নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরী হারিয়ে ফেলি।

ৎৎৎঘূৎৎ

হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা,অল্পবিদ্যা, কুশিক্ষা এবং ডাবল স্ট্যান্ডার্ড দৃষ্টিকোণ না থাকলে প্রকৃত বাঙ্গালি হওয়া যায় না।

ৎৎৎঘূৎৎ › বিস্তারিত পোস্টঃ

রোগ

০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩০


আমি এক ভয়ংকর রোগ নিয়ে ফিরছি।
মানুষের বদলে অস্থিমজ্জা দেখতে পাই
দেখতে পাই শোকের ভেতরকার করুনা,
সহাস্যমুখের ভেতর গভীর জীবনবোধ।
দেখি পিশাচের গোলাপের প্রতি ভালবাসা।
আবার কারো হাতে দোলনা থাকার বদলে মারণাস্ত্র।
আমি দেখি জীবনের হোচট খাওয়া মানুষগুলো
দিনশেষে হাসি নিয়ে ফিরে।
কিন্তু সব পেয়ে যাওয়া মানুষগুলো "কি নেই?" বলে
হাতড়ে বেড়ায়।
দেখতে পাই ইমারতের ক্ষয়,
যেমনটা সবার ভেতর হয়।
আর স্বপ্নালু চোখের ভেতর হতাশার শুন্যতা।
দেখি শিক্ষকের মাঝে খুনি,
নেশার মাঝে স্বপ্নরাজ্য।
আততায়ীর চোখে কান্না এবং এক সবজি বিক্রেতার
অর্ধাঙ্গিনীর কুচি করে কেটে ফেলা দেহ।
আমি এক ভয়ংকর রোগ নিয়ে ফিরছি।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫২

জ্যাকেল বলেছেন: আপনার কবিতার মর্ম সম্ভবত রিসেন্ট খবরগুলা। তবে কবিতায় আমি বরাবরই দুর্বল।

২| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২০

ককচক বলেছেন: তাহলে বলা যায়, আপনি দিনদিন অভিজ্ঞ মানুষ হয়ে উঠছেন। অভিজ্ঞ মানুষজন এমন অনেককিছু দেখে, যা অনভিজ্ঞ মানুষেরা দেখে না।

৩| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ১০:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:

ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.