নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরী হারিয়ে ফেলি।

ৎৎৎঘূৎৎ

হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা,অল্পবিদ্যা, কুশিক্ষা এবং ডাবল স্ট্যান্ডার্ড দৃষ্টিকোণ না থাকলে প্রকৃত বাঙ্গালি হওয়া যায় না।

ৎৎৎঘূৎৎ › বিস্তারিত পোস্টঃ

আজ আমায় দেখতে কেমন লাগছে?

২০ শে মার্চ, ২০২৩ রাত ১২:০১


ঘটনা ১
-- কি বুঝলেন ডক?
-- আমার ২২ বছরের ক্যারিয়ারে আমি এমন কিছু দেখিনি। মনে হচ্ছে ব্যক্তিগত আক্রোশ ঝেড়েছে এদের উপর।
-- এমন গ্রুসাম এক্ট কারা করতে পারে?
-- উহু,,,,কে করেছে?
-- একজন?,,,,,, এই তিনজনকে?
-- এন্ড হু নোজ এক্সাক্টলি হাউ টু হার্ট। ভয়াবহ ব্যাপার হচ্ছে তারা জীবিত ছিল।
-- হোয়াট আর উই ডিলিং উইথ, ডক?
-- দা মোস্ট ভিন্ডিকটিভ এন্ড ইনক্রেডিবলি ফাস্ট ভিক্সেন।
-- হোয়াট?,,,
-- ইয়েস অফিসার। খুব শক্তিশালী একজন।
-- কিভাবে বুঝলেন এটা একটা মেয়ের কাজ?
-- তেমন জোরালো নয় বাট মাই গাট,,,,,
-- প্রথমে বেহুশ করতে কোন ড্রাগ ইউজ করেনি বলছেন? একটা মেয়ের পক্ষে পসিবল? তাও এ দেশে?
-- ইউ নেভার ক্যান টেল অফিসার, ইউ নেভার ক্যান টেল। এরা নিজেরাই ড্রাগ এডিক্টস। হতে পারে সুযোগের অপেক্ষায় ছিলেন আমাদের ডেথ আর্টিস্ট। শিওর না।
-- ভালো নাম দিয়েছেন।
-- ফাইনাল রিপোর্ট পাঠিয়ে দেবো অফিসার।

ঘটনা ২
-- কি ব্যাপার তোমাকে অমন দেখাচ্ছে কেন?
-- আমি ঠিক আছি।
-- কি হয়েছে বল?
-- আমাদের পাশের মহল্লায় হয়েছে। মেয়েটাকে ক্ষতবিক্ষত করে রাস্তায় ফেলে দিয়ে গেছে। তুই যে কেন এলি এদেশে? রাশিয়াতে তো ভালো ছিলি।
-- এসব প্রায়ই ঘটছে। এগুলো দেখো না বাবা। শরীর খারাপ করবে। আর মায়ের সাথে মিটমাট করে ফেলো। তোমাকে সাথে করে নিয়ে যাই।
-- তোকে বিয়ে দিতে পারলে শান্তি পেতাম।
-- তোমার কি মনে হয় হাজবেন্ড আমাকে প্রটেক্ট করবে?
-- কেন এলি মা?
-- একই কথা কয়বার বলব? আমি বেরোলাম।
-- কোথায় যাচ্ছিস?
-- ভুলে গেছো? তোমার ঐ ছেলের সাথে দেখা করতে।
-- ওহ! সাবধানে যাস।

ঘটনা ৩
-- আঙ্কেল আর বাবা ক্লাসমেট ছিলেন।
-- হু। আঙ্কেল, বাবা ক্লাসমেট ছিলেন।
-- আমার ব্যাপারে আপনি জানেন? ১০ বছর বয়সে রাশিয়া চলে গিয়েছিলাম মায়ের সাথে।
-- হু।
-- হঠাৎ মনে হল বাবাকে ছাড়া বাঁচবো না। চলে এলাম।
-- হু, ভালো করেছেন।
-- কি আর ভালো। বাবা আবার বিয়ের কথা শুরু করেছেন।
-- হু। না করতে চাইলে থাক।
-- কি, না করতে চাইলে থাক? আর হু হু করছেন কেন?
-- সরি। একটা ঘটনা খুব নাড়িয়ে দিয়েছে। আমি ঠিক মতো চিন্তা করতে পারছি না।
-- কোন ঘটনা?
-- সকালের নিউজে দেখা ঘটনা। মেয়েটাকে ওরা,,,,
-- ভুলে যান।
-- আগামী সপ্তাহে ঠিক করা হয়েছে।
-- কিন্তু আমার অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।
-- আপনি কম্ফোর্টেবল নাহলে এটা বাদ দিতে পারি আমরা।
-- এর পরেরটাতে করা যায় না?
-- অবশ্যই। তেমন কোনো সমস্যা নেই।

