নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরী হারিয়ে ফেলি।

ৎৎৎঘূৎৎ

হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা,অল্পবিদ্যা, কুশিক্ষা এবং ডাবল স্ট্যান্ডার্ড দৃষ্টিকোণ না থাকলে প্রকৃত বাঙ্গালি হওয়া যায় না।

ৎৎৎঘূৎৎ › বিস্তারিত পোস্টঃ

সর্বনামে কি আসে যায়।

১৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:০৫





ঘটনা - ১

---- What's wrong? are you okay?
---- no, no, I am fine.
---- কে আছে আপনার এখানে?
---- তরু আপা।
---- বড় বোন? বেশি অসুস্থ?
---- আমার স্ত্রী।
---- Excuse me? আপনি বোধহয় আপা বললেন?
---- আমার বয়সে বড়। আমি আপাই ডাকি এখনো ।
---- দুষ্টুমি করে। ও আচ্ছা।
---- না, নাম ধরে কখনো ডাকিনি।
---- What? কাঁদছেন কেন?
---- আমার মেয়ে হয়েছে। আনন্দে সম্ভবত।
---- Congratulations .
---- Thank you. আপনার কেউ আছে এখানে?
---- আমি একজন ডাক্তার। শিফট শুরু হবে একটু পর।
---- বাচ্চার জন্মের কতক্ষণ পর মায়ের জ্ঞান ফিরে?
---- একটু পরেই দেখতে পাবেন। খুব ভালবাসেন বুঝি?
---- আমার নাম নীলয়। Nice talking to you।
---- আমি আয়েশা। ভয় পাওয়ার কিছু নেই।
---- জ্বী।

ঘটনা - ২

---- কিরে কি কথা বলছিলি? অবশ্য ডাক্তারিতে নতুন আসলে অনেক বেশি চিন্তা থাকে মানুষের।
---- না। অনেক কাঁদছিলেন ভদ্রলোক।
---- কিউট ভদ্রলোক।
---- তিনি বিবাহিত। অবাক করার মতো ব্যাপার হলো তিনি তার স্ত্রীকে আপা ডাকেন। বয়সে নাকি বড়।
---- কি বলিস? তাই নাকি? বাহ।
---- কখনো নাকি নাম ধরে ডাকেননি।
---- দুনিয়ায় কত ধরনের মানুষ যে আছে। আসছিস যখন দেখবি আরো। Have a nice day.
---- You too. আপু।

ঘটনা - ৩

---- তরু আপা।
---- যদি কিছু না মনে করেন আপনারা কি একটু বাইরে যাবেন?
---- কেমন আছেন এখন?
---- দূরে কেন? এদিকে আয়। মেয়ে দেখছস নি? কার মতো হইসে?
---- না। কেমন লাগে এখন?
---- এখনো আপনি? এখনো ভাববাচ্যেই চালাইবি?
---- কিছু খাবেন? ডাক্তার খেতে বলেছে?
---- আমাকে নিয়ে ভয় লাগছে? আমি এখন থেকে তোমাকে তুমি বলবো। তুমি এখন আমার সন্তানের বাবা। তোমাকে কে কী তুই বলা যায়? তুমিও আমাকে তুমি করে বলবা।
---- মেয়ের নাম কি রাখবেন? এখন কি করব?
---- তুমি এখনো মেয়ের চেহারাই দেখনাই? একটু শোনো। মাথাটা কাছে আনো। হাইসো না। তোমারে দেখে মনে হইতেসে তুমি আচমকা কিছু দেখি স্টাক খাই গেসো। ঐদিনকার মতো,,,,হি হি হি।
---- আপনি জোক করছেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম।
---- আরে তুই কানটা আমার মুখের সামনে আন।
---- কি বলবেন?
---- It's okay. You are going to be a wonderful father.
---- আমি? মেয়ের নাম কি হবে তরু আপা?
---- তিতলি হবে ওর ডাকনাম। বাকিটা পরে দেখা যাবে।
---- ঠিক আছে।
---- যাও মেয়েকে নিয়ে আসার ব্যবস্থা করো। এই পাগল টারে নিয়ে কি করবো? সাথে আরেকজন এসে গেছেন। এরা আমার জীবন অতিষ্ঠ করে দেবে।
---- কি বলছেন বিড়বিড় করে?
---- নাহ! মনে মনে জোরে ভাবতেসিলাম। তুমি কি মেয়ের সামনেও আপনি আপনি করবা?

