![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির কোন অংশই লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা।
বিকাল ৫ টায় মতিঝিল থেকে গাড়িতে উঠলেন ,আশায় আছেন ৮ টার আগেই মিরপুর গিয়ে পৌছাবেন ! আপনার আশায় গুড়ে বালি ।১০ টার আগে পৌছুতে পারবেন না ।
এ অবস্থা এখন ঢাকার সব জায়গাতেই ।গত বুধবারে (২৫ জুন ,২০১৪)এক বয়স্ক মহিলা বিকাল ৪ টার দিকে BRTC দোতলা বাসে উঠেছেন ,উদ্দেশ্য সাভার যাবেন ।কারওয়ান বাজার আসতেই তার বেজে গেল রাত সাড়ে সাত টা ।
ঐদিন সকালে (২৪ জুন) ৮ টার দিকে মিরপুর ১ থেকে Trans Silva গাড়িতে উঠি শাহবাগ যাব বলে ।সাড়ে ১১ টার দিকে কাটাবন নেমে যাই ।
এই অবস্থা রমজান মাসে থাকলে তো আমরা শেষ ।
২| ২৮ শে জুন, ২০১৪ রাত ১২:৪১
ঢাকাবাসী বলেছেন: আরে শেষ হবার দেখেছেন কি? সামনে আরো দিন আছে। দুনিয়াতে সবচাইতে অসভ্য এই দেশে ট্রাফিক আইন বলে কিছুই নাই। খোদ ট্রাফিকের ডিসি কমিশনাররা আইন জানেন কিনা সন্দেহ ১০০%। তার উপর ট্রাফিকের ঘনত্ব! রোজ ২০০ করে গাড়ী নামাতে হবে? হ্যা হবেই কারন প্রত্যেকটা গাড়ী থেকে ঘুষ পাওয়া যায়! সেই ঘুষের টাকার ভাগ তো বহুৎ উপর যাতা হায়!
৩| ২৮ শে জুন, ২০১৪ রাত ১২:৪১
গাধা গরু বলেছেন: কিছু করার নাই, জনসংখ্যা বেশী হলে কোন সরকারের আব্বা এসেও ঠিক করতে পারবে না অচলাবস্থা
৪| ২৮ শে জুন, ২০১৪ রাত ১:৪৪
জাফরুল মবীন বলেছেন: “এই অবস্থা রমজান মাসে থাকলে তো আমরা শেষ ”-আমরা কই মাছের প্রাণ নিয়ে চলাচল করি ভাই!তাই শেষ হবেন না ইনশাল্লাহ।প্রতি রমজানেই এখন এই অবস্থা।জ্যামের কারণে গাড়িতে বসে বা রাস্তায় দাঁড়িয়ে ইফতার করা এখন খুব সাধারণ ব্যাপার।
৫| ২৮ শে জুন, ২০১৪ রাত ১:৫৭
আয়রন ম্যান বলেছেন: আমি ভাবতেছি একটা সাইকেল অথবা একটা মোটরসাইকেল কিনবো। তাতে যদি যানঝট থেকে কিছুটা রেহাই পাই............
৬| ২৮ শে জুন, ২০১৪ রাত ৩:৩৪
কানা দাজ্জাল বলেছেন: বেবাকে একটা টি শার্ট পরেন যার বুকে লেখা থাকব, "আমি শেখ হাসিনার চামচা" অথবা "শামীমের ঔরুষ"-দেখবেন আপনার কেউ আটকাইবো না। এইবার খিচ্চা হাটা ধরেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৪ রাত ১২:৩৬
আহসানের ব্লগ বলেছেন: তাই তো সরকার ভারী যান চলাচলের ওপর বাধা দিবে ।