নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মধ্যবয়সী বেকার।

সজল২০০৯

সজল, মিরপুর, ঢাকা

সজল২০০৯ › বিস্তারিত পোস্টঃ

জীবন ধারা

০৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৯

অনেক দিন আগে এক সময়ের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ এর গান ছিল জীবন ধারা। সেই গানটির লিরিক্স ছিল
Chorus]
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া

[Post-Chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায়, তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একইভাবে, কারো নেই যে কিছু করার

[Post-Chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায়, তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একইভাবে, কারো নেই যে কিছু করার

[Chorus]
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া

[Post-Chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায়, তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একইভাবে, কারো নেই যে কিছু করার

[Verse]
কত আশাতে বারেবারে
বেঁধেছে বুকে এই দেশেরই মানুষ
শত বাধাকে ভেঙেচুরে
মুক্তির নিশানটাকে সামনে তুলে ধরে
বারেবার বারেবার এগিয়ে গেছে তারা

[Chorus]
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া

[Verse]
‌‍‌শত ছলনা, প্রলোভনে
ভুলেছে মন এই দেশেরই মানুষের
কবে জনতা এক হবে
দৃপ্ত শপথ নিয়ে নতুন সমাজ গড়ে
আরেকবার আরেকবার এগিয়ে যাবে তারা

[Chorus]
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া

[Post-Chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
অর্থহীন কিছু দ্বন্দ্ব, যার নেই কোনো দরকার
লক্ষ্যহীন ভবিষ্যৎ, সামনে শুধুই অন্ধকার
একইভাবে কেটে যাবে, কারো নেই যে কিছু করার

[Post-Chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
অর্থহীন কিছু দ্বন্দ্ব, যার নেই কোনো দরকার
লক্ষ্যহীন ভবিষ্যৎ, সামনে শুধুই অন্ধকার
একইভাবে কেটে যাবে, কারো নেই যে কিছু করার

গানটির লিরিক্স এর সাথে আমাদের আজকের দেশ সমাজ ব্যবস্থা একেবারে মিলে যায়। আজকের পূঁজিবাদী সমাজ ব্যবস্থায় গরীব আরো গরীব হচ্ছে। আজকে যার/যাদের টাকা আছে ক্ষমতা আছে তারা যা ইচ্ছা তাই করতে পারছে। কারো কিছু বলার ক্ষমতা নেই। সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তাদের কাছে জিম্মি হয়ে গেছে। আরো অনেক কিছু বলার ছিল কিন্তু আমি ও সাধারণ জনগণ এর কাতারে তাই এতটুকুই
সবাই ভালো থাকবেন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫৩

বিজন রয় বলেছেন: বাহ! বেশ!!

একটু আগে আপনাকে বলে এলাম নতুন পোস্ট দিতে।
আপনি হয়তো সেই কাজ করছিলেন।

আপনার নতুন পোস্ট এলো।

শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.