নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

শিশির বিন্দু - ০৭

২৪ শে মে, ২০২৩ বিকাল ৫:৫৯

বিভিন্ন সময় বেশ কিছু শিশির বিন্দুর ছবি আমি তুলেছি সুযোগ পেলেই। যদিও শিশির বিন্দুর ছবি তোলার মতো উপযুক্ত যন্ত্রপাতি আমার নাই। তবুও মাঝে মাঝে কোনোরকম কয়েকটা শিশিরের ছবি তুলতে পেরেছি। তাদের কিছু ছবি রইলো...



ছবি তোলার স্থান : নাগরী, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯শে নভেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ।



শিশিরশীর্ণা বালার কপোলে কুহেলির কালো জাল
উষ্ণ চুমোর আঘাতে হয়েছে ডালিমের মতো লাল!
দাড়িমের বীজ ফাটিয়া পড়িছে অধরের চারি পাশে
আজ মাধবীর প্রথম উষার, দখিনা হাওয়ার শ্বাসে!
----- জীবনানন্দ দাশ -----


ছবি তোলার স্থান : নাগরী, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯শে নভেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ।




হয়তো বা বনচ্ছায়া লতাগুল্ম পল্লবের তলে
ঘুমায়ে রহিবে তুমি নীলশষ্পে শিশিরের দলে;
হয়তো বা প্রান্তরের পারে তুমি র’বে শুয়ে প্রতিধ্বনিহারা,-
তোমারে হেরিবে শুধু হিমানীর শীর্ণাকাশ,-নীহারিকা,-তারা,
তোমারে চিনিবে শুধু প্রেত- জ্যোৎস্না,-বধির জোনাকি!
----- জীবনানন্দ দাশ -----


ছবি তোলার স্থান : নাগরী, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯শে নভেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ।




শুয়েছে ভোরের রোদ ধানের উপর মাথা পেতে
অলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের ক্ষেতে;
মাঠের ঘাসের গন্ধ বুকে তার- চোখে তার শিশিরের ঘ্রাণ,
তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান,
দেহের স্বাদের কথা কয়;
----- জীবনানন্দ দাশ -----


ছবি তোলার স্থান : নাগরী, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ।




সে যেন ঘাসের বুকে, ঝিলমিল শিশিরের জলে;
খুঁজে তারে পাওয়া যাবে এলোমেলো বেদিয়ার দলে,
বাবলার ফুলে ফুলে ওড়ে তার প্রজাপতি-পাখা,
ননীর আঙুলে তার কেঁপে ওঠে কচি নোনাশাখা!
----- জীবনানন্দ দাশ -----


ছবি তোলার স্থান : নাগরী, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ।


উৎর্গ : রাজীবানন্দ ;)



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
শিশির বিন্দু - ০১, শিশির বিন্দু - ০২, শিশির বিন্দু - ০৩, শিশির বিন্দু - ০৪, শিশির বিন্দু - ০৫
শিশির বিন্দু - ০৬
=================================================================

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২৩ রাত ৮:৪৩

শায়মা বলেছেন: কি যে সুন্দর!!

জলের হীরা

২৪ শে মে, ২০২৩ রাত ১০:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছবি আমি ভালো তুলতে পারি নাই। আশ্রমে শীতের ভোরে ঘাসের উপরে শিশিরের যে রূপ দেখা যায় তাতে চোখ জুড়িয়ে যায়।

২| ২৪ শে মে, ২০২৩ রাত ৮:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: দারুণ ফটোগ্রাফি।

রাজীবানন্দ কি ব্লগার রাজীব?

২৪ শে মে, ২০২৩ রাত ১০:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- রাজীবানন্দের প্রশ্ন আপনাকে করলে উত্তর কি হবে?

৩| ২৪ শে মে, ২০২৩ রাত ৯:০৭

স্মৃতিভুক বলেছেন: প্রথম ছবিটা কি অসাধারণ সুন্দর! মনে করতে চাইলে মনে হয় ভিন্ন এক জন্মের কথা - তবে এমনি এক সুন্দর সকাল দেখেছিলাম ছোট্টবেলায় গ্রামে বেড়াতে যেয়ে। দাগ কেটে আছে মনে এখনো।

শেষ দু'টি ছবি দেখে মনে পড়লো, খালি পায়ে শীতের সকালে শিশির-ভেজা ঘাসের উপর হাঁটার কথা। ছোট্ট হাতের করতলে ঠান্ডা শিশির-বিন্দু ধরে ঠান্ডায় শিউরে ওঠা.....

ধন্যবাদ, জলদস্যু।

২৪ শে মে, ২০২৩ রাত ১০:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার পোস্টগুলির কোনো কোনোটি মাঝে মাঝে আপনার পুরনো স্মৃতিকে নাড়া দিতে পারে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। স্বাগতম আপনাকে।
- খুবই সুন্দর একটি মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

৪| ২৪ শে মে, ২০২৩ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আমার ভাগ্যটাই খারাপ। করোনার সময় বান্দরবান গিয়েছিলাম। অতি দুর্গম এলাকা। সেখানে শিশিরের বেশ কিছু ছবি তুলেছিলাম। আপনাকে দেখানো। অনেক খুজেও পেলাম না।
ছবি খুঁজে পেলে আবার আসবো।

২৪ শে মে, ২০২৩ রাত ১০:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- স্বাগতম আপনাকে।
- ছবিগুলি খুঁজে পেলে শেয়ার করবেন।
- গুরুজ্বী কি গোসসা করেছেন?

