নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন দুপুরের পরে আমার নির্মাণাধীন বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখছিলাম। হঠাত কিছু রড কাটার প্রয়োজন পরায় একজন কর্মী (যাকে সকলে মামু ডাকে, বলতে পারেন সরকারী মামু) রড গুলি কাঁটতে শুরু করে। রড কাটার জন্য যে মেশিনটি তারা ব্যবহার করে সেটির নাম সম্ভবতো গ্রান্ডিং মেশিন। অন্য কোনো নামও হতে পারে, আমার সঠিক জানা নেই। তো সেই মেশিনটি চালিয়ে অনায়াসেই যেকোনো রড কেটে ফেলা যায়। রড কাটার সময় একধরনের আগুনের ফুলকি তীব্র বেগে সামনের দিকে ছিটতে থাকে। সেটি দেখে আমার ছবি তোলার ইচ্ছে হলো। ক্যামেরা নিয়ে কয়েকবার চেষ্টা করলে চমৎকার কিছু ছবি হয়তো তোলা যেতো। কিন্তু সেই চেষ্টা না করে আমি আমার হাতের অতিপুরনো মোবাইলটি দিয়ে কয়েকটি ছবি তুলে নিলাম।
২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: স্বল্পমূল্যের অতিপুরনো samsung M01 মোবাইল চালাই আমি। সেটি দিয়েই ছবিগুলি তুলেছি।
২| ২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৪
আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু ,
তেমন কিছুই না আবার যেন অনেক কিছু। সুন্দর হয়েছে। আগুনের ফুলকির সাথে আপনার মনের ফুলকিও যেন ধরা পড়েছে ছবিতে।
কেবল ভার্টিকালী ছবি না তুলে ফুলকির হরাইজন্টাল এঙ্গেলের ছবি তুললে কেমন হতো ?
২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্রের জন্য।
- আগামীতে আবার কখনো এই ধরনে ছুবি তোলার সুযোগ হলো আরো ভিন্ন এ্যাঙ্গেলে তোলার চেষ্টা করবো। তবে খুব ভালো ছবি আমি তুলতে পারি না।
৩| ২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: ছবিগুলো সুন্দর ছিলো
২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৪| ২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪১
সোনাগাজী বলেছেন:
আগে রড কাটলে তো অগ্নিস্ফুলিংগ বের হতোনা, আপনাকে যেই রড দিয়েছে, উহাতে হয়তো ভেজাল আছে, মাটি থাকতে পারে!
২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:০০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার রায় শিরোধার্য।
৫| ২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯
শেরজা তপন বলেছেন: বদ্দা আগে কাটতো হ্যাক্সো ব্লেড দিয়ে-একমন রড কাটতে দিন কাবার!! তখন রড দিয়ে না মানুষের ঘাম দিয়ে স্ফুলিংগ বের হইত...
২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভাইজান, আপনি উনার খোঁচাটা বুঝতে পারেন নি!!
রড কাটলে এমন স্ফুলিংগ বের হওয়াটা অতি তুচ্ছ ও স্বাভাকি। সেই জিনিস নিয়ে আকাম্মাই পোস্ট করেছি বলেই গুরুজ্বীর মর্মে লেগেছে।
৬| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহা... এতো দেখছি রীতিমতো আলোর রোশনাই
২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ৩:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- হে, তাতো বলা যায়ই।
৭| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৬
রাজীব নুর বলেছেন: ছবির মান খারাপ না। ভালোই হয়েছে।
একসময় রড কাটা হতো হাত দিয়ে। মানে দুইজন লাগতো। তখন মেশিন ছিলো না। কষ্ট বেশি হতো। সময় বেশি লাগতো।
এখন মুহুর্তের মধ্যে রডদ কেটে ফেলা যায়।
রড দুই রকমের হয়। রডের হিসাব হলো গ্রেড দিয়ে। ৬০ আর ৪০ গ্রেড। সিক্সটি গ্রেড রড ভাল। দাম অবশ্য কিছুটা বেশি।
২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ৩:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- তখন রড কাটার জন্য হ্যামার আর বাটাল ব্যবহার করতো।
- ৬০ আর ৪০ গ্রেডের মধ্যেও নানান ভ্যারাইটি আছে। আমি ব্যবহার করতেছি রহিমের ৬০ গ্রেডের ৫০০ডবলিউ।
৮| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৬
জুল ভার্ন বলেছেন: ছবি সুন্দর হয়েছে।
২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ৩:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ
৯| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৮
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ছবি। সময় বাঁচবে ও কষ্ট কম হবে মানুষের
২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ৩:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
১০| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:২২
কাঁউটাল বলেছেন: ইন্ডিয়াঃ দি মোদি কোয়শ্চেন, বিবিসি ডকুমেন্টারি __ ডাউনলোড লিংক
২৭ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বেশ বেশ
১১| ২৭ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:২৭
কামাল১৮ বলেছেন: এখানে কাচি দিয়ে যেমন কাগজ কাটে তেমন করে রড়কাটে।অবশ্য যন্ত্রটি বেশ বড়।
২৭ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এখানেও এর চেয়ে আরএকটু বড় একটি মেশিন ব্যবহার করে। সেটিদিয়ে আরো দ্রুত কাটতে পারে।
১২| ২৭ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: ইচ্ছা ছিলো বউ বাচ্চা নিয়ে আপনার আশ্রমে যাবো। সারাদিন থাকবো। পিকনিক করবো। অথচ আপনি দাওয়াত দিলেন না।
২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি আগে জানিয়ে যেকোনো দিন আশ্রমে চলে যতে পারেন স্বপরিবারে। সারা বছরই আপনাদের জন্য দাওয়াত আছে আশ্রমে। আশ্রমে চাল, ডাল, তেল, নুন, আটা, চা, চিনির মজুদ প্রায় সব সময়ই থাকে। মাছ-মাংস খেতে চাইলে আপনাকে বাজার করে নিয়ে যেতে হবে কষ্ট করে। আশ্রমের কাছা-কাছি মাছ মাংস কিনতে পাওয়া যায় না। আপনাদের খেদমতে দুজন লোক থাকবে, তারাই রান্না-বান্না-পরিবেশন করে। হয়তো আশ্রমের কোনো একজন সদস্যও আপনাদের সাথে হাজির হয়ে যেতে পারে।
কবে যাবেন জানালেই আশ্রমের ঠিকা আবার আপনাকে জানিয়ে দিবো।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৬
শিশির খান ১৪ বলেছেন: বাহ্ ভালো তো ছবি গুলা এডিট করা যায় না তে হইলে মনে হয় আরো ভালো হইতো কি কেমেরা দিয়ে তুলছেন আমরও ভালো ক্যামেরা নাই মোবাইল এ অনেক দিন থেকে ভাবতাছি একটা অ্যাকশন ক্যামেরা কিনুম কিন্তু টাকা এক সাথে করতে পারি না।