নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Quazi Hassan’ World of Writings

Quazi Hassan’ World of Writings

কাজীহা

“For every beauty there is an eye somewhere to see it. For every truth there is an ear somewhere to hear it. For every love there is a heart somewhere to receive it.”

কাজীহা › বিস্তারিত পোস্টঃ

হুজুর আর মন্ত্রীর কথোপকথন

২১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৩

মন্ত্রীঃ হুজুর আপনি যে থিওরি দিয়েছেন, একেবারে লা জবাব। একেবারে জিহ্বায় পানি চলে আসে।

হুজুরঃ তুমি ই বাবা কম হিসেবে? তুমি যা বলেছ---এক্কেবারে এই বুড়ো শরীরেও ধাক্কা ধাক্কি করার খায়েস চলে আসে।

মন্ত্রীঃ তবে আপনি যে তেঁতুল নিয়ে বয়ান দিয়েছেন, সেটা আপনার মাথায় আসল কি করে?

হুজুরঃ আমার উত্তর পরে দেই……তার আগে তুমি বল ধাক্কা, দিয়ে বিল্ডিং ফেলার ব্যাপারটা মাথায় আসল কি করে?

মন্ত্রীঃ এই তো ছোট বেলা থেকেই তো ধাক্কা খেয়ে খেয়ে বড় হয়েছি। বাবা মায়ের থাপ্পর এক ধাক্কা, পরীক্ষায় ফেল করা আরেক ধাক্কা। এই ধাক্কা খেয়ে খেয়েই মন্ত্রী পর্যন্ত হয়ে গেছি। এর থেকে ধারণা হয়েছে, ধাক্কা দিয়ে কি-না হয়? বিল্ডিং ফেলা তো ছোট ব্যাপার। হে হে হে ………

হুজুরঃ তোমার হাসি তো বেশ সুন্দর। কেমন একটা তেঁতুল তেঁতুল ভাব। আবার লালা না এসে পড়ে।

মন্ত্রীঃ কি যে বলেন!

হুজুরঃ আমার দশা অনেকটা তোমার মতই। সেই ছোট বেলা থেকেই সব কিছু ধরা ছোঁয়ার বাইরে। মনে মনে ভেবেই সব কিছু পেতে হত। তার থেকেই লালা বয়ে একাকার হত।

মন্ত্রীঃ কিন্তু সব নারী দেখলেই কি আর তেঁতুল ব্যাপার আসে? মা বোন আছে না?

হুজুরঃ তুমি মন্ত্রী। তোমাকে বিষয়টা গোপনে বলি……… মানে আসল ক্ষমতা না থাকলে, লালা ফেলা ছাড়া আর কি করা যেতে পারে?

মন্ত্রীঃ আপনার শুনলাম এক ডজন ছেলে মেয়ে!

হুজুরঃ তুমি মন্ত্রী হয়েছ, বয়স বাড়িয়েছ, কিন্তু বুদ্ধি বাড়াতে পার নি। আসল শক্তি আসে, আসল কাজ করার থেকে। আমরা তো ক্ষেতেও কাজ করি না, ফ্যাক্টরিতেও কাজ করি না। শুধু বয়ান দিয়ে বেড়াই। এর থেকেই মেলা আয় রোজগার হয়ে যায়। কিন্তু মহিলারা জিনিষটা একেবারে ধরে ফেলে……… ভিতরটা একেবারেই অন্তঃসারশূন্য। বাইরে আসল কাজ না করতে পারলে, ভিতরে আসল হবে কি করে? তার পরে কি আর মাথা তুলে ওদের সাথে চোখে চোখ রাখা যায়। শুধু ওদের নামে তেঁতুল থিওরি বানান যায়।

মন্ত্রীঃ আমরাও যে এর থেকে বেশী অন্য রকম তাও না। আপনারা বয়ান দেন, আমরাও বড় বড় কথা বলে দেশ চালাই। আমাদের মেরুদণ্ড আছে, সোজা হয়ে দাঁড়াতে আর পারি কই। সত্যি কথা বলতে পারি না। থিওরি দেই আর থিওরি কবচাই।

হুজুরঃ তোমাদের অবস্থা দেখি আমাদের মতই, শুধু কথাতেই আমরা ওস্তাদ। কাজের বেলায় শুধু ধাক্কা, ধাক্কা আর তেঁতুল তেঁতুল। কেমন জানি লালা পরে, আর ধাক্কা ধাক্কি করতে ইচ্ছে হয়ে যায়। ভয় হয়, আবার চার পায়া জন্তু না হয়ে যাই।

মন্ত্রীঃ জী হুজুর। আমরা ধাক্কা দিব, লালা ঝরাব। তার পরে আবার লালা ঝরাব, ধাক্কা ধাক্কি করব। জাতিটাকে কাজে না কথা আর থিওরিতে বড় করে ছাড়ব।



জুলাই ২০, ২০১৩

http://www.lekhalekhi.net







মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৫

ভিটামিন সি বলেছেন: সামছু তেতুল লইয়া আয়, ধাক্কাইতে অইবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.