ঘটনা ৪
-- এই সপ্তাহে বন্ধুদের সাথে ঘুরতে যাব বাবা?
-- তুই এখানে বন্ধু পেলি কোথায়?
-- স্কুলের বন্ধু। যোগাযোগ ছিল।
-- তুই কি বিয়েটা করতে চাচ্ছিস না মা? চাপিয়ে দিচ্ছি?
-- না বাবা। আমার এক সপ্তাহ সময় দরকার। আর কিছু না।
-- ছেলে পছন্দ হয়েছে?
-- তোমার মতো অ্যাবসেন্ট মাইন্ডেড বাবা। তবে তোমার মতো হ্যান্ডসাম না।
-- হাহাহা।

ঘটনা ৫
-- আপনি সোশ্যাল মিডিয়াতে নেই, না?
-- স্টক করছিলেন?
-- না, আমিও নেই।
-- তাহলে?
-- গিল্টি। বন্ধুর একাউন্ট থেকে দেখার চেষ্টা করছিলাম।
-- জিজ্ঞেস করলেই বলে দেবো।
-- ভেবেছিলাম ছবি-টবি পাওয়া যাবে। বন্ধুদের সহ যেহেতু ঘুরতে বেরিয়েছেন। কেমন হলো ট্রিপ?
-- ফান। আপনি বলুন আপনার সম্পর্কে।
-- বোরিং। তেমন কিছু নেই। বুক, মুভিজ, সলো ট্যুর।
-- একা ঘুরতে ভালোবাসেন।
-- থাকতেও ভালোবাসি। একটা কথা বলি?
-- বলুন।
-- আমি আমার ঘরে একা থাকতে চাই। অন্তত কিছুদিন।
-- আপনি অদ্ভুত মানুষ তো!

ঘটনা ৬
-- একটা হেল্প লাগবে।
-- বলুন।
-- আমি আমার ব্যাক রিচ করতে পারছিনা। একটু এন্টিসেপ্টিক টা দিয়ে দেবেন?
-- আম,,,,
-- ডান হাতের স্ক্যাপুলায় এমন এক জায়গায়। কোনভাবেই পারছিনা। তার উপর এইসব পোশাক পড়ে এতক্ষণ,,,,
-- এটা কিভাবে হলো? আগে তো ডেটল দিয়ে,,,
-- হালকা স্ক্র‍্যাচ ওসব লাগবে না। আপনি চেইনটা নামিয়ে এটা লাগিয়ে দিন।
-- মাই গড। ডাক্তার দেখানো দরকার।
-- বলছিনা এটা লাগিয়ে দিতে!!
-- রেগে যাচ্ছেন কেনো? আচ্ছা দিচ্ছি।
-- কাল ডাক্তার দেখিয়ে নেবো।
-- ইট উইল লিভ আ স্কার। লাগছে?
-- আই নো। না লাগছে না।
-- এটা কিভাবে হলো?
-- গুড নাইট। খুব ঘুম পেয়েছে।
-- ওহ,,, হ্যা। গুড নাইট।
-- চেইন টা তো লাগিয়ে দিন?
-- হ্যা,,,? ও,,,,সরি।
-- কাক ইয়া ভিগলিয়াঝু সেবুইনিয়া?(ফিসফিস করে)
-- হোয়াট?
-- আজ আমাকে দেখতে কেমন লাগছে?

কোন এক দিনের ঘটনা

-- দোস্ত, কোথায় আইসা ফাসলাম দোস্ত? গোগারে রে ছিইড়া ফেলসে। আমগোরে,,,,,ও,,,মারবো।
-- ঐ কে তুই? তোরে আমরা কি করসি? ছাইড়া দে কইলাম। তুই কে? তুই চিনস আমি কে?
-- আমগোরে মাইরা ফেলবে দোস্ত। আমগোরে মাইরা ফেলবে দোস্ত। আমগোরে মাইরা ফেলবে দোস্ত।
-- চুউপ। বিলাইর বাচ্চা। একদম চুউপ। ঐ কে তুই? সাহস থাকলে সামনে আয়।
-- সারা শরীরে তারাকাটা দোস্ত, সারা,,,,শরীরে,,,,,
-- ক্ষ্যাপা,,,,,,,ক্ষ্যাপা,,,,,,,কে তুই? কে,,,তুই? মাইরা ফেল,,,,মাইরা ফেল,,,,পায়ে ধরি,,,,, মাইরা ফেল,,,।

