![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাও! ঝরনা থেকে উৎপত্তি, এখন নদীতে রুপান্তরিত!আগের মত আর উচ্ছলতা নেই, তবে চাঁদের আকর্ষনে জোয়ার-ভাটা আসে পালাক্রমে।সমুদ্র হবার প্রস্তুতি নিচ্ছি, উচ্ছাসে ভাসিয়ে দিতে চাই পৃথিবী! যার জন্য করি চুরি, সেই বলে চোর! বিঃদ্রঃআমার লেখা চুরি করে উপরোক্ত কারন দেখানো চলবে না! Run For Your Life!!! never say never!!!
সেদিন রান্নায় সাহায্য করেছিলাম, তো ভাবলাম ছবি তুলে রাখি। ব্লগে দিতে ইচ্ছা হল, দিলাম!
খেতে চাহিয়া লজ্জা দিবেন না!
মাছ-বাঙ্গালি ধরনে পেয়াজ, টমেটো, মরিচ দিয়ে ভেজে রান্না করা।
মুরগি-ছোট টুকরা করে ভেজে ভারি মসলা দেয়া।
বেগুন-ডুবো তেলে মসলা দিয়ে ভাজা।
পোলাউ-চাল ভেজে গাজর টুকরা এবং মটর দিয়ে রান্না করা।
গরুর মাংস- সিদ্ধ করে তেল, মসলা ও আলু দিয়ে রান্না।
গরুর মাংস- সিদ্ধ করে পেয়াজ,মসলা দিয়ে ভেজে রান্না করা।
ডাল- ঘন করে ডাল কিউব মুরগির মাংস দিয়ে রান্না।
পুডিং বানিয়েছিলাম, ছবি তোলার আগেই গায়েব হয়ে গেছে।
অদ্ভুত ক্যাপশনের জন্য ক্ষমাপ্রার্থী, রান্না বিষয়ে কৌশলী নই এখনো।
যাইহোক, কেউ রেসিপি চেয়ে লজ্জা দিবেন না!
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫৬
ফারিয়া বলেছেন: পাপী লজ্জা চেনে?
২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০০
ফয়ছাল আহমেদ বলেছেন: আপনার এই গুলা দেইখা অবস্তা খারাপ আমাগো গুলা কৈ?
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৩
ফয়ছাল আহমেদ বলেছেন: আপনার এই গুলা দেইখা অবস্তা খারাপ আমাগো গুলা কৈ?
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫৬
ফারিয়া বলেছেন: আপনাদের কাছে!
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৯
মামুন রশিদ বলেছেন: ইয়াম্মি..
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫৭
ফারিয়া বলেছেন: হুম, হতেই হবে(মনে নাই কি হয়েছিল খাওয়ার পর)!
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৬
ইমরাজ কবির মুন বলেছেন:
কোনটাই খেতে চেয়ে লজ্জ্বা দেয়ার মতো হয়নাই !
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫৫
ফারিয়া বলেছেন: হাহাহাহাহ
হুম!
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২
ফিলিংস বলেছেন: সকালে নাস্তা না করে অফিসে এসে এ পোষ্ট দেখলাম---এখন কি করি ।
আপনের বাসার ঠিকানাটা দিবেন, আমার জন্য না।অন্য কেউ যাতে যেতে না পারে সে জন্য বাসার সামনে পাহারা দিতাম।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫৭
ফারিয়া বলেছেন: হেহেহে, শিয়ালের কাছে মুরগী বর্গা?
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২
একজন আরমান বলেছেন:
আপু আপনি খুব পচা !
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫৫
ফারিয়া বলেছেন: জানি!
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১
প্রোফেসর শঙ্কু বলেছেন: বাহ!
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫৮
ফারিয়া বলেছেন:
৯| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
হু-কেয়ারস বলেছেন: কালকে ১ প্যাকেট চিংড়ি কিনলাম, তখন থেকে-ই মাথায় চিংড়ি পোলাও ঘুর ঘুর করছে। কিন্তু যুতসই রেসিপি না পাওয়ায় মনে হয় না কিসসু হবে । কস্ট করে চিংড়ি পোলাও এর রেসিপি সম্প্রদান কারকে প্রদান পূর্বক দোজাহানের অশেষ নেকি হাসিল করার সুজুগ হেলায় যেতে দিবেন না
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫৮
ফারিয়া বলেছেন: কিন্তু আমি এতদিনে ভুলে গেছিতো!
