নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

নক্ষত্রের রাত – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৭

বইয়ের নাম : নক্ষত্রের রাত
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : জুন ২০০৩
প্রকাশক : অন্যপ্রকাশ
পৃষ্ঠা সংখ্যা : ৮৮ টি



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট


কাহিনী সংক্ষেপ :
রেবেকা খুবই সাধারন পরিবারের সাদাসিদা মেয়ে। একটি চাকুরি করে, অবিবাহিতা। হঠাৎ করেই আমেরিকায় তিন মাসের একটি শর্ট কোর্সের সুযোগ পেয়ে যায়। ট্রেনিং এর জন্য আমেরিকায় যাবার দিন সাতেক আগে হঠাৎ করেই তার বিয়ে হয়ে যায়। তার স্বামীটিও খুবই সাদাসিদে।

আমেরিকায় পা দিয়েই বিপদে পরে রেবেকা। তাকে কেউ রিসিভ করতে আসেনি এ্যায়ারপোর্টে, সেই সাথে সে তার লাগেজও হারিয়ে ফেলেছে। এ্যারপোর্ট থেকে বাংলাদেশী নাগরিক পাশা চৌধুরীকে ফোন দিয়ে রেবেকার কথা বলা হলে সম্পূর্ণ অপরিচিত মহিলাকে সাহায্য করতে পাশা গভীর শীতের রাতে ছুটে যায়। পাশা রেকেবাকে নিজের বাড়িতে নিয়ে যায়, সকালে রেবেকাকে তার ইউনির্ভাসিটিতে পৌঁছেদেয়।

রেবেকা আর পাশার মধ্যে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। এদিকে ট্রেনিং এ রেবকা খুব ভালো রেজাল্ট করতে শুরু করে। প্রফেসাররা রেবেকাকে খুব পছন্দ করে। তারাই রেবেকাকে প্রস্তাব করে পিএইচডি করে যেতে, রেবেকাকে ফ্রীতে পড়ার সুযোগ করে দেয়।

অন্যদিকে পাশার খুব খারাপ অবস্থা। সে ইলিগেলি আছে আমেরিকাতে। তার কোন চাকরি নেই। সে মূলত কম্পিউটারে খেলার জন্য গেইম তৈরি করে কোম্পানীগুলির কাছে বিক্রি করে। অনেকদিন কোন গেইম বিক্রি হয়নি বলে তার কাছে কোন টাকা নাই বললেই চলে। তাই পাশা ঠিক করে। দেশের সাবার কাছ থেকে সে ডুব দিবে, কারণ দেশে বড় ভাইয়ের সংসারে টাকা পাঠানো আর তার পক্ষে সম্ভব নয়। পাশা তার সাথে যোগাযোগের সব ব্যবস্থা বন্ধ করে দিয়ে বেরিয়ে পরে পথে।

রেবেকা তার পিএইচডি কথা জানালে পরিবারের সবাই বিরধীতা করে। তিন মাসের জন্য গিয়ে ৫/৬ বছরের জন্য থেকে যাওয়াটা কেউই পছন্দ করছে না। শুধু তার স্বামী তাকে তার এই সুযোগ ব্যবহারের জন্য অনুমোতি দেয়।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

কেষ্ট কবির কষ্টগুলো - ইসমোনাক
কেষ্ট কবির কনফারেন্স - ইসমোনাক
কেষ্ট কবি - ইসমোনাক

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৩

শূন্য সারমর্ম বলেছেন:


হুমায়নের সব লেখা আপনি পড়েছেন?

২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: - হাতে গোনা কয়েকটি বই আমি পড়িনি। যাদের মধ্যে অন্যতম হচ্ছে- কবি

২| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৬

অপু তানভীর বলেছেন: ''নক্ষত্রের রাত'' নাম দেখে কাহিনী মনে না পড়লেও ভেতরে পড়ে কাহিনী মনে পড়লো । এখানে রেবেকার মা রেবেকার আমেরিকা যাওয়ার জন্য কেনাকাটা করার সময় সকল দোকানদারকে শোনানোর চেষ্টা করে যে তার মেয়ে আমেরিকা যাচ্ছে ।
এই বইটা একেবারে প্রথম দিকে পড়া । যখন ক্লাস নাইনে কি টেনে পড়ি তখন !