ঘটনা - ৪

---- দুগা চাইলতা হারি দিস আইজ। দিবি নি?
---- আমি গাছে উঠতে পারি না।
---- তো কি হারস? বাই সেপ বানাইতি?
---- ছুটি হইলেই আপনার খালি চালতা লাগে।
---- আংগো বাইত থাকলে তোরে কইতাম নি? ভাব লয়। যা লাইগতো ন।
---- আচ্ছা চলেন। দিব কয়েকটা পেড়ে।
---- নিলয় একটু আস্তে হাট।
---- কি হয়েছে? আপনার নখ বসে গেছে আমার হাতে। ইসস। কি হয়েছে?
---- ঐ যে পোলাপাইন দাড়াই রইসে দেখস না? বখাটে গুন।
---- রেহান ভাই? রেহান ভাইরে ভয় পান নাকি আপনি?
---- চুপ কর। চল তো।
---- ফিসফিস করার কি আছে। হাত টা ছাড়েন। বাইসেপের মাংস আপনার নখে চলে গেছে।
---- এক্কেবারে ননীর পুতুল তুই।
---- আপনি রেহান ভাইরে ভয় পান কেন?
---- ঝামেলা আছে। তুই বুইঝতি ন।

ঘটনা - ৫

---- কি রে হাত পা ছুলি আইসস?
---- আপনার চালতা।
---- তোরে কওন ঠিক অয় ন। খালাম্মা আর উপ্রে রাগ কইরবো।
---- না মা ই এতগুলা দিয়ে দিসে সাথে। আমি আনতে চাইনাই।
---- কি কস? তুই তো ভালো হিংসুক। দে বস্তা গুন।
---- আপনার পরীক্ষার আর বেশি দেরি নাই।
---- তুই ও গার্ডিয়ান হই যাইস না। নুডুলস রানসি। খাই ভাগ।
---- পাশ করার পর কোথায় যাবেন?
---- সরকারি কলেজেই । আরে যাইতো দিতো ন। একটা ঝামেলা আছে।
---- আমি যাই তরু আপা।
---- যাও সুবোধ বালক। নুডুলসটা নিয়া যাও। তুমি তো লজ্জার ঠেলায় খাইতে হারো না।

ঘটনা - ৬

---- ঐ হুনি যা।
---- কী
---- ঘটনা কী? বড় হই গেসো ক্যান? দেখলে চলি যাও, হ্যা?
---- কই।
---- হুইনছি ঢাকা যাইবি? কলেজ নাকি ঐখানে কইরবি?
---- জ্বী।
---- কিয়ের পড়ালেখা। গার্লফ্রেন্ড বানাই ঘুইরবি খালি।
---- কি বলেন?
---- লজ্জায় লাল অই যায়। কিচ্ছু বোঝে না।
---- আপনি ইংলিশে ভর্তি হয়েছেন?
---- হু। দুইদিন পরে ঠাসঠুস ইংলিশ কইয়ুম। অল্পের লাই চান্স হাইসি। দেহি কয়দিন যায়। You Know.
---- আপনি পারবেন। আচ্ছা তরু আপা,,,,
---- কী?
---- আপনার কী বিয়ের সম্বন্ধ আসে?
---- কীহ! হা হা হা তুইতো বড় অই গেসস?
---- আপনার বরের কী কী থাকতে হবে?
---- উল্টাপাল্টা ছবি টবি দেহস, ক্যান? নাকি,,,,,,,গার্লফ্রেন্ড হই টই গেসে অলরেডি?
---- আরে নাহ। বলেন না।
---- মোটামুটি একটা চাকরি,,,,, একটা ঘর,,,, একটা ফ্যামিলি,,,,, এসব আমার হবে না । বিয়ের সম্বন্ধ আসার আগেই শেষ। একটা ঝামেলা আছে। আর আমি এসব নিয়া ভাবিও না।
---- আপনি কি রেহান ভাইরে পছন্দ করেন?
---- কী?,,,,চোখের সামনের তোন যা। আর কোনদিন আমার কাছে আইবি না।
---- সরি,,,,আমি বুঝতে পারিনাই।
---- তুই,,,,,,,আইস না আর,,,,,চলি যা । আর আইস না।


