন এবং ১৩৩৯ বঙ্গাব্দের ২৪শে মাঘ সত্যান্বেষী গল্পের মধ্য দিয়ে পাঠকের সাথে গয়েন্দা হিসেবে ব্যোমকেশ বক্সীকে পরিচয় করিয়ে দেন। তাই সত্যান্বেষী গল্পটিকে ব্যোমকেশ সিরিজের প্রথম গল্প ধরা হয়। প্রথম ধাপে তিনি ব্যোমকেশকে নিয়ে ১০টি গল্প লিখে সিরিজটি বন্ধ করে দেন। তারপর ১৫ বছর বিরতীর পরে আবার লিখতে শুরু করেন ব্যোমকেশকে নিয়ে। সব মিলিয়ে ৩৩টি গল্প তিনি লিখেছিলেন। শেষ গল্প বিশুপাল বধ অসমাপ্ত থেকে গিয়ে ছিলো। পরে সেটিকে নারায়ণ সান্যাল শেষ করেন।


গোয়েন্দা কাহিনী নিয়ে তৈরি হওয়া সিনেমা, নাটক আর ওয়েব সিরিজের মধ্যে আমার কাছে ব্যোমকেশ বক্সীর কাহিনী গুলিই বেশী ভালো লাগে। অনেকদিন আগে অনির্বাণ ভট্টাচার্যের অভিনীত হইচই ওয়েব সিরিজ ব্যোমকেশ দেখেছি আমি। অসাধারন লেগেছিলো।

হইচই ওয়েব সিরিজ : ব্যোমকেশ : সিজন-১ এর প্রথম পর্বে ছিলো- সত্যান্বেষী এবং পথের কাঁটা গল্প দুটি। আর দ্বিতীয় পর্বে ছিলো- মাকড়সার রস এবং অর্থমনর্থম গল্প দুটি।

আজকে সিজন-২ এর গল্পগুলি সম্পর্কে জানবো।
হইচই ওয়েব সিরিজ : ব্যোমকেশ : সিজন-২ এর প্রথম ও দ্বিতীয় পর্বে ছিলো- রক্তের দাগ এবং তৃতীয় পর্বে ছিলো রক্তমুখী নীলা নামের গল্প দুটি।


সিজন ২ এর প্রথম ও দ্বিতীয় পর্ব মিলিয়ে একটি কাহিনী দেখানো হয়, রক্তের দাগ
সত্যকাম নামের একজন চরিত্রহীন ধনী যুবক ব্যোমকেশের কাছে হাজির হয়ে জানায় কিছু দিনের মধ্যেই কেউ তাকে হত্যা করবে। সে ব্যোমকেশকে তার নিজের হত্যার রহস্য অনুসন্ধান করার জন্য অগ্রীম টাকা দিয়ে যায়। কিছুদিন পরে সত্যি সত্যিই ছেলেটিকে হত্যা করা হয়, আর ব্যোমকেশ লেগে পরে হত্যা রহস্যের অনুসন্ধানে। প্রথম দেখায় মনে হতে থাকে রাতের বেলা বাড়ির বাইরে থেকে ভিতরে ঢোকার সময় উঠানের ঝোপে বসে থেকে কেউ সত্যকামের পিঠে গুলি করে হত্যা করেছে। আসলেই কি খুনি সেখানে ছিলো? নাকি অন্য কোথাও ঘাপটি মেরে ছিলো! খুবই ছোটো দুটি ক্লু ধরে ব্যোমকেশ এই হত্যা রহস্যের সমাধান করে।




সিজন ২ এর তৃতীয় পর্বে দেখানো হয় রক্তমুখী নীলা কাহিনীটি।
অনেক বছর আগে মহারাজ রমেন্দ্র সিংহের প্রাসাদ থেকে তার অতি প্রিয় রক্তমুখী নীলা পাথরটি চুরি হয়ে যায়। চোর ধরা পরেলেও নীলাটি পাওয়া যায়নি। চোরটির জেল হয়ে যায়। অনেক বছর পরে হঠাত করেই মহারাজের একজন কর্মচারিকে তার ঘরে ঢুকে কেউ এতকজন গলা কেটে হত্যা করলে মহারাজ সেই হত্যা রহস্যের সমাধানের জন্য ব্যোমকেশকে নিয়োগ করেন। হত্যা রহস্যের কিনারা করার আগেই ব্যোমকেশ অনুমান করে যে এই হত্যার সাথে মহারাজের সেই চুরি যাওয়া রক্তমুখী নীলার সম্পর্ক আছে।

সিজন ২ এখানেই শেষ হয়। সিজন ৩ এর কাহিনীগুলি আগামী পর্বে পেশ করবো।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৮

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন।

১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে।

২| ১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৬

নাহল তরকারি বলেছেন: ভারতীয় গোয়েন্দা সহিত্য মানে সুপার হিট।

১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- ব্যোমকেশের সাথে পরিচয় আছে আপনার?

৩| ১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৬

রানার ব্লগ বলেছেন: ব্যোমকেশ আমার প্রীয় চরিত্র।

১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ব্যোমকেশ আমারও পছন্দের চরিত্র।

৪| ১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৯

অপু তানভীর বলেছেন: ব্যোমকেশ প্রথম সিজনটা দেখেছি । দ্বিতীয়টা শুরু করতে হবে ।

গতকালকে হইচইয়ের কারাগার সিজন দুই শেষ করলাম । না দেখে থাকলে সিজন দুইটা দেখতে পারেন ।

১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার একাউন্ট নাই এখনো।

৫| ১৬ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

নতুন বলেছেন: যদিও শার্লক সেরা তবে ব্যোমকেশ সিরিস ও বেশ ভালো লাগে।

১৬ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- শার্লকের অনুবাদগুলি কেমন যেনো খটোমটো লাগে আমার কাছে। পড়ে আরাম পাই না।

৬| ১৬ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩১

সোনাগাজী বলেছেন:



উনার বইগুলো পড়তে ভালো লাগে?

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পড়ার চেয়ে দেখা সহজ।

৭| ১৬ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

মিরোরডডল বলেছেন:




যেকোন ডিটেকটিভ স্টোরি আমার ভালো লাগে।
ব্যোমকেশও খুব পছন্দ।
আজকেও সত্যজিৎ রায়ের সেই পুরোনো ফেলুদা দেখেছি :)

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ডিটেকটিভ স্টোরি আমারও খুবই ভালো লাগে। তবে সবচেয়ে বেশী ভালো লাগে সাইন্স ফিকশন।

৮| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: এখনও দেখিনি। তবে অবশ্যই দেখব।
ধন্যবাদ আপনাকে মনে করিয়ে দেবার জন্য।

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার জন্য শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.