| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাউন্ডুলে আমি
লেখালেখির কোন অংশই লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা।
আম্প্যায়ারের মাথায় বাড়ি না দেওয়ায় বাংলাদেশের ক্রিকেটার সাকিব আলা হাসানের ম্যাচ ফির ৭৫ শতাংশ কেটে দিয়েছে আইসিসি ।
জিম্বাবুয়ের সাথে ২য় ওয়ানডেতে আম্প্যায়ারের বাজে সিদ্ধান্তে আউট হন সাকিব ।তারপর তিনি তার ব্যাট দিয়ে নিজের প্যাডে বাড়ি মারেন ।যা কিনা আইসিসির নিয়ম বহির্ভূত ।
তবে অনেকের ধারনা আম্প্যায়ারের জায়গা মত বাড়ি না দেওয়াতেই সাকিবকে এত জরিমানা করা হয়েছে ।
২|
০৭ ই মে, ২০১৩ সকাল ১১:১৬
s r jony বলেছেন: হুম, আমি সেটাই কইছিলাম। নিজের প্যাডে বারি না দিয়া আম্প্যায়ারের মাথায় দেওয়া উচিৎ ছিল
৩|
০৭ ই মে, ২০১৩ সকাল ১১:২২
সুজন দেহলভী বলেছেন: আমাদের আইসিসি-র সহসভাপতির এ ব্যাপারে মতামত জানা দরকার।
৪|
০৭ ই মে, ২০১৩ সকাল ১১:২৯
আহমেদ সাব্বির পল্লব বলেছেন:
৫|
০৭ ই মে, ২০১৩ সকাল ১১:৩১
বাউন্ডুলে আমি বলেছেন: আইসিসি কে ৭৫ শতাংশ দান করলাম ।তবুও যদি কিছু ভালো আম্প্যায়ার বানাতে পারে !
৬|
০৭ ই মে, ২০১৩ সকাল ১১:৩৩
অবুঝ পাঠক বলেছেন: এই সাকিব চুড়ান্ত একটা বেয়াদব ; নিয়ম নিয়মই ;
৭|
০৭ ই মে, ২০১৩ সকাল ১১:৩৬
বাউন্ডুলে আমি বলেছেন: হাহ ,আসছে আরেকজন ।আম্প্যায়ার ভূয়া ভূয়া আউট দিবে আর সে চুপ করে থাকবে !!! দুইম্যাচে ১০ টা ভূয়া আউট দিছে ।
৮|
০৭ ই মে, ২০১৩ সকাল ১১:৩৮
অবুঝ পাঠক বলেছেন: বাংলাদেশের পক্ষে গেলে তো কেউ এমন লাফালাফি করত না ; বাংলাদেশে এসে এমন অনেক দেশ ই বাজে আম্পায়ারিয়ের শিকার হইছে বহুবার ;
৯|
০৭ ই মে, ২০১৩ সকাল ১১:৩৯
অলিভার বলেছেন: ব্যাপক মজা পাইলাম ভাই !
১০|
০৭ ই মে, ২০১৩ সকাল ১১:৩৯
রুমি৯৯ বলেছেন: আমি একমত।
১১|
০৭ ই মে, ২০১৩ সকাল ১১:৪২
বাউন্ডুলে আমি বলেছেন: ধন্যবাদ ভাইয়েরা
১২|
০৭ ই মে, ২০১৩ সকাল ১১:৪৪
গারো হিল বলেছেন: সুশীল বক্তব্য-ভাই ওরাও তো মানুষ....ভুলতো মানুষেরই হয়
১৩|
০৭ ই মে, ২০১৩ সকাল ১১:৪৫
ভারসাম্য বলেছেন: আম্পায়ারের প্যান্টের তলার ষ্ট্যাম্পের বেল দুইটায় বাড়ি দেওয়া লাগত!
১৪|
০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:০৩
এরিস বলেছেন: তবে অনেকের ধারনা আম্প্যায়ারের জায়গা মত বাড়ি না দেওয়াতেই সাকিবকে এত জরিমানা করা হয়েছে ।
শাকিব অনেক বড় অপরাধ করেছেন।
১৫|
০৭ ই মে, ২০১৩ দুপুর ১:২১
বাউন্ডুলে আমি বলেছেন: হরে ভাই ,কঠিন অপরাধ ।এই কারনে ৭৫ শতাংশ জরিমানা । ![]()
১৬|
০৭ ই মে, ২০১৩ দুপুর ২:১৮
Esshan বলেছেন:
১৭|
০৭ ই মে, ২০১৩ দুপুর ২:৩৫
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: অবুঝ বালক চেতছ ক্যালা? বাড়ি লাগব নাকি? ১০০ শতাংশ দেয়া হবে... ![]()
১৮|
০৭ ই মে, ২০১৩ দুপুর ২:৪৮
আপেল বেচুম বলেছেন: নিজের প্যাডে বাড়ি দিলেও যদি জরিমানা খাওয়া লাগে তাহলে আম্পায়ারকে বাড়ি দিয়েই সেটা খাওয়া হউক!!!
১৯|
০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৪
বাউন্ডুলে আমি বলেছেন: আমার ও কথা সেইটাই
২০|
০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৮
শিপু ভাই বলেছেন:
আম্পায়ারের মাথায় বাড়ি না দেয়ায় সাকিবকে ১০০ শতাংশই জরিমানা করা হোক!!
২১|
০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
বাউন্ডুলে আমি বলেছেন: একমত
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৩ সকাল ১১:১৩
হেডস্যার বলেছেন:
ঐ ৭৫ শতাংশ আইসিসি রে আল্লাহর ওয়াস্তে দান করা হইলো।