ঘটনা - ৭

---- তরু আপা,,,,,তরু আপা,,,,
---- নিলয়,,,,,,
---- দরজা খুলবেন কি না ভাবতেসিলেন?
---- এতো বছর পর,,,,আমিতো ভাবসি তুই মরিই গেসস? সংসার টংসার হইসে নাকি ঐ জায়গায়? বউ কই?
---- ভালো আছেন?
---- একটু খবর নিলি না,,,,,,,,,
---- আপনিও নেন নাই।
---- তুই খুব কস্ট দিসস রে।
---- আপনি তাড়ায়ে দিসিলেন আমারে।
---- কি অভিমান!! সাত বছর লাগলো? আমি না হয়,,,,কতকিছুই তো কইতাম তোরে,,,,,,
---- আংকেল মারা গেছে শুনলাম। খারাপ লেগেছে অনেক।
---- আর কতো কথা শুনবে বেচারা। আমার মায়ের মতো হইতে পারেনাই আমার বাবা।
---- কি রান্না হইসে আজকে?
---- ওহ! ঘরে আয়। বারান্দাতেই,,,,হি হি হি,,,, আসলে তুই কোনদিন আমার কাছে আসবি ভাবিই নাই। You hurt me.
---- How?
---- Those who hurt more, bear more. আমি খারাপভাবে,,,,,, তুই ছোট,,,, তোর কি হইতো আগে কথা বললে?
---- ক্ষুধা লাগসে তরু আপা। আর এটা দেখেন।
---- কী এইটা?
---- চাকরি। মোটামুটি টাইপের আরকি, এইখানেই।
---- Congratulations. তুই আমার আগেই পাইয়া গেলি? হিংসা লাগতেসে। ভালোই তো।
---- আপনার কেমন মনে হয়?
---- বাড়ির কাছে এটা অসাধারণ। আরকি, বিয়ে শাদী কর। ভালো মন্দ খাই?,,,,,,, তুই ঘামাইতেসস কিল্লাই? ফ্যান দিতাম নি? নাকি আরো বড় চাকরি কিছু চাস?
---- নাহ, আমার লক্ষ্য তেমন বড় ছিলো না। আপনি বলসেন, একটা চাকরি,,, ঘর,,,
---- What??,,, What are you trying to say?
---- তরু আপা,,,,আমি,,,
---- তুই কী?,,,,,,,হ্যা?,,,, মাথা উঠা
----- একটা কথা বলার ছিলো,,,,,
---- কী বলবি?,,,,, কাহিনি কী?
---- আপনি যে বলছিলেন আপনার একটা মোটামুটি চাকরি,,,একটা ঘর,,,,একটা ফ্যামিলি,,,, হলেই চলবে।
---- কবে? তোরে মাথা উঠাইতে কইসি না?
---- আপনারে ছাড়া আমার হবে না,,,,,,,, আমার সাথে চলেন।
---- কো,,,,,,কোথায় যামু?,,, আমি তো,,,,,,তোর জন্য কিছু নিয়া আসি রাখ।
---- আমি দেখতে ঠিকঠাক না?
---- কি কস আবোল তাবোল? তুই আমার কতো ছোট? আর আমার ঝামেলা সম্পর্কে তুই জানস না?
---- তরু আপা,,,,,

ঘটনা - ৮

---- কাধে হাতটা রাখ ঠিকমতো। ছবি একবারই তোলে মানুষ। আর ঐসময় দূরে দাড়াইয়া কি করতেসিলি?
---- কবে যে এসব শেষ হবে?
---- আচ্ছা!!!
---- I didn’t mean that. আমার এসব বিরক্ত লাগে। আমার খুব ঘুমাতে যেতে মন চাচ্ছে। আমি ঘুমাতে চাই। এক বিশ্বজয়ী মানুষের মতো। আপনাকে একটা কথা বলি।
---- তুই উল্টাপাল্টা খাইসস, না? আমি গন্ধ পাইতেসি। সোজা হয়ে দাড়া। শেষ কয়েকটা ছবি নিক।
---- তরু আপা, আপনি আমার বউ।
---- এই কথা বলতে ঘুরসস এতক্ষণ যাবত?
---- আপনার চেয়ে সুন্দরী কাউকে পাইনাই বিয়ে করার জন্য।
---- খাইসে, তুই নিলয় তো, না? কয়েকদিন আগেও তো মুখ দিয়া কথা বাহির হইতো না।
---- শোনেন, আমি বীরপুরুষ । মনের মানুষ পেতে সাত বছর দুইশো ঊনত্রিশ দিন আমার অপেক্ষা করতে হয়েছে। এর মধ্য যদি অন্যদিকে হয়ে যেতো? এই অস্থিরতা টা কি কম?
---- আরো সাত বছর লাগবে আমারে তুমি বলতে।
---- সর্বনামে কি আসে যায়। Hi Everyone! If you eager to see a happy man in this room, Look at me.
---- আস্তে আস্তে আস্তে,,,,, রুমে চল,,,,,,,চলো চলো,,,,তোমার ছবি তুলতে হবে না।
---- আরে এতো সাউন্ডের মধ্যে কিছু শোনা যায় না কি?

ঘটনা - ৯

---- Can we take this things slow?
---- আমিও আপনাকে এটাই বলতাম। চলেন আজ গল্প করি। But I will need a hug.
---- Me too.
---- আপনার ক্ষুধা লাগসে মনে হয় তাই না?
---- হ্যা। তুই বুঝলি কেমনে?
---- এই নেন।
---- সবাইরে দেখাইয়া আনসস?
---- বলসি আমার ক্ষুধা লাগসে। নুডুলস সিদ্ধ করে আমি ছাড়া আর কেউ খায়না। সাথে ডিম দুটা ভেংগে দিয়ে দিসি। একসাথে হয়ে গেছে। আর এই রেসিপি আমারটা আমিই করি। অন্যের টা ভালো লাগে না।
---- এই জিনিস জীবনেও খাইতাম ন। তুই নিজেই ঠিক নাই। কি নিয়া আসছোস কে জানে?
---- ক্ষুধা পেটে আছেন। একটু ট্রাই করে দেখেন।
---- Oh, no. Here it comes...বমি করলে তোর গায়ে করমু আজকে। এদিকে আয়।
---- ঠিক আছে। আপনি খান আমি দেখি। বসলাম।
---- Wow,,,,How?? ভালোই তো।
---- ঠান্ডা হয়ে গেলে খেতে পারবেন না।
---- তুই খাবি না? এমন ভ্যাবলার মতো তাকাই আছোস কেন? ভুত দেখছোত নি কোনো? দেহি পেছনের এই দড়ি ফড়ি খোল।
---- হুম???
---- আরে গাধা চুল সরাইয়া নে। Oopsie,,,You’re my husband now, I can't call you a lot of things I love ... সব তোর দোষ।
---- জ্বী।
---- এতক্ষণ লাগে?৷ ছাড়,,, খাই লই, আমিই করমু। যে হারে কাপাকাপি করে তোর হাত,,,, উল্টাপাল্টা খাইসস আবার।
---- গোলকধাঁধার মতো এসব
---- হি হি হি,,,,তুই আমার জন্য খাবার আনবি ভাবিই নাই। ভাল লাগসে।
---- নেটে দেখসি এই রাতে কি করলে,,,,,ইউনিক লাগলো। আসলেই তো। ক্ষুধা লাগার কথা। যেভাবে ঘন্টার পর ঘন্টা,,,,,
---- Straight Shooter. নিজের আইডিয়া কইতে পারতি।
---- রান্না তো নিজের।
---- Impressed. What do you want?
---- I got everything. আমি যদি মনে কস্ট দিই আপনি ক্ষমা করবেন। এটুকুই।
---- আজকেই মনে কস্ট দিবি?
---- আপনাকে বুঝাইতে আমার এতো সময় লাগলো কেন?
---- Trust issues. তার উপর You came out of nowhere. এরপর দেখলাম অতীত জানার পরেও তুই গাধাই রইলি। এরপর জানলাম, তোরে কেউ পছন্দ করে না হি হি হি । স্বাভাবিক। বাচ্চার মত আমার এইডা লাগবো কইয়া কান্দস খালি। এহন একটু ঐদিকে ফির। চেঞ্জ করি।
---- আমি না হয় বাইরে যাই।
---- না, না। গাধা,,,, বাইরে সবাই,,,,, তোর কি মুভি পছন্দ?
---- আমার বই পছন্দ। আপনি মুভি দেখেন বেশি, না?
---- আরে,,,,,আমার হয়নাই এখনো।
---- Sorry, sorry,,,,,,,,,sorry.
---- ওদিকে ফিইরা কথা কইলেও আমি শুনি। Loud and clear. না তুমি চান্স নিতাসো?
---- ধুর, আমি বাইরে যাই।
---- থাক, থাক। হয়ে গেছে। ঢং ।

ঘটনা - ১০

---- How was the day?
---- Same old.
---- আপনার কেমন গেলো?
---- Slow. Read a book.
---- কোথাও যাবেন?
---- একটু আগেও ভাবতেসিলাম কই যাওন যায়।
---- এখন যাবেন না নাকি?
---- তুই কি টায়ার্ড?
---- না। বাইক এখনো ঢুকাইনি। চলেন?
---- চল।
---- এভাবেই? মানে সাজুগুজু করবেন না?
---- তুই কি চাস আমি দুই ঘন্টা দেরী করি?
---- হা হা হা।
---- জোরে চালাইতে পারবি?
---- আপনার ডেথ রেইস ছবির স্ট্যাথামের মতো?
---- যখন কমু স্পিড কমা তখনও কমাইবি না। দশ সেকেন্ড পরে। কি কস?
---- ঠিক মতো ধরে বইসেন তাইলে।
---- আচ্ছা!!!
---- আহ!!
---- হি হি হি। চল।

ঘটনা - ১১

---- ফ্রেশ হয়ে আয়। খাবার গরম করি।
---- আপনি ঠিক আছেন?
---- আমার ঐ প্রব্লেম টা এখন হয়না ঐ পিশাচটারে দেখলে।
---- বেচারার একী অবস্থা।
---- বেচারা???
---- He apologized today.
---- তোর খারাপ লাগে না? আমার জন্য?
---- লাগে। ঘৃণা করলেও মনে রাখতে হয়। ক্ষমা করলে সত্যিই আর মনে থাকে না। খারাপ লাগে সে মনে রয়ে গেছে ভাবলে। খুব বেশি মনে রয়ে গেছে। আমি পৌছাইতে পারতেসিনা। আচ্ছা আমি আসতেছি শাওয়ার নিয়ে।
---- হু।

ঘটনা - ১২

---- নিলয়
---- হু
---- তুই অনেকদিন আমার নাম ধরে ডাক দেস নাই?
---- তরু আপা। ডাকলাম। ইদানীং অল্প অল্প odd লাগে।
---- মানুষ নিজের নাম শুনতে পছন্দ করে।
---- আমি জোরে তরু আপা বললে সবাই,,,,
---- আজকের দিনটার জন্য ধন্যবাদ। আমি বোধয় ভয়ে সংকোচে থাকতে থাকতে বাচতেই ভুলে গেছিলাম। তুই কবে আমার প্রেমে পড়সস বলতো?
---- এর চেয়ে ভালো প্রশ্ন আছে আমার কাছে।
---- কী?
---- আপনি ধরতে পারেন নাই কেন?
---- I was so clueless.
---- আমি আপনার বিয়ের সম্বন্ধ আসে কিনা জিজ্ঞেস করেছিলাম। ঐ যে তাড়ায়ে দিসিলেন।
---- ওরে সর্বনাশ, পাকনা তুমি ঐ তহন থেইকাই।
---- আমি ভীতু, ভীষন ভীতু তরু আপা। গত বছর গুলো একটা খবরের জন্য খুব ভয়ে ভয়ে গেছে।
---- কি খবর?
---- মায়ের কল আসলেই মনে হয়তো এখন হয়তো শুনব তোর তরু আপার বিয়ে হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার জানেন? মা টের পেয়ে গিয়েছিলো।
---- I need you to take me, Sheldon.
---- What? Where? এই রাতে?
---- তুই বিগ ব্যাং থিউরির শেলডনের মতো। কিচ্ছু ফালাস নাই তার।
---- এটা কি ছবি?
---- সিরিজ। কি হইলি? পড়াশোনাই করলি আর জিমে গেলি। আর কিছুই করলি না।
---- এখন করবো। আপনি সহ।
---- তোরে ঠকাইনাই তো না? একটু কাছে আয় তো।
---- কেন?
---- তোর কানটা টানতে আমার ভাল লাগে। এই কারনে।

