| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাটেরগুরু
বাংলার ঢোল
১২০ পৃষ্ঠার রায় পড়ার শুরুতেই বিচারপতি এ টি এম ফজলে কবীর বলেন, ‘আমরা রায়ের আগে দুটি কথা বলতে চাই। দেলাওয়ার হোসাইন সাঈদীর পরিচয় দেওয়ার কোনো দরকার নাই। ওনার ওয়াজ শোনার জন্য হাজার মানুষ যান। উনি শুধু প্রখ্যাত মাওলানা নন, উনি দুবারের এমপি। জামায়াতের নায়েবে আমির।
ওয়াজ শুনার জন্য যে হাজার হাজার মানুষ যেত, সেটা কি জনপ্রিয়তা নয়? দু দুবার এম পি হওয়ার পেছনে যে ভোটারের ভোট দিয়েছিল সেটা কি জনপ্রিয়তা নয়? জনপ্রিয় মানুষকে বিচার করা যায় না, তা বলছি না। কিন্তু রায়ে বলা হল, "তখন তিনি কোনো ধর্মীয় বা রাজনৈতিক নেতা ছিলেন না"। নেতা না হয়ে ও তিনি পাকিস্তানী বাহিনীকে সহযোগিতা করেছেন। তিনি নেতার নেতাদের মত কাজ করেছেন বলা যায়। বিচারের বাইরে মানুষের চিন্তাবোধও কিছু সত্য মিথ্যার হিসাব করে। সাঈদীর ব্যাপারেও তাই হয়েছে। সাঈদী মানবতাবিরোধী অপরাধ করেছিলেন, তা ধরে নিতে হয় ট্রাইবুনালের রায় অনুসারে। কিন্তু তার পক্ষে জাতির বড় একটা অংশের সমর্থন আছে, এটা তার শত্রুকেও মানতে হবে। জামাত শিবির তা পুঁজি করে সন্ত্রাস করছে। দেশের মানুষ নিরাপদে থাকতে চায়, যেভাবে চলছে তার শেষ কোথায় ? সংশ্লিষ্ট মহলকে এই ব্যাপারে নতুন করে ভাবা উচিৎ।
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪
নাটেরগুরু বলেছেন: এই সব কিছু ঈর্ষাপরায়ণ, অথর্ব, মানষিক বিকারগ্রস্ত লোকের ডাবিং। এটা নিয়ে কোর্টে একটি মামলা চলতেছে। ডাবার একটি দলের সদস্য। কিছুদিন জেলে ও ছিল। কথার ডাবিং করা একদম সহজ। যারা নাটকের সাথে জড়িত তারা সহজেই এই সত্যটি মেনে নেবে। স্কাইপি অস্বীকার করা যায় না। কিন্তু ই-টকিং, ডিজিটাল কথা, যান্ত্রিক কথা রূপান্ত্রযোগ্য। সাঈদী সাহেবের নামে মিথ্যা, বানোয়াট এই ডাবিং টি পেয়ে প্রথমে আমরা ও বিস্মিত হয়েছিলাম। সরকার আসে ও যায়। অন্য দল ক্ষমতায় আসলে সাঈদী সাহেব যে নির্দোষ তার একটা পরিপূর্ণ ব্যাখ্যা আসতেও পারে। আকামটা সত্য বলে ধরে নিলেও বাংলাদেশে মোবাইল নাম্বারের উপর আড়ি পাতা একপ্রকার অপরাধ। এটা সাইবার ক্রাইম ও বটে। যারা এই ক্রাইম করতে অভ্যস্থ তারা সাঈদীর নাম ভাঙ্গিয়ে অনেক কিছু করতে পারে। আপনার "আকাম" এটা রটানো হয়েছে মাত্র। সুকৌশলে করা হয়েছে।
আপনার মন্তব্যকে তবু স্বাগত জানাচ্ছি।
২|
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৭
২০১৩ বলেছেন: বিচারপতি একটু মানসিক স্বান্তনা পেতে চাইছে,
সাইদি কে তো অপরাধি বলা যায়না, দেলু নামে রাযাকার ছিল তার নামে রায় দিয়ে দিলাম।
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০
নাটেরগুরু বলেছেন: সাঈদী সাহেব যে এত জনপ্রিয়, ফাঁসির রায় হওয়ার আগ পর্যন্ত আমরাও বুঝি নাই। এই দেশের মানুষের বিশাল একটা অংশ (ধরে নিলাম ৭০%) যদি সাঈদীকে সমর্থন করে, তবে এর সুদুরপ্রসারি প্রতিক্রিয়া কি হবে তা সরকারকে গভীরভাবে ভেবে দেখতে হবে। মানুষের প্রয়োজনেই তো আইন রচিত হয়। জনসংখ্যার বিশাল অংশকে অবজ্ঞা করে যে আইন হয়, তা সময়ে প্রশ্নবিদ্ধ হবে না তো?
আপনার লিখার জন্য অনেক অনেক শুভেচ্ছো। সুখে থাকুন।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ রাত ১:৪৪
অন্ধকারে কালো বলেছেন: "জনপ্রিয় মানুষকে বিচার করা যায় না, তা বলছি না" তাহলে বলছেন টা কি?
প্রথমে আকাম করে এর পর সাধু বাবা!