![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারণ মানুষ। সাদামাটা জীবনযাপন পছন্দ করি।নিজ কাজের প্রতি দায়বদ্ধ ।লেখালেখি করি মনের তাড়না থেকে।পছন্দ করি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভালবাসি মা মাটি ও মানুষকে। আমার দ্বারা কারো কোনো ক্ষতি হোক তা কখনোই কামনা করিনা।.........................................................................................................................................................আমার আমি:-প্রকৃত নাম:: আবু সালেহ মো.রব্বানী,ডাক নাম:: স্বাধীন,বাবার নাম:: মো.আফতাব উদ্দিন মন্ডল,মায়ের নাম:: মোছা