ঘটনা - ১৩

---- আমি ডক্টর আয়েশা। আপনি কি তরু আপা?
---- জ্বী। কি হয়েছে?
---- কিছু হয়নি। আপনাকে দেখার লোভ সামলাতে পারলাম না। আপনার হাজবেন্ড কাদছে দেখলাম।
---- নিলয়? হ্যা। আমি বুঝতে পেরেছিলাম ওর চেহারা দেখেই। বোঝেন এবার, আমাকে দুটো বাচ্চা সামলাতে হবে।
---- আচ্ছা নিলয় সাহেব আপনাকে আপা বলে ডাকে?
---- জ্বী। লজ্জার ব্যাপার তাই না ডাক্তার? মেয়ে হয়েছে। দেখি চেঞ্জ হয় কিনা।
---- তিনি আপনার জন্য খুবই অস্থির ছিলেন। মনে হলো আর কিছুই দেখছেন না চোখের সামনে।
---- ও এমনই। খুব এনক্সাইটিতে ভুগে আমাকে নিয়ে। বিয়ের দিন, ও কেদেছে আমি কান্না করিনাই। যেদিন প্রেগ্ন্যাসির খবর দিলাম সেদিন আমার সামনে কাদবে না। ভাব এমন, ঠিক আছে, হবার কথা। কিছুক্ষন পর দেখি ওয়াশরুম থেকে কান্নার আওয়াজ। এখনো কাদে।চিন্তা করেন।
---- You’re so lucky.
---- একী আপনিও কাদছেন নাকি। বাসায় আসবেন আড্ডা দিব কেমন? আবার ফ্রিতে কিছু টিপস দিয়ে দিবেন কি করতে হবে।
---- আপনাদের বয়স,,,,,,
---- আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। সরাসরি কথা বলা লোক। আমার হাজবেন্ডের মতো। জ্বী হ্যা। ও আমার চেয়ে অনেক ছোট। Like a decade younger. আপনি অবশ্যই আমার বাসায় আসবেন। ঐ তো Speaking of the devil and devil already appeared with a daughter
---- আপনারা ভালো থাকবেন। আসি।


---- কি কথা হচ্ছিলো তরু আপা।
---- Hold your tongue and give me my baby.



মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:০১

মিরোরডডল বলেছেন:




ৎৎৎঘূৎৎ এর লেখাগুলো অন্যরকম হয়।
ভিন্ন স্ট্রাকচারে লেখা।

এবারেরটাও ভালো লেগেছে।

বিগ ব্যাং থিউরি ভীষণ পছন্দের একটা সিরিজ।
শেলডন ইজ ওয়ান অভ মাই টপমোস্ট ফেবারিট!


১৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

ৎৎৎঘূৎৎ বলেছেন: ফ্রেন্ডস আর বিগ ব্যাং থিওরি দেখলে বোধয় মানুষদের সব রকমের আবেগ আর দ্বন্দ্ব সম্পর্কে জানা যায়। আন্তরিক ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ১৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

মোগল সম্রাট বলেছেন:


তরু আপার বাড়ি কি নোয়াখালী? :) অনুগল্প ভালো লেগেছে।

১৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

ৎৎৎঘূৎৎ বলেছেন: তারা দুজনেই গর্বিত নোয়াখাইল্লা। তরু আপা একটু বেশি। ধন্যবাদ আপনাকে।

৩| ১৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: প্রশ্ন: সর্বনামে কি আসে যায়?
উত্তর: চাকরী!

