নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরী হারিয়ে ফেলি।

ৎৎৎঘূৎৎ

হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা,অল্পবিদ্যা, কুশিক্ষা এবং ডাবল স্ট্যান্ডার্ড দৃষ্টিকোণ না থাকলে প্রকৃত বাঙ্গালি হওয়া যায় না।

ৎৎৎঘূৎৎ › বিস্তারিত পোস্টঃ

সন্ধ্যাপ্রদীপ

০১ লা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৮




কথোপকথন - ১
- I will drop it.
- Drop it.
- What?
- আরে ঠিকাছে। You're fine.
- Like that?
- হু। এভাবেই নেয় কোলে। আর অন্য কোন ধরন নেই।
- আমার একটা ছবি তোলা যাবে? She has your eyes.
- দাও তোমার মোবাইল টা।
- তোমার হাজবেন্ড মাইন্ড করবে না তো? He wants to set me on fire. The way he staring,,,,,
- একটু জেলাস হওয়া উচিৎ, না?
- Tell him I'm bigger than him. বোকামি হবে তার জন্যে। আর তোমরা দুজন এই পুতুল সহ পুরো কম্পলিট সিনারিও।
- তুমি গিয়ে বলো।
- ওর নাম কি রেখেছো?
- এটাও ওকে জিজ্ঞেস করো।

কথোপকথন - ২
- হ্যালো।
- ভালো আছেন?
- জ্বী। আপনি?
- ভালো। আম,,,,,,Congratulations ।
- Thank you.
- Lovely daughter.
- দোয়া করবেন।
- ইয়ে,,,তার নাম কি রেখেছেন?
- সেজুতি। শাব,,,
- শাবনূরের নাম ছিলো কোন একটা ছবিতে।
- জ্বী। এর অর্থ সন্ধ্যাপ্রদীপ।
- হু।
- আপনার সাথে আমার একটা ব্যাপারে মিল আছে?
- কোনটা, ভাই?
- কাকতালীয় ভাবে আমাদের পছন্দের মানুষ একজন।
- Yours, I believe. Earnestly speaking.
- আমি জানি ভাই আপনাদের ব্যাপারে।
- আপনার কি আমার উপরে কোন ক্ষোভ আছে?
- থাকতো। আপনারা দুজনেই খুব ভালো মানুষ।
- I know her. She is brutally honest.
- এই কারনেই বলেছি।
- আপনি খুবই মুক্ত একজন মানুষ৷ আমার উপর কোন,,,
- না। শোনেন, আড্ডা দিতে চলে আসেন মাঝে মাঝে?
- অত দূরে? আড্ডা দিতে?
- পাহাড় নাকি আপনার পছন্দ?
- কি খাওয়াবেন?
- হাসের মাংস আমি ভালো রাধি। সাথে সামান্য,,,
- সামান্য??
- এই শীতে কি আর সামান্য তে হবে আপনার?
- ওখানে কেউ নেই?
- জবের পোস্টের কারণে ভয় পায় সবাই। আপনি আসেন।
- To spoil a lover's husband? হা হা হা।
- হা হা হা। আসবেন কিন্তু। কথা বলার মানুষ নাই ভাই।

কথোপকথন - ৩
- আরে,,,, মা? এই প্রোটিনশেইক এখানে? কেম্নে?
- ভালো আছো ?
- বাপরে! আবার ভালো মন্দ জিজ্ঞেসও করে।
- তোমার বই।
- আপাকে নিয়ে ভাগার প্ল্যান নাকি মিস্টার প্রোটিনশেইক?
- এতো হিউমার মানুষকে একলা করে ফেলে।
- আপনি সামাজিক হয়ে যাচ্ছেন দিন দিন।
- তোমার বিয়েতে আসবো না?
- কোনো বিয়েতে?,,,,, আপনি?
- চলে যাই তাহলে?
- ভাইয়া!! ইগোটা কমান নাই আর?
- রীতিমতো ধুয়ে মুছে রাখি। বাইকের চেয়ে বেশি যত্ন নেই।
- কি বই এইবার? কার?
- সংশপ্তক। আমরা আসলে অনেক কিছু মিস করে যাই।
- এটা কেন পড়লাম না বলেন তো।
- আমিও না। এটা কেনো পড়া হলো না?
- আমার পড়া হলে রেখে যাবো। আপনারই দেয়া বই সব।
- তুমি কবে এমন বড় হয়ে গেলে বুঝলামই না।
- অনেক কিছুই আপনি বুঝতে চান নি।
- Let's not talk about it. বর কী করে?
- মা?,,, এই মা? প্রোটিনশেইক কে খাসির মাংস দিও না।