৫| ২৪ শে মে, ২০২৩ রাত ১১:৫২

স্মৃতিভুক বলেছেন: @ জলদস্যু, আমার ধারণা (ভুল হতেও পারে, সেজন্য ক্ষমাপ্রার্থী) - আপনার গুরুজী গোসসা করেছেন, কারণ ওনাকে এখনো অন্যের পোস্টে যেয়ে মন্তব্য, প্রকারন্তরে খোঁচা-খুঁচির সুযোগ দেয়া হচ্ছেনা।

কাল ওনার প্রত্যাবর্তনে খুশি হয়ে এক পোস্টে "সু-স্বাগতম" জানাতে গিয়ে দেখি ভদ্রলোক এখনো আমাকে কমেন্ট ব্যান করে রেখেছেন, হা হা হা। ঠ্যালা বুঝুক এবার, দেখুক কেমন লাগে।

২৫ শে মে, ২০২৩ রাত ১২:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- গুরুজী আমার পোস্টে মন্তব্য না করে লাইক দিয়েছেন দেখে আমারও সন্দেহ হচ্ছে যে উনি এখনো সবখানে শিং চালানোর সুযোগ পাননি। তাই হয়তো গোসসা করে প্রথম পাতা থেকে উনার পোস্ট সরিয়ে ফেলেছেন। আমার ধারনা গুরুজ্বী ফিরে আসবেন, এবং মন্তব্যের কাজ পোস্ট দিয়ে চালাবেন। গুরুজী পিছু হটার বান্দা নন।

- গুরুজী আপনাকে কমেন্ট ব্যান করে রেখেছেন কারণ আপনি কোনো পোস্ট করেন না। এটাই গুরুজী বলবেন। তবে আমার ধারনা আপনার উপরেও গুরুজী গোসসা করেছেন কোনো মন্তব্যের কারণে। ;)

৬| ২৫ শে মে, ২০২৩ রাত ১২:৫৭

নাজনীন১ বলেছেন: আচ্ছা, বলেন তো কুয়াশা কিভাবে শিশির হয়? আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর! আমিও কিছুদিন ছবি তোলার বিলাসিতা করতাম! আজকাল আর হয়ে ওঠে না!

২৫ শে মে, ২০২৩ সকাল ৮:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সম্ভবতো কুয়াশা কণা পরস্পরের সাথে ক্রমাগত একত্রিত হওয়ার ফলে একসময় তা শিশির বিন্দু হয়ে উঠে।
- আমি এখনো ছবি তুলি। ছবি তুলি স্মৃতি ধরে রাখার জন্য।

৭| ২৫ শে মে, ২০২৩ রাত ১:৫৭

স্মৃতিভুক বলেছেন: শুধুই কি গোসসা.....!! একেবারে সুতীব্র অভিমান যাকে বলে। এই অভিমানবশতঃ এখন নাকের জলে, চোখের জলে একাকার না হলেই হয়।

ও আচ্ছা, আপনার গুরুজী আপনাদের কারো কারো প্রতি ওনার ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশস্বরূপ রিসেন্ট পোস্টটি আবার প্রথম পাতায় ফেরত এনেছেন।

গুরুজীর মান-অভিমানের নমুনা দেখে সেই কৈশোরকালের প্রেমের কথা মনে পড়ে গেলো।

২৫ শে মে, ২০২৩ সকাল ৮:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:

- না গুরুজীর কোনো পোস্টই প্রথম পাতাতে নেই। তবে উনার নিজের পাতাতে আছে।
- গুরুজীর জয় হোক।

৮| ২৫ শে মে, ২০২৩ সকাল ১১:৪০

শাওন আহমাদ বলেছেন: চোখ জুড়ালো

২৫ শে মে, ২০২৩ দুপুর ১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৯| ২৫ শে মে, ২০২৩ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: ছবি গুলো খুঁজে পাই নাই।

একজন মুক্তিযোদ্ধার পক্ষে দিনের পর দিন অন্যায় দেখা, সহ্য করা সম্ভব?

২৫ শে মে, ২০২৩ দুপুর ২:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পরে কখনো খুঁজে পেলে পোস্ট করবেন।

- অন্যায় আপনি বলছেন, গুরুজী বলছেন, গোফরান সাহেব বলছেন, আরো কোউ কোউ হয়তো বলছেন। কিন্তু অন্যেরাতো অন্যায় বলছেন না। যারা দায়িত্বে আছেন আপনার তাদের প্রতিনিয়তো পক্ষপাতের অভিযোগ করে যাচ্ছে। তারপরেও তারা আপনাদের স্পেস দিয়ে যাচ্ছে। ন্যায় অন্যায় খুবই আপেক্ষেকি জিনিস।

১০| ২৬ শে মে, ২০২৩ রাত ৮:২৮

পুকু বলেছেন: ছবি তোলা নিয়ে বেশ পড়াশুনা করছেন আজকাল ! তবে ছবি গুলো আরএকটু ভাল হতে পারতো।

২৬ শে মে, ২০২৩ রাত ৯:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি ভুল করছেন। ছবি তোলা নিয়ে কোনো পড়াশুনা আমি করিনি।
- ছবিগুলি আপনার ভালো লাগেনি জানানোর জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

১১| ২৬ শে মে, ২০২৩ রাত ৮:৩৩

পুকু বলেছেন:

২৬ শে মে, ২০২৩ রাত ৯:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অসাধারন এই ছবিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.