![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির কোন অংশই লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা।
-গেন্ডারির রসের দাম কত ?
-৮০ টাকা
-হুর মিয়া ,দশ টাকা গ্লাস কয়টা খাইবেন আইনা দেই ।
- ১০,১১,১২, ১৩
-ভাই কি গুনেন ?
-আবাল গুনি ।এই মুভির bluray বের হয়ছে তিনমাস আগে ।আর এরা ৪০০ টাকা দিয়া আজকে দেখতাছে ।
-IDB তে পেনড্রাইভের দাম ৪০০ আর আপনারা রাখতেছেন ৮৫০ টাকা !
-আমাদের এইখানে ভাড়া বেশি
-তাইলে এইহানে দোকান দিছেন কেন !
-মেন্যু টা একটু দেখেন ,এই টেবিলে বসেন
-সব দিয়া দেন ,বাসায় গিয়ে বসে বসে আরামে মেন্যু দেখব ।
Tanzim (Estacy) এ গিয়ে
-ভাই ,আমার প্যান্টের চেন ছিড়া গেছে একটু ঠিক করে দেন ।
২| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫১
আবু শাকিল বলেছেন: মজা পাইলাম।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৩
পাজল্ড ডক বলেছেন:
৪| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৭
সুমন কর বলেছেন:
৫| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৬
ইলি বিডি বলেছেন: মজা পাইলাম।
৬| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০২
কলমের কালি শেষ বলেছেন:
৭| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৮
অপূর্ণ রায়হান বলেছেন: হাহাহাহাহা ভাই কি গুনেন ? !!
হেতেরা কি মুভি দেখতে যায় ?
৮| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৭
নিজাম বলেছেন: ঠিক বলেছেন। এই সত্যটা ভেতো বাঙালী বুঝতে চায় না।
৯| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৮
তুষার কাব্য বলেছেন:
১০| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৪
শফিউল আলম চৌধূরী বলেছেন: সব ঠিক আছে বস... কিন্তু ২নং টা মানে মুভিরটা বাদ দেন! যারা আসলে মুভি খোর তারা বুঝে বড় স্ক্রীণ কি জিনিষ! আমি রুটিন করে সপ্তাহে ৫-৭টা মুভি দেখি। কিন্তু বড় স্ক্রীণ আর ল্যাপি/কম্পুতে বসে এই ছোট স্ক্রীণ এ দেখার পার্থক্য বুঝি!
বড় স্ক্রীণ সব সময়ই বড় স্ক্রীণ; এটার তুলনাও বড় স্ক্রীণ; ঘরে বসে ছোট স্ক্রীনে দেখে মজা নাই।
১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৯
বাউন্ডুলে আমি বলেছেন: তাই বলে তিন মাস আগের মুভি !!! আমরা পুরান মুভি দেখি বলেই ওরা নতুন মুভি আনে না ।
১১| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৮
সোহানী বলেছেন: - ১০,১১,১২, ১৩
-ভাই কি গুনেন ?
-আবাল গুনি ।এই মুভির bluray বের হয়ছে তিনমাস আগে ।আর এরা ৪০০ টাকা দিয়া আজকে দেখতাছে ।
ভাই এইটা কি কইলেন !!!! অন্যগুলার কথা বাদই দিলাম ফাইন্ডিং নিমো বাইর হইছে কম কইরা ৪/৫ বছর বাট বসুন্ধরায় দৈাড়াইয়া গেছি আবার দেখার লাইগা !!! পয়সার মায়া না... পিকচার কোয়লিটি/ থ্রিডি/ সাউন্ড... হের লাইগা।
১২| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪২
সজীব বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৯
হামিদ আহসান বলেছেন: হা হা হা ....................