নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশ্রমের জন্য কয়েকমাস আগে দুটি দেশী মোরগ এবং বেশ কয়েকটি দেশী মুরগি ক্রয় করা হয়েছিলো গ্রামের হাট থেকে। মোরগ-মুরগি গুলি উন্মুক্ত ভাবে ঘুরে বেরায় আশ্রম জুড়ে, এদিক সেদিক। প্রকৃতি থেকেই খাবার জোগাড় করে খায় সারাদিন ধরে। অল্প কিছু দানাদার খাবার দেয়া হয় দিনে এক-দুবার, ধান-চাল আর আমাদের খাবার শেষে এঁটো, পরিত্যক্ত অংশবিশেষও ওরা আগ্রহ করে খায়।
কিছুদিন আগে আশ্রমের মুরগিগুলি ডিম দেয়া শুরু করে। পরে সেই ডিম গুলি সংগ্রহ করে আমরা একে একে ৩-৪টি মুরগিকে তা দিতে বসিয়ে দেই। নির্দিষ্ট সময় পরে, সম্ভবতো ১৯ দিন পরে ডিম থেকে একে একে বাচ্চা ফুটে বের হতে শুরু করে। এক একটি মুরগি ১২ থেকে ১৪টি করে বাচ্চা ফুটিয়েছে। বাজার থেকে কয়েকটি হাসের ডিম কিনে দিয়ে ছিলাম। সেগুলি থেকেও বেশ কয়েকটি বাচ্চা হয়েছে। গাতকাল ভোরে একটি ছাগলের বাচ্চা হয়েছে।
আজ শুধু মুরগির ছানাদের ছবি রইলো। কয়েকদিনের মধ্যে আশ্রমে গিয়ে বাকিদের ছবি তুলে নিয়ে আসবো।
২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- নিজেদের খাওয়ার জন্য হাঁস-মুরগি-খাসি-গাড়লের পালন করা হচ্ছে।
- গাছ তেমন নেই। বেশ কিছু ফুল গাছ ছিলো। ছাগল-ভেড়ায় খেয়ে বরাবর করে দিয়েছে। অল্প কিছু ফুল গাছ আছে এখনো।
- লেবুগাছ আছে কয়েকটি। এলাচি লেবু এবং কলম্ব লেবু আছে। প্রচুর দেশী কলা গাছ আছে। ৪-৫ কাদি খেয়েছি আমরা। কয়েকটা আম গাছ আছে, কাঠাল গাছ আছে। ৩টি পেঁপে গাছে পচুর পেঁপে হয়েছে। জামগাছ আছে। আমড়া গাছ আছে। আরো কিছু গাছ লাগাবো।
২| ২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩১
অপু তানভীর বলেছেন: মুরগির বাচ্চা এতো চমৎকার একটা প্রাণী । আমাদের বাসায় এখনও নিয়মিত মুরগি পালন করা আর এখনও ডিম থেকে মুরগির বাচ্চা ফুটানো হয় । আগে তো একসাথে কয়েকটা মুরগির বাচ্চা আসতো। বাচ্চা ফুটলে সেই বাচ্চাকে চোট খাঁচায় আটকে রাখা হত যাতে বন বেড়াল কিংবা শেয়াল না খেয়ে ফেলে । আমরা ছোট বেলায় সেই খাঁচায় পাশে বসে বসে মুরগির বাচ্চা দেখতাম । একটু আদর করতে চাইতাম । কিন্তু মা মুরগির ভয়ে কাছে যেতে পারতাম না ।
সব থেকে মজা লাগতো মুরগির ডিমের স্থানে হাঁসের ডিম দিলে । হাঁসের বাচ্চা গুলো আরো সুন্দর হত ।
২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- মুরগির বাচ্চার চেয়ে হাসের বাচ্চাগুলি আসলেই আরো বেশী সুন্দর হয়। তবে হাসের বাচচা কিছুটা বড় হয়ে গেলেই দেখতে বিশ্রী লাগে।
- বাচ্চা সহ মুরগি খুবই বিপদজনক। বাচ্চাদের জন্য কোনো কিছুকে থ্রেড মনে করলেই সে এগ্রেসিভ হয়ে তেড়ে যায়।
৩| ২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৬
সোনাগাজী বলেছেন:
আশ্রম এলাকায় চিল, কাউয়া, বেজী, ইত্যাদি আছে নাকি?
২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আশ্রমের কাছে বেজী কখনো দেখিনি শেয়ালেরাও পাশের গ্রামেই থাকে, আশ্রমে কাছে আসতে দেখিনি এখনো। তবে আশ্রমের কাছে গুইসাপ ছিলো। কাকা খুব একটা দেখা যায় না, তবে চিল-ইগল রয়েছে।
- কিছু দিন আগেই আমাদের একমাস বয়সের একটি মুরগির বাচ্চা আমাদের আশ্রমের পাশেই বেড়ানোর সময় কিছুতে ধরে নিয়ে গেলো। আমরা শব্দ পেয়ে ছুটে গিয়েও খুঁজে পাইনি। গাড়লে পায়ের চাঁপায় মারা গেছে ৩টি ছানা।
৪| ২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৬
শেরজা তপন বলেছেন: বাকি ছবির অপেক্ষায় রইলাম-
২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আসবে আসবে
৫| ২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন:
সোনাগাজী বলেছেন: আশ্রম এলাকায় চিল, কাউয়া, বেজী, ইত্যাদি আছে নাকি?
চিল, কাউয়া, বেজী, ইঁদুর, বিড়াল, উলা বিড়াল, সাপ, গুইসাপ, শিয়াল এইগুলো হচ্ছে - হাঁস মোরগ ও ভেড়া ছাগল গাড়লের বাচ্চা চোর। আপনার দরকার গুলতি মারবেল সহ টেঁটা চল - সাইকেল রিক্সার স্পোক দিয়ে তৈরি ও এয়ার গান।
২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আশ্রমের কাছে বেজী কখনো দেখিনি শেয়ালেরাও পাশের গ্রামেই থাকে, আশ্রমে কাছে আসতে দেখিনি এখনো। তবে আশ্রমের কাছে গুইসাপ ছিলো। কাকা খুব একটা দেখা যায় না, তবে চিল-ইগল রয়েছে।
- কিছু দিন আগেই আমাদের একমাস বয়সের একটি মুরগির বাচ্চা আমাদের আশ্রমের পাশেই বেড়ানোর সময় কিছুতে ধরে নিয়ে গেলো। আমরা শব্দ পেয়ে ছুটে গিয়েও খুঁজে পাইনি। গাড়লে পায়ের চাঁপায় মারা গেছে ৩টি ছানা।
৬| ২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৫
সোনাগাজী বলেছেন:
অপু তানভীরের উচিত প্রতিদিন গোসল করা, গায়ে যেন গন্ধ ইত্যাদি না থাকে; মুরগী বাচ্চাদের স্বাস্হ্য নিয়ে সজাগ থাকে, এই জন্য উনাকে তাড়ায়। উনি আপনার ফার্মে গেলে ছাগল ও ভেঁড়াও উনাকে তাড়া করবে।
২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার চুলকানিটি কোথায় সেইটাই বুঝে উঠতে পারি না!!
৭| ২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আশ্রমে যাবো যাবো করছি এক বছর ধরে।
২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সময় সুযোগ করে চলে আসেন।
৮| ২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৫
খায়রুল আহসান বলেছেন: চোখ জুড়ানো ছবি, মনোমুগ্ধকর।
২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যর জন্য।
৯| ২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৯
সোনাগাজী বলেছেন:
বুঝতে পারেননি? বুঝতে পারবেন, জুল ভার্ন যখন মন্তব্য করবেন, মুরগী যে, উনাকে তাড়া করেছিলো, সেটা উনি উল্লেখ করবেন না!
২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অকারণে অন্যের পিছনে খোঁচাখুঁচি করার অভ্যাস এই বুড়ো বয়সেও ছাড়তে পারলেন না গুরু!!
১০| ২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
গাজী সাহেব! আপনি রাতের খাবার এখনও খাননি মনে হচ্ছে। আপনি এক কাজ করুন, বেশী করে কাঁচা মরিচ আর এক খাবলা পেঁয়াজ কুচি দিয়ে ডাবল ডিম ভাঁজা ভাঁজা করে এরাবিয়ান ব্রেড (পিটা ব্রেড) কমপক্ষে তিন থেকে চারটি মেরে দিবেন। সাথে দই সালাদ নিতে ভুলবেন না।
২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: - দই সালাদের পরামর্শটা দারুন।
১১| ২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪১
সোনাগাজী বলেছেন:
@ঠাকুরমাহমুদ,
মুরগীর বাচ্ছার জন্ম নিয়ে অপু যত বড় মন্তব্য করেছেন, মনে হয়, তিনি বার্থ-ডে কেইক নিয়ে শীঘ্রই ফার্মে আসবেন।
২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- দেশে আসলে আপনিও যাবেন আশ্রমে। আপনাকে থানকুনি পাতার ভর্তা খাওয়াবো।
১২| ২৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪২
অনামিকাসুলতানা বলেছেন: আশ্রমের ছবি আর ও চা ই।
২৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আগেও আশ্রমের ছবি দিয়েছি, পরেও আরো ছবি আসবে।
১৩| ২৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: একদিন আশ্রমে বেড়াতে যাবো
২৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সময় সুযোগ করে চলে আসেন।
১৪| ২৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪০
গেঁয়ো ভূত বলেছেন: গাজী সাহেবকে কেউ ভুল বুঝবেননা প্লিজ, উনার সুগার যখন কমে যায় তখন সম্ভবত একটু সমস্যা হয়, এই ধরণের সমস্যার জন্য একটা চকলেট অথবা খেজুর অথবা চিনি জাতীয় কিছু খেয়ে নিলে ভাল ফলাফল পাওয়া যায়। এটা ডাক্তারদের অভিমত।
২৯ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- তাই নাকি!!! এইটাতো জানা ছিলো না!!!
১৫| ২৯ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৬
নেওয়াজ আলি বলেছেন: মোরগ এর আরো ছবির অপেক্ষায়
২৯ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আসবে আগামিতে আরো ছবি।
১৬| ২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪১
রাজীব নুর বলেছেন: গুড জব।
৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- শুকরিয়া
১৭| ৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৪৭
কামাল১৮ বলেছেন: করোনা হলো কিনা এই চিন্তায় কোন কিছুই ভালো লাগছে না।
৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার জন্য শুভকামনা রইলো। দ্রুত সেরে উঠুন।
১৮| ৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৩
গেঁয়ো ভূত বলেছেন: - তাই নাকি!!! এইটাতো জানা ছিলো না!!!
এটা আমার অনুমান, তবে ধারণা করি বিষয়টি এমনই হবার কথা।
৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- হা, হতেও পারে।
১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:২৮
জ্যাক স্মিথ বলেছেন: ব্লগের সবাইকে একদিন আপনার আশ্রমে দাওয়াত করেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আশ্রমে সকলের দাওয়াত আছে, সকলের জন্যই উন্মুক্ত। তবে সবাইকে এক সাথে দাওয়াত দেয়া সম্ভব না।
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
হাঁস মোরাগের বেশ ভালো উদ্যোগ নিয়েছেন। আশ্রমে কি কি ধরনের গাছ আছে? লেবু গাছ সহ ফলের গাছ আছে কি?