ঘটনা ৭
-- আমার চশমাটা একটু দেবেন?
-- এই নিন।
-- আজ খবরের কাগজ আসলো কোথা থেকে?
-- আমিই আনলাম।
-- দেখুন!
-- কি ব্যাপার?
-- ঐ যে মেয়েটার,,,, ছেলেগুলো,,,,,
-- ছেলেগুলো কী?
-- ওদেরকে কারা যেনো টর্চার করে মেরে ফেলেছে।
-- ঠিক হয়নি কাজটা। আইন হাতে তুলে নিয়ে,,,,,
-- ফাইনালি,,,,জাস্টিস। মেয়েটার আত্মা শান্তি পাবে। আজ চলুন ঘুরতে যাই। এরপর চাইনিজ খেয়ে বাসায় ফিরবো। যাবেন?
-- আমি রেডি হয়ে থাকবো।
-- শাড়ি পড়বেন?

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২৩ রাত ১২:২৭

জ্যাক স্মিথ বলেছেন: উপরের ছবিটির লেখা এক কথায় জটিল!! নিচের এই ছবিটির লেখাটাও একদম পার্ফেক্ট। তবে আপনার পোস্টের লেখার মাথা মন্ডু কিছু উদ্ধার করতে পারিনি, তাড়াহুরা করে পড়ার করণে হয়তো।

২১ শে মার্চ, ২০২৩ রাত ১২:৪১

ৎৎৎঘূৎৎ বলেছেন: এটা পপ তারকা শাকিরা বলেছিলেন। আপনি কোন দলে?

২| ২০ শে মার্চ, ২০২৩ রাত ১:৪৩

স্মৃতিভুক বলেছেন: অসাধারণ, আবারো এক নিঃশ্বাসে পড়ে শেষ করলাম । তবে এবার মনে হয় 'মোটো' চেঞ্জ করতে পারতেন।

শাড়ী পরতে বলার সাহস যেহেতু সঞ্চয় করতে পেরেছে, ছোকরা মনেহয় এবার বিবাহ-কর্ম সম্পাদন করেই ফেলবে।

আপনার লেখার স্টাইল দারুন। গতানুগতিক নয় - নিজস্বতা আছে।

২১ শে মার্চ, ২০২৩ রাত ১২:৪৪

ৎৎৎঘূৎৎ বলেছেন: আপনার মন্তব্যে আমি কৃতজ্ঞ। আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৩| ২০ শে মার্চ, ২০২৩ সকাল ১১:১৫

অপু তানভীর বলেছেন: ছোট ছোট দৃশ্য গল্পকে তুলে ধরা । দারুণ ।
আপনার এই মেয়ে চরিত্রটা আমার দারুন পছন্দ হয়েছে । আপনার গতদিনের গল্পের মত এটাও চমৎকার লাগছে ।

২১ শে মার্চ, ২০২৩ রাত ১২:৩০

ৎৎৎঘূৎৎ বলেছেন: আপনি এই প্লটে একটা গল্প লিখুন। কড়জোড়ে অনুরোধ রইল। কোরিয়ান কিছু মুভিজ আছে যেমন ভিলেইনিস, উইচ, মাদার ইত্যাদি। প্রোটাগনিস্ট হিসেবে নারী ক্যারেকটার থাকবে সাথে হাবাগোবা ঘটনা ফিগার আউট করতে চাওয়া বয়ফ্রেন্ড বা হাজবেন্ড। সিরিয়াস খুন, পার্টনারের প্রতি অনুভূতি, খুবই কাছের প্লট (হলিউডের বা মালায়লাম ছবির)। তবে ভয়ংকর খুন গুলোর মধ্যে বাংলাদেশের কিছু আবহ থাকবে। আপনি যদি লিখেন পড়ে খুব তৃপ্তি পেতাম। আমি আসলেই লেখক নই। ভেবে দেখবেন?

৪| ২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: পোষ্ট টি ভালো লাগেনি।

২১ শে মার্চ, ২০২৩ রাত ১২:৩৪

ৎৎৎঘূৎৎ বলেছেন: সত্যবচন। আমি খেই হারিয়ে ফেলেছি। আসলেই লিখতে জানিনা। কিংবা অলস লেখক। কিন্তু পাঠক হিসেবে উচ্চ শ্রেণির। এই লেখাটা ড্রাফট মনে হতে পারে অনেকের। ভালো থাকবেন।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৭

অধীতি বলেছেন: এইটাতে ভেবেছিলাম শিডনি শেলডন। দারুন হয়েছে বস।

০৯ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:১৯

ৎৎৎঘূৎৎ বলেছেন: আমি সিডনি শেল্ডনের ভীষণ ভক্ত। গোগ্রাসে গিলেছি। অশেষ ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.