কথোপকথন - ৪
- তুই করছিস কী বাবা?
- ঘুরি খালি খালামণি।
- কি লাভ এতো ঘুরে?
- লাভ নাই। মনে হয় যেন ঐখানেই বাসা খালামণি।
- আরেকটা দিই?
- নাহ। ভালো খাবার পরেরবার নেয়া যাবে না।
- আগের স্বাদ পাস না। তুই বদলাস নাই।
- স্বাদ পাইনা তো হাসিমুখে খেতে পারব না।
- আমার মনে হয় আমি অবিচার করেছি তোর উপর।
- সব আইটম দেন নি? কতদিন পর আসলাম।
- আমার ছোটটারে নিয়ে যা। ও তোকে খুব পছন্দ করে।
- খালামণি, ডাক্তার দেখাতে আপনাকে নিয়ে যাই সাথে?
- তোর মা আর আমি কত বছর একসাথে জবে জানিস?
- ওয়ার্কবাডিজ হা হা হা।
- We became more than that.
- তো?
- ছোটটার ঘুরতে খারাপ লাগবে না। আমি ম্যানেজ করব।
- আমি একটু শান্তিমতো খেতে চাই। Crazy woman.
- একবার ভাব। তোর মাকে গিয়ে বলি ব্যাপারটা? হ্যা?
- আপনার বয়স হয়েছে খালামণি। হুমায়ুন পড়া বন্ধ করেন।
- পড়ে বলিস না। তোর মা খুশী হবে প্ল্যানটা শুনলে। বলি?
- মা ই বলেছে। আমি এটা পারতাম না। মা ওর ভালো খারাপ বুঝেছে আগেই। মা বোকা না।
- কি বলিস?
- সত্যিই বলেছে। ধুর! খাওয়াই হলো না। সবকয়টা পাগল।
- আচ্ছা খা। আচ্ছা খা বাবা। আমি গেলাম। কিছু লাগলে নিয়ে খাস।

কথোপকথন - ৫
- বরের হাইট টা একটু,,,
- ছোট্টো হিল পরে আছে।
- তুমি কোন পক্ষ?
- কনে পক্ষ। তো?
- তাহলে নিয়মমতো ত্রুটি বের করো বরের।
- তাদেরকে তো ভালোই লাগছে।
- লাগতো বরের হাইট টা একটু বেশি হলে।
- তোমার বরের তো,,,,
- কী? আবার বলো?
- মানুষটা অসাধারণ। আমাকে ইনভাইট করেছে।
- আমার বরের হাইট নিয়ে কি বলছিলে বলো।
- ধুর, হাইট। রান্না করতে পারে। হাস খাওয়াবে বলেছে।
- তোমার আসার দরকার নেই। হাইটের কথা বলবো ওকে?
- তুমি ছোট্টোর বরের ব্যাপারে বলনি? বলবে বলো।
- আর কী কথা হলো?
- মেয়ের নাম জানলাম। সব বলে দিয়েছো?
- ওকে আমি ভালোবাসি।
- Awwww,,, so cute.
- Shut up.
- ভালো মানুষ। I'm happy for you.
- And little bit jealous.
- ধুর!
- ইগোতে আচড় লাগবে স্বীকার করলে?
- আমাকে মিস করো?
- আগে বলো একটু হলেও জেলাস কিনা তুমি?
- একলা থাকি। একটু আকটু সম্পুর্ন দম্পতি দেখলে,,,,
- একটু জেলাস হওয়া উচিৎ, না?
- আমার উত্তর টা?
- ট্রফি নিয়ে বাসায় যাবা যে কেউ মাঝে মাঝে মিস করে?
- It’s ok. বরং শুনলে বোধয় আরো ঝামেলা হবে।
- করি। ওভাবে তাকানোর কিছু নেই। ওকে একটু রাখো তো।

কথোপকথন - ৬
- তোর কী হবে বলতো?মানুষগুলো কতো খারাপ চারদিকে?
- আ আ আ আ
- বিপদে পড়লে আমি আছি বুঝছিস। ওয়ান ফোনকল বুঝলি।
- অ অ
- আমি জানি তুই বুঝিস সব। আমি একটু ফিল্মি তাই না?
-,,,,,,,
- তোর মাকে বলেছিলাম এমন একটা সিনের কথা।
- অ
- বিশ বছর পর যখন তোকে দেখব কী বলব জানিস?
- ইইইইই
- You could be my daughter.
- ,,,,,
- আঙুল মুখে দেয়ার কিছু নেই। অবাক হবার কী আছে?
- আইইই
- তোকে দেখে এখনই নিজের মনে হচ্ছে। বুঝলি?
-,,,,,,
- আমি কাদছি কেন? কাউকে বলিস না কেমন? I'm a Man.
- অওঅঅ
- আমি জানি তুই সব বুঝিস। যারা বোঝে তাদের চোখ এমন হয়।
- আ আ আ,,,,,
- মামণি। তাড়াতাড়ি বড় হ। বিচার করতে হবে। এখানে সবার অনেক হিসেব নিকেশ।

কথোপকথন - ৭
- কিসের হিসেব নিকেশ?
- কিছুর না।
- কান্না করে নাই? অন্যের কোলে থাকতে চায় না।
- আমারও অবাক লাগলো। আমাকে বাচ্চারা ভয় পায়।
- নাও। আমি বের হবো।
- সোজা হেটে চলে যাবা। দূর থেকে দেখবা না।
- প্রশ্নই আসে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: বিরক্তিকর পোষ্ট।

০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫০

ৎৎৎঘূৎৎ বলেছেন: দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.