![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাও! ঝরনা থেকে উৎপত্তি, এখন নদীতে রুপান্তরিত!আগের মত আর উচ্ছলতা নেই, তবে চাঁদের আকর্ষনে জোয়ার-ভাটা আসে পালাক্রমে।সমুদ্র হবার প্রস্তুতি নিচ্ছি, উচ্ছাসে ভাসিয়ে দিতে চাই পৃথিবী! যার জন্য করি চুরি, সেই বলে চোর! বিঃদ্রঃআমার লেখা চুরি করে উপরোক্ত কারন দেখানো চলবে না! Run For Your Life!!! never say never!!!
টাইম রান'স!
দুবছরের ব্লগ হলো আমার। তবে এটা ঠিক, অনেক অ্যাবসেন্ট থেকেছি গত দুইমাস, সেদিক থেকে হয়ত ব্লগটা দুইবছর লেখা হলোনা।
প্রতিশ্রুতি বা তেমন কিছু দিতে আজকে লিখছিনা। মিথ্যা বলাটা খারাপ। তবে বলতে পারি, হয়ত আজকে আবারো ব্লগে প্রবেশ করলাম অনেকদিনের জন্য। লেখাও ভুল হচ্ছে এতদিন পর আসার জন্য, আর ঠিক কি লেখা উচিত জানি না।
তবে এই লেখাটা থাকলো, এখানে আপনারা অভিযোগ করুন, অনুযোগ করুন। অনেকদিন কারো সমালোচোনা পাইনি, দাবি আছে কেউ করবে আজকে নিশ্চয়ই! ব্লগে নিয়মিত হবার আশা করব, প্রতিশ্রুতি নাহয় নাই দেই। তবে আজকে চাই কেউ আমাকে বলুক আমার লেখাগুলোতে আমার কিছু পরিবর্তন, আমি আমার পাঠকের জন্য তা করতে প্রস্তুত, শুধু অসম্ভব কিছু বলবেন না।
ভালো থাকুন, হ্যাপি লেইট বর্ষপুর্তি টু মাই ব্লগ!
একটা আশা, আপনারা কিছু ভালো বক্তব্য দিবেন, ভালো থাকুন সবসময়!
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৫৯
ফারিয়া বলেছেন:
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৫২
নীল-দর্পণ বলেছেন: অ্যা...কেক নাই কোক নাই বর্ষপূর্তি
বর্ষপূর্তির শুভেচ্ছা
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:০০
ফারিয়া বলেছেন: শুভেচ্ছা দিয়ে কি হবে? আমাকে না তোমরা কেক কিনে দিবে! আমি কেন কিনবো!
৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:০০
শুকনোপাতা০০৭ বলেছেন: বাহ.. ছবিটা তো দারুন হইছে! অনেক অনেক শুভেচ্ছা রইল
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:১৬
ফারিয়া বলেছেন: সবই গুগল আঙ্কেলের অবদান!
আশা করি আপনিও ভালো থাকবেন!
৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:০১
হাসান মাহবুব বলেছেন: অভিনন্দন। আগের মত নিয়মিত হন।
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:১৭
ফারিয়া বলেছেন: ফর সিউর ট্রাই করবো, কতটা সাকসেসফুল হবো সেটা গ্যারেন্টি দিতে পারছিনা! ভালো থাকুন আপনিও!
৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:০২
যাযাব৮৪ বলেছেন: আম খান কাচা আম
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:১৭
ফারিয়া বলেছেন: ধন্যবাদ, বাসায় পাঠালো আরো খুশি হতাম!
৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:০৮
রোজেল০০৭ বলেছেন: একরাশ নিদারুন শুভকামনা।
ভালো থাকুন সবসময়।
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:১৮
ফারিয়া বলেছেন: কষ্টের কথা ভাবতে চাইনা, আজকে আনন্দিত হবার কথা! আশা করি ভালো আছেন!
৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ' নিয়মিত' হওয়ার প্রত্যাশায় ------
ভাল থাকুন ।
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৩৫
ফারিয়া বলেছেন: আশা করছি, দেখি কতটা সফল হই! ভালো থাকুন!
৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:২৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অভিনন্দন আপু!!!!!!!!!!
৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:২৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অভিনন্দন আপু~!!!!!!!!!!!!!!!!!!
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৩৫
ফারিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে
১০| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:২৭
আরজু পনি বলেছেন:
ফারিয়া !
আপনার কোন কোন পোস্ট নিয়ে আমার অদ্ভুত মধুর কিছু স্মৃতি জড়িয়ে আছে ! (জিজ্ঞেস করে বিব্রত করবেন না !)
কোন পোস্ট থেকে খুব ভালো আইডিয়া পেয়েছি !
এখন যখন সাম্প্রতিক মন্তব্যের ঘরে পোস্টটার শিরোনাম দেখলাম আর মন্তব্যকারী আপনার নাম দেখলাম...আমি কেন যেন এমন অসম্পূর্ণ পোস্টই আশা করেছি ! কিন্তু উড়ে না এসে পারলাম না !
শুধু মনে রাখবেন আপনার আন্তরিকভাবে লিখা ব্লগপোস্ট গুলোতে কারো কারো মধুর স্মৃতি আপনার অজান্তেই জড়িয়ে যায়...কেউ কেউ দারুন কোন আইডিয়া পেয়ে যায়, অনুপ্রাণিত হয় আপনার পোস্ট থেকেই ।
এরপর কি আর কিছু আরো ব্যাখ্যা করে বলতে হবে?....আপনিই বলুন ?!
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৩৯
ফারিয়া বলেছেন: হাহাহা, নাহ, তবে আমিও আজকে আশ্বস্ত হলাম, কেউ আমার লেখাগুলোকে বিবেচনার যোগ্য ভাবে!
চেস্টা থাকবে, এর মধ্যে ব্যক্তিগত সমস্যাও অনীহার কারনে ব্লগে আসা হয়নি। তবে আশা করছি এবার আর পালাবো না, অনেকদিনের জন্য বল্গে এসে পড়েছি! আশা করছি, নিশ্চয়ই সবাইকে খুশি করব লেখা দিয়ে, আফটার অল আমার পাঠক আমার জন্য ব্লেসিং! ভালো থাকবেন!
১১| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:২৯
আরজু পনি বলেছেন:
বেশি আবেগাক্রান্ত হয়ে আপনাকে শুভেচ্ছা জানাতেই ভুলে গেছি !
শুভ বর্ষপূর্তি, ফারিয়া
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৪০
ফারিয়া বলেছেন: সমস্যা নেই, যেখানে আমি নিজেই ব্যস্ততার কারনে নিজের বর্ষপুর্তির কথা ভুলে যাই, সেখানে আপনার ভুল কিছুনা! ধন্যবাদ!
১২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন রইল। ফিরে আসায় ভালো লাগছে।
ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।
০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৬:০৭
ফারিয়া বলেছেন: ধন্যবাদ রইলো আপনার জন্য! :ডি
১৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:১০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
নতুন করে ফিরে আসায় স্বাগত!
নিয়মিত হোন, অনেক অনেক গল্প-কবিতা হোক।
শুভকামনা।
দ্বি-বর্ষ পূর্তির শুভেচ্ছা।
০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৬:০৯
ফারিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া, ভবিষ্যত শুভ হোক সবার?
অনেক পড়া জমেছে আমারো!
১৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা। সুন্দর হোক আপনার ব্লগিং জীবন।
০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৬:১০
ফারিয়া বলেছেন: ধন্যবাদ কান্ডারি অথর্ব! আপনাদের লেখার টানেই ফিরে এসেছি, লেখক না হতে পারি পাঠক আমি সবসময়ই ছিলাম, থাকবো!
১৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৩৩
না পারভীন বলেছেন: শুভেচ্ছা আর শুভেচ্ছা ।
০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৬:১১
ফারিয়া বলেছেন: অনেক খুশি হলাম, ধন্যবাদ!
১৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: শুভ বর্ষপূর্তি ফারিয়া আপু
০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৬:১১
ফারিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আপনাকেও শুভকামনা অনেক অনেক! ভালো আছেন আশা করছি!
১৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৫১
সোহাগ সকাল বলেছেন: বর্ষপুর্তির এক বস্তা শুভেচ্ছা। আবার,ও রেগুলার হবেন জানতে পেয়ে ভালো লাগলো।
০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৬:১৫
ফারিয়া বলেছেন: হাহাহা, বস্তা মানে তো অনেক, বাহ!
ধন্যবাদ, সবসময় ভালো থাকুন!
১৮| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:০২
একজন আরমান বলেছেন:
বর্ষ পূর্তির শুভেচ্ছা আপু।
নিয়মিত লিখতে থাকুন।
শুভকামনা অনেক।
০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৬:২৩
ফারিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আশা করছি পারবো!
১৯| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৪০
স্নিগ্ধ শোভন বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা।
শুভ কামনা।
০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৩২
ফারিয়া বলেছেন: ধন্যবাদ রইলো আপনার জন্য!
২০| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৫২
মাক্স বলেছেন: আপনার প্রথম বর্ষপূর্তির অনেক সুন্দর হয়েছিল কিন্তু পোস্টটাতে কমেন্ট করতে পারি নি, তখনো সেইফ ছিলাম না। আজকে দ্বিতীয় বর্ষপূর্তির পোস্ট দেখে মনে পড়লো।
বর্ষপূর্তির শুভেচ্ছা।
ভালো থাকুন!
০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৪৩
ফারিয়া বলেছেন: হুম, স্মৃতি, তবে আশা করি নেক্সট ভালো যাবে। ভালো থাকুন!
২১| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৩:৩৩
এইস ম্যাকক্লাউড বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা।
সেই সাথে আপনার লেখা সর্বশেষ গল্পটির পরবর্তী অংশ/অংশগুলোর অপেক্ষায় রইলাম।
০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৪৭
ফারিয়া বলেছেন: আচ্ছা, দিয়ে দেবার ব্যবস্থা করছি! ধন্যবাদ!
২২| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক শুভেচ্ছা রইল।
০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৫
ফারিয়া বলেছেন: ধন্যবাদ স্বর্ণা!
২৩| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪২
মামুন রশিদ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা ।
আপনি নিয়মিত হলে আপনার ব্লগ নিয়মিত পড়ব ।
০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৩১
ফারিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে, আপনারা পাশে থাকলে নিয়মিত না হয়ে উপায় নেই!
২৪| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৮
মুনসী১৬১২ বলেছেন: লেট শুভেচ্ছা
০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৩
ফারিয়া বলেছেন: লেট ধন্যবাদ! ভালো আছেন আশা করি!
২৫| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:২০
আমি তুমি আমরা বলেছেন: দ্বিবর্ষপূর্তির অভিনন্দন
০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৪
ফারিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে, কেমন চলছে সব? আশা করছি এখন ব্লগে তেমন সমস্যা আর নেই!
২৬| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:২১
সায়েম মুন বলেছেন: অভিনন্দন রইলো।
আমি ফারিয়ার লেখা ভাল পাই। গল্প বা কবিতা যাই হোক না কেন ভাল লাগে। লেখার হাত ভাল। তাই নিয়মিত দেখতে চাই এখানে।
০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৪১
ফারিয়া বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো! ধন্যবাদ নিবেন, আশা করি কাউকে আশাহত করবোনা!
২৭| ১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১০
ইমরাজ কবির মুন বলেছেন:
অভিনন্দন ফারিয়া।
আপনার দ্যা লটারী অনুবাদটা আমার বেশ ভাল্লাগসিলো।আশা করি অমন আরো দিবেন।
শুভকামনা ||
১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৬
ফারিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক! সেরকম লেখা পড়া হয়নি অনেকদিন, তাই অনুবাদ করিনি। করব পরে অবশ্যই!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৪৯
যাযাব৮৪ বলেছেন: