নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরী হারিয়ে ফেলি।

ৎৎৎঘূৎৎ

হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা,অল্পবিদ্যা, কুশিক্ষা এবং ডাবল স্ট্যান্ডার্ড দৃষ্টিকোণ না থাকলে প্রকৃত বাঙ্গালি হওয়া যায় না।

ৎৎৎঘূৎৎ › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রাহত (ছবি ব্লগ)।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৮

পুর্নিমাতেই মানুষ কেন সংসার ত্যাগী হয় ব্যপারটি খতিয়ে দেখতে গিয়ে দেখলাম আমিও চাঁদের দিকে সম্মোহিত হয়েই চেয়ে থাকি। বিভিন্ন স্থানের জোছনা কিন্তু অনুভুতি একই। কেন জানিনা অমবস্যা থেকে আমার পূর্নিমার রাত বেশি ছমছমে লাগে। রহস্যময় এক ঘোর লাগা পরিবেশ। পাওয়া যায় না ইদানীং। চারদিকে এতো কৃত্রিম আলো আর মানুষ গুলোর রুচির অবহেলায় জোছনার দেখা প্রায় পাওয়াই যায় না। চাঁদের আলোতে চারদিক দেখতে গিয়ে লোডশেডিংয়ের অপেক্ষা করতে হয়। আলোর দূষণ আমাদের আরেকটি স্নিগ্ধ ব্যাপার কেড়ে নিয়েছে।





১.চাঁদপুর








২. চর কুকরি মুকরি







৩.কুমিল্লা







৪.লক্ষ্মীপুর





৫. বাসার পাশের প্রাথমিক বিদ্যালয়





৬.কুয়াকাটা






৭.চট্টগ্রাম





৮. ভোলা





মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: সুন্দর ছবি তুলেছিলেন।
কম আলোতে আমি ছবি তুলতে পারি না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৯

ৎৎৎঘূৎৎ বলেছেন: ছবি ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। ভালো থাকবেন।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি জোৎস্মাকে ভীষণ পছন্দ করি। আপনি এত সুন্দর করে ছবিগুলো তুলেছেন, আমি তা দেখার পর আমার মনটা আর এখন অফিসে থাকতেই চাচ্ছে না। জাস্ট অসাধারণ ক্লিক ---। আমার মনটা খুশিতে ভাসছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০০

ৎৎৎঘূৎৎ বলেছেন: কোন এক পূর্ণিমায় বেরিয়ে পড়ুন। যেখানে কোন অন্য আলো নেই।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৪

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার সব ছবি...

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০০

ৎৎৎঘূৎৎ বলেছেন: ধন্যবাদ।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

এম ডি মুসা বলেছেন: ভোলা আমার জন্মস্থান। এবং কুকুরি মুকরি চরফ্যাশন উপজেলা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০২

ৎৎৎঘূৎৎ বলেছেন: ভোলা লঞ্চঘাট থেকে চরফ্যাশন যেতে কেমন সময় লাগে? আপনার জন্মস্থান খুবই সুন্দর আর পরিচ্ছন্ন।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৯

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!
সবখানেই পূর্নিমার চাঁদকে ক্যামেরা বন্দি করে রেখেছো। :)

পুরাই চাঁদের আলো পোস্ট এটা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০৪

ৎৎৎঘূৎৎ বলেছেন: অদ্বিতীয় অদ্ভুত সুন্দর হয়ে থাকে জোছনায় চারপাশ। আন্তরিক ধন্যবাদ আপা।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১২

এম ডি মুসা বলেছেন: ভোলা লঞ্চঘাট থেকে চরফ্যাশন যেতে কেমন সময় লাগে? আপনার জন্মস্থান খুবই সুন্দর আর পরিচ্ছন্ন। ভোলা লঞ্চঘাট থেকে চরফ্যাশন আসতে বেশি সময় লাগে না, আপনাকে প্রথমে ভোলা লঞ্চঘাট থেকে সদরে আসবেন যেকোনো উপায়ে আসবেন, মোটার সাইকেল দ্রুত আসবেন বোরাকে আসলে আধা ঘন্টা লাগতে পারে , তারপর আপনি চরফ্যাশন বাসস্যান্ড আসেন, সেখান থেকে ডাইরেক বাসে দুই থেকে ভিতরে চলে আসতে পারেন।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৩

মিরোরডডল বলেছেন:




ছবি ১ আর ২ খুব সুন্দর!!!
পূর্ণিমা রাতে যদি সঠিক জায়গায় সঠিক সময়ে যেতে পারি, নো কংক্রিট, নো আর্টিফিশিয়াল লাইট,
তখন নিজেকে হারিয়ে ফেলি আর ফিরে আসতে ইচ্ছে করেনা।

আমার তোলা একটা ছবি শেয়ার করলাম, ভীষণ প্রিয় জায়গা।

পূর্ণিমাতে পূর্ণ হলো
তোমার মনের সাধ
তুমি অথৈ জলে খুঁজেছিলে
পূর্নিমারই চাঁদ






৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১০

মিরোরডডল বলেছেন:




এইটা কি হলো? সোহানীপুর ভুত ভর করেছে আমার ওপর, ছবি বাঁকা হয়ে গেছে B:-)
আরেকবার ট্রাই করছি, না হলে কষ্ট করে ঠিক করে নিবে প্লীজ :)






০১ লা মার্চ, ২০২৪ বিকাল ৪:৫৬

ৎৎৎঘূৎৎ বলেছেন: আমি ছবি দিলেও উলটা হয়ে যায়। একটু হলেও ক্রপ করে দিলে হবে না আশা করি। আপনার ছবির মতো জোছনা দেখার খুব লোভ হচ্ছে আপা। অসাধারণ উজ্জ্বলতায় ভরপুর।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: চন্দ্রাহত করে দেয়াই সব ছবি। দারুণ।

০১ লা মার্চ, ২০২৪ বিকাল ৪:৫৭

ৎৎৎঘূৎৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.