LGBTQ+- aTOz ভাইপুরা (ভাইয়া+আপুরা) সামনে পাইলে আপনারে বুঝায় দিত!

১৯ শে আগস্ট, ২০২৩ রাত ৮:১৪

ৎৎৎঘূৎৎ বলেছেন: একটা স্তর পর্যন্ত যাবার পর আমি এটা মেনে নিই যে যার যা মন চায় তা করার ব্যাক্তিগত অধিকার তার আছে। স্বভাবতই আমি সব বুঝব না। ফিরে এসে আমার বিন ব্যাগে বসে থাকার অধিকার আমার আছে। অনেকদিন থেকে শুনছিলাম। নেটে সার্চ দিতে হলো। আমার কাছে ঋণাত্মক মনে হলো না। কিন্তু কিছুটা হোমোফোবিক বিধায় ডিটেইলসে যাই নি। Too much knowledge is agony. হিউম্যান বিহেভিয়ার সবচেয়ে অবাক করে দেয়ার মতো বিহেভিয়ার। কোন সুনির্দিষ্ট প্যাটার্ন নেই। একটা প্যাটার্ন সবার মধ্যে মিলে যায়। জাজ করার ব্যাপারটা। আমিও মাঝে মাঝে করে ফেলি। ধন্যবাদ। একটা ব্যাপার জানলাম আপনার থেকে। প্রশ্ন রয়ে গেলো? এই ব্যাপারে আপনার মতামত কী?

৪| ১৯ শে আগস্ট, ২০২৩ রাত ৮:০৫

মিরোরডডল বলেছেন:




ফ্রেন্ডসও অনেক অনেক প্রিয় একটা সিরিজ।
কতবার যে দেখেছি বলতে পারবো না, দেখা এপিসোডও বার বার দেখি।
এগুলো হচ্ছে মনের খোরাক।
থ্যাংক ইউ প্রিয় সিরিজগুলো মনে করিয়ে দেবার জন্য।



১৯ শে আগস্ট, ২০২৩ রাত ৮:২৪

ৎৎৎঘূৎৎ বলেছেন: তাদের সম্পর্ক গুলো আমার কাছে খুব নিরাপদ মনে হয়েছে। বিশ্লেষণ করে বের হয়ে পড়ছে একেকজন। প্রকৃতির নিয়মেই দুর্বলতা তৈরি হচ্ছে। অন্যজন মেনে নিচ্ছে। কিন্তু কাদা ছোড়াছুড়ি নেই। বিগ ব্যাং থিওরি একটা সিজন দেখেছি। আর অনেক ক্লিপ্স ঘুরছে নেটে তা দেখা হচ্ছে। ফ্রেন্ডস অনেকবার দেখেছি। বিগ ব্যাং থিওরি যাদের পিটারপ্যান সিন্ড্রোম আছে তাদের আরো ভালো লাগবে। সময় হচ্ছে না অন্য জন রা র সিরিজ এসে যাচ্ছে। দেখে ফেলবো। মায়া জন্মে যায়।

৫| ১৯ শে আগস্ট, ২০২৩ রাত ৯:১৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: প্রশ্ন রয়ে গেলো? এই ব্যাপারে আপনার মতামত কী?

আমি সাধাসিধে মানুষ। অনন্ত কাল থেকে মানুষ যেভাবে দেখেছে, এবং বিজ্ঞান যেভাবে দেখে, আমিও সেভাবে দেখি। হঠাৎ একজন পুরুষ "I identify my gender as a female" বলে মেয়েদের পাওয়া অগ্রাধিকার গুলি গ্রাস করবে, আমি এই দলে নেই!

৬| ২০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: কথপোকথন চলতে থাকুক।

৭| ২১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:০১

ৎৎৎঘূৎৎ বলেছেন: আমিও তাইই আশা করি। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.