নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

পারাপার – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

২৩ শে মে, ২০২৪ রাত ১০:০৬

বইয়ের নাম : পারাপার
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : হিমু বিষয়ক উপন্যাস
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ১৯৯৩
প্রকাশক : অন্যপ্রকাশ
পৃষ্ঠা সংখ্যা : ১০২ টি



কাহিনী সংক্ষেপ :
ইয়াকুব আলী সাহেবের ব্লাড ক্যান্সার হয়েছে। কিছুদিন পরপরই তার রক্ত নিতে হয়। বিশাল ধনী ইয়াকুব আলী সাহেব নিজের চিকিৎসার কোন কমতি রাখেন নাই। যদিও ডাক্তাররা তার সুস্থ হওয়ার আশা ছেড়ে দিয়েছেন। অন্যদিকে তার মৃত স্ত্রী তাকে স্বপ্নের মধ্যে জানিয়েছেন প্রাপ্তবয়স্ক কোন নিষ্পাপ মানুষের রক্ত নিতে পারলেই তিনি সুস্থ হয়ে যাবেন।

ইয়াকুব আলী সাহেব হিমুকে বলেন একজন নিষ্পাপ মানুষ খুঁজে দিতে। হিমু তার স্বভাব মত নিষ্পাপ মানুষ খোঁজা শুরু করে দেয়।

হিমু তার পরিচিত মানুষদের মধ্য থেকে একটা তালিকা তৈরি করে যাদের নিষ্পাপ হওয়ার চান্স আছে তাদের নিয়ে। তালিকায় থাকে ভিক্ষুক থেকে থানার ওসি, খালা, খালু, রূপা সহ আরো অনেকে। সেই তালিকা থেকে হিমু একে একে নাম কাটতে থাকে। শেষ পর্যন্ত ইয়াকুব সাহেবের কাছে রূপাকে নিয়ে হাজির হয় হিমু।

হিমু ইয়াকুব আলী সাহেবকে শর্ত দেয় নিষ্পাপ মানুষের রক্ত গ্রহণ করতে হলে ইয়াকুব সাহেবকে তার সমস্ত সম্পত্তি দান করে দিয়ে নিষ্পাপ হয়ে রক্ত গ্রহণ করতে হবে।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

কেষ্ট কবির কষ্টগুলো - ইসমোনাক
কেষ্ট কবির কনফারেন্স - ইসমোনাক
কেষ্ট কবি - ইসমোনাক

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২৪ রাত ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। হিমু আজও আছে বেঁচে।

২৪ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হিমু এক আকাঙ্খার নাম, যা প্রায় সকলের ভিতরে আছে।

২| ২৩ শে মে, ২০২৪ রাত ১০:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এত ছোটো কেন?

২৪ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছোট করেই লিখি আমি।

৩| ২৩ শে মে, ২০২৪ রাত ১০:৫৭

ঘুম ভাঙ্গা শহরে বলেছেন: হুমায়ুন সাহেবের সব উপন্যাস কি পড়া শেষ।

২৪ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:১০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- উপন্যাস কোনোটি বাদ পড়ে না্ হয়তো।

৪| ২৪ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

কামাল১৮ বলেছেন: হুমায়ূন আহমেদের সব লেখাতেই একটি প্রশ্ন থাকে।সেই প্রশ্নটি আমরা ধরতে পারি না।

২৪ শে মে, ২০২৪ রাত ৯:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি কোনো প্রশ্ন খুঁজি না। শুধু আনন্দ পাওয়ার জন্য পড়ি সব সময়।

৫| ২৪ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

অপু তানভীর বলেছেন: ইয়াকুব আলীর কি কোন মেয়ে থাকে?
অনেক দিন আগে বইটা পড়েছি । মনে পড়ছে না ।

২৪ শে মে, ২০২৪ রাত ৯:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমারও মনে পড়ছে না। আমিও অনেক বছর আগে পড়েছি, লেখাটাও সেই সময়েরই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.