নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

অন্ধকারের আলো - ১৪

২৭ শে মার্চ, ২০২৩ রাত ১:৫৯


অন্ধিকা, অসুরা, ইন্দুকান্তা, ক্ষণদা, ক্ষপা, তামসী, তারকিণী, ত্রিযামা, নক্ত, নিঃসম্পাত, নিশা, নিশি, নিশিথিনী, নিশীথ, নিশুতি, বিভাবরী, যামবতী, যামিকা, যামিনী, যামী, রজনী, রাত্তির, রাত্রি, শমনী, শর্বরী, রাত যখন আসে চোখের সামনে তখন সব কিছু ভিন্ন রূপ ধারণ করে। আর তা যদি হয় শীতের ঘন কুয়াশার চাদরে ঢাকা তাহলেতো কথাই নেই। গত ডিসেম্বরের ৩০ তারিখ রাতে আমি ছিলাম আশ্রমে। বেশ শীত ছিলো সেই রাতে। আর তার চেয়েও বেশী ছিলো ঘন কুয়াশার আনাগোনা। কিছুক্ষণ পরপর ঘন সাদা কুয়াশা মেঘের মতো উড়ে এসে সব কিছু ঢেকে দিচ্ছিলো। হাতে ছিলো একটি ছোট্ট কিন্তু তীব্র আলোর টর্চলাইট। সাথে ক্যমেরা না থাকায় আমার দরিদ্র মুঠফোনের ক্যমেরাতেই কয়েকটি ছবি তুলেছিলাম।


কুয়াশায় ঢাকা আশ্রমের কলাগাছ

ছবি তোলার স্থান : নাগরি, কালিগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০শে ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ।



কুয়াশা কেটে টর্চের আলো চাঁদ ছুঁয়েছে!!

ছবি তোলার স্থান : নাগরি, কালিগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০শে ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ।



কুয়াশা আর টর্চের আলো

ছবি তোলার স্থান : নাগরি, কালিগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০শে ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ।



কুয়াশা আর টর্চের আলো

ছবি তোলার স্থান : নাগরি, কালিগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০শে ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ।





=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
অন্ধকারের আলো - ০১, অন্ধকারের আলো - ০২, অন্ধকারের আলো - ০৩, অন্ধকারের আলো - ০৪
অন্ধকারের আলো - ০৫, অন্ধকারের আলো - ০৬, অন্ধকারের আলো - ০৭, অন্ধকারের আলো - ০৮
অন্ধকারের আলো - ০৯, অন্ধকারের আলো - ১০, অন্ধকারের আলো - ১১, অন্ধকারের আলো - ১২
অন্ধকারের আলো - ১৩

=================================================================

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ২:২৫

সোনাগাজী বলেছেন:


"টর্চের আলো চাঁদ ছুঁয়েছে"; ভালো টর্চ, ২লাখ ৪০হাজার মাইল দুরে চাঁদের গায়ে পড়েছে; পড়েছে তো পড়েছে, সরাসরি আমেরিকান পতাকার উপর পড়েছে!

২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- শুধু যদি পৃথিবীটা গোল না হতো তাহলে আমার শ্বশুর বাড়ির ছাদে উঠে বোতাম টিপে আপনার গায়েও এই টর্চের আলো ফেলতে পারতাম। ;)

২| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ২:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার আশ্রমে টর্চ ব্যবহার করার জন্য হলেও যাওয়া প্রয়োজন।

২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আশ্রমে সব সময় টর্চ থাকে, তবুও আপনি একটা সাথে করে নিয়ে আসবেন। কারণ আশ্রমের টর্চের মালিক প্রায়সোই টর্চে চার্চ দিতে ভুলে যায়।

৩| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ২:৫৮

স্মৃতিভুক বলেছেন: খাইছে.... রাতের যে এতগুলি প্রতিশব্দ আছে, জানা ছিল না। গুটিকয়েক মাত্র জানতাম।

কুয়াশার ভিতর কলাগাছের ছবি দুইটা অদ্ভুত সুন্দর, কেমন যেন একটা লাগে। গা ছম ছম করে।

২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রতিশব্দের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ কাজ করে, তাই কিছু কিছু জিনিসের প্রতি শব্দ আমি সংগ্রহ করে রেখেছিলাম।

- কলাগাছের ছবি গুলি তুলেছি তালগাছে বাঁধা দোলনায় বসে। সেইটা আবার আরেক রূপ।

৪| ২৭ শে মার্চ, ২০২৩ ভোর ৪:৫৮

রানার ব্লগ বলেছেন: বাহ রাত্রীর বেশ সুন্দর ছবি তুলেছেন। আধারের রুপ যেনো বেয়ে বেয়ে পরছে।

২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- রাতের ছবি তোলা মেলা দিকদারি। তবে মোবাইলে তোলা জলের মতো সোজা।

৫| ২৭ শে মার্চ, ২০২৩ সকাল ৭:৩৯

নাহল তরকারি বলেছেন: চমৎকার।

২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- শুকরিয়া

৬| ২৭ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৪২

জুল ভার্ন বলেছেন: আপনার শব্দ ভান্ডার অনেক রিচ!

২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আরে ধুর, আমিকি এইসব মনে রাখি নাকি!

৭| ২৭ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৩

অপু তানভীর বলেছেন: প্রথম ছবিটা কোন ভৌতিক মুভির মনে হচ্ছে । অথবা এলিয়েন মুভির !

২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আশ্রমের পরিবেশ রাতের বেলা যথেষ্টই ভৌতিক।

৮| ২৭ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অন্ধকারের আলো - এ শিরোনামটাতেই এক অসাধারণ কাব্যিকতা মাখানো রয়েছে। প্রথম ও ২য় ছবি কি একই ছবি? অসাধারণ।

ছোটোবেলায় রাতের বেলা চাঁদের দিকে টর্চ ধরেছি অনেক, যেমন সিনেমা হলেও বসেও পর্দার দিকে টর্চ মেরেছি :) অল্প একটু লাল আলো একটু দূরে গিয়েই শেষ হয়ে যেত, অবশ্য আমার টর্চ কখনো আপনার টর্চের মতো এত পাওয়ারফুল ছিল না। বড়োজোর ৩ ব্যাটরির টর্চ ছিল। অবাক হয়েছি, কুয়াশা কেটে আপনার টর্চের আলো চাঁদ ছুঁয়েছে দেখে :)

ভালো লেগেছে পোস্ট বরাবরের মতোই।

২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই প্রিয় সোনাবীজ; অথবা ধুলোবালিছাই।
- প্রথম ছবি দুটি একই যায়গায় দাঁড়িয়ে এই এ্যাঙ্গেলে আলাদা আলাদা ছবি।
- চর্টের আলোর স্তম্ভ আসলে কুয়াশার কারণে হয়েছে। চর্টের পাওয়ার সেখানে নগণ্য।

৯| ২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট

২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- শুকরিয়া।

১০| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: ছবি গুলোর মান শূন্য। দশে শূন্য। সেটা আপনিও ভালো জানেন। কথা সেটা না, চাঁদগাজী দেশে ফিরলে তাকে নিয়ে আপনার আশ্রমে যাবো।

২৭ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- দশে শূন্য নয়, বরং মাইনাস দশ। B:-/
- আশ্রম আপনাদের জন্য উন্মুক্ত। তবে আপনাদের ভালো লাগার মতো তেমন কিছু আশ্রমে নেই। আশ্রম একেবারেই নিম্নমানের এবং অগোছালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.