১০| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩২
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বাহ ! অনেক কিছু রান্না দেখি ।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫৯
ফারিয়া বলেছেন: হুম, চেষ্টা আপু!
১১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২
সুমন কর বলেছেন:
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০০
ফারিয়া বলেছেন:
১২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৪
সায়েম মুন বলেছেন: দেখে তো ভালই মনে হচ্ছে। না খেলে তো বুঝবো না কেমন হলো।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০০
ফারিয়া বলেছেন: তাইতো!
১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার এই মুহূর্তে ব্লগ পড়া ছাড়া কোন কাজ নাই তাই আসলাম।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০১
ফারিয়া বলেছেন: ঠিক তাই! তা কেমন আছেন?
১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালাই মনে অইতাচে!!!
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০১
ফারিয়া বলেছেন: খেক খেক!
১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৫
না পারভীন বলেছেন: ছবি দেখে মনে হচ্ছে মাছ , মুরগী আর ডাল বেশ মজার হয়েছে ।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০১
ফারিয়া বলেছেন: মনে নেই আর!
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২২
কালোপরী বলেছেন: ক্ষুধা লেগে গেল
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০৩
ফারিয়া বলেছেন: খেয়েছেন তো?
১৭| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রবাসে কি এইগুলা পাওয়া যায়! হায় হায় দেখে মন চাইতেছে খাইতে।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০৩
ফারিয়া বলেছেন: প্রবাসেই বসে করে ফেললাম!
১৮| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনি দেখি বড্ড লাজুক...
এইসব ধানাই পানাই বাদ দিয়ে একদিন বাসায় দাওয়াত দেন...
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০৫
ফারিয়া বলেছেন: হাহাহাহা, আসতে পারলে আজকেই আসুন!
১৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
সকাল বেলার ঝিঝি পোকা বলেছেন: খাবারের কি বাহার রে ভাইয়া। কতদিন পরে যে আসলাম। যাই হোক, তোর সাথে যোগাযোগ করার আর কোন মাধ্যম নাই আমার কাছে আপাতত।
মনে হয় ভাল আছিস। ব্লগে তো তোকে দেখতেছি না। আসলে উত্তর দিস।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০৫
ফারিয়া বলেছেন: হুম, আছি। কেমন আছিস?
২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯
In2the Dark বলেছেন: খিদা লাগছে।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০৭
ফারিয়া বলেছেন: খেয়ে ফেলুন!
২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৩
অপূর্ণ রায়হান বলেছেন: এটা বাসি হয়ে গিয়েছে। খাবো না।
নতুন পোস্ট প্রত্যাশা করছি।
ভালো থাকবেন খুব
২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৭
ফারিয়া বলেছেন: আসছে সামনেই!
২২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: লজ্জা পেলেও কিছু করার নাই,
সবগুলোর রেসিপি পেতে চাই।
আমি ভাই রসনা বিলাসী নই,
মজার হলে সব খাবারই সই।
২৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৯
কাবিল বলেছেন: দেরি করে ফেলেছি
এবার টাটকা খাবারের অপেক্ষায় থাকলাম
ভাল থাকুন আপু
২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ইস! দেখেই তো খেতে ইচ্ছা করছে।
২৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১১
আদম_ বলেছেন: এক মাত্র আমারই খেতে ইচ্ছা করছেনা, বিকজ দে আর নট গুড ফর হেলথ। শরীরের জন্য ভালো এমন কিছু রাধুন-যেমন স্টিমড সবজি।
২৬| ২৪ শে মার্চ, ২০১৫ ভোর ৫:৪৭
জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: খেতে চাইলে ও খেতে পারছিনা।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪১
পুরোনো পাপী বলেছেন:
এই সকল বেগানা খাওনের ফুডু দেইখ্যা আপনেরে উপরের লজ্জা দিবার মুঞ্চাইতাছে