২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রথমবার আমিও অনেক আগেই পড়েছি। লেখাক মারা যাবার পরে আবার তার সকল উপন্যাসগুলি পড়েছিলাম।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: বইটা পড়েছি। বেশ কয়েকবার পড়েছি।
আমার খুবই ভাল লেগেছে।
আপনি কি 'সবাই গেছে বনে' বইটা পড়েছেন?

২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
- সবাই গেছে বনে বইটা পড়েছি আমি।
- হাতে গোনা কয়েকটি বই আমি পড়িনি। যাদের মধ্যে অন্যতম হচ্ছে- কবি

৪| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: বইটা পড়েছি। বেশ কয়েকবার পড়েছি।
আমার খুবই ভাল লেগেছে।
আপনি কি 'সবাই গেছে বনে' বইটা পড়েছেন?

২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
- সবাই গেছে বনে বইটা পড়েছি আমি।
- হাতে গোনা কয়েকটি বই আমি পড়িনি। যাদের মধ্যে অন্যতম হচ্ছে- কবি

৫| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১১

কালো যাদুকর বলেছেন: বইটি পড়েছি। আজকাল লং ড্রাইভে গেলে অডিও বইও শুনি। বেশীর ভাগ সময় হুমায়ূন স্যারের বঈ শুনি। বর্ননা খুবই সংক্ষিপ্ত হয়ে গেছে।

২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও প্রচুর অডিও বই ডাউনলোড করে রেখিছি।
- আমার রিভিউ গুলি সংক্ষিপ্তই হয়।
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৬| ২৫ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১২

জুল ভার্ন বলেছেন: যেহেতু বইটা আগেই পড়েছি তাই ঘটনা সংক্ষিপ্ত লেখা ভালো হয়েছে।

২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৭| ২৫ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩১

বিটপি বলেছেন: আমি এই কাহিনীটা কোন বইতে পড়িনি। কোন এক পত্রিকার ঈদ সংখ্যায় পড়েছি মনে হচ্ছে। এই গল্প পড়ার পর আমার এক বন্ধুকে কাউড্রি বলে খেপাতাম।

২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি আবার কখনোই পত্রিকা বা ম্যাগাজিনে কোনো উপন্যাস বা গল্প পড়িনা। বিশেষ করে ধারাবাহিক হলেতো কথাই নেই।

৮| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৪

নেওয়াজ আলি বলেছেন: নক্ষত্রের রাত নামে উনার একটা নাটক ছিলো মনে হয়।

২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সঠিক বলেছেন আপনি।

৯| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: হায় হায় 'কবি' পড়েন নি!!!
অতি চমৎকার একটা বই। আমি বেশ কয়েকবার পড়েছি।

বইটি শেষের দিকে আমার চোখে ভিজিয়ে দিয়েছিলো। খুব কষ্ট হচ্ছিলো।

'কবি' বইটা অন্যসব বইয়ের মত না। কিছুটা মোটা।
আচ্ছা, তাঁরা শংকরের 'কবি' পড়েছেন? সে বইতে একটা বিখ্যাত লাইন আছে- জীবন এত ছোট কেন?

২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: - তাঁরা শংকরের 'কবি' পরি নাই।
- হুমায়ূন আহমেদের কবি কয়েকবার শুরু করেও কয়েক পাতা পড়ার পরে রেখে দিয়েছি। হুমায়ূনের মাত্র দুটি উপন্যাসের ক্ষেত্রে আমার এমন হয়েছে। একটি হচ্ছে এই কবি, অন্যটি হচ্ছে জোছনা ও জননীর গল্প। জোছনা ও জননীর গল্প যেমন ভালো হওয়ার কথা ছিলো তেমন ভালো হয়নি। এরচেয়েও অনেক ভালো কিছু আমার আশা ছিলো।
- আমার হিসাবে হুমায়ূন আহমেদের সবচেয়ে চমৎকার লেখা হচ্ছে মধ্যাহ্ন - ১ ও ২

১০| ২৬ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৫:২৪

কামাল১৮ বলেছেন: ভালো স্বামী।

২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হে

১১| ২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: পড়েছি উপন্যাস টা ।

২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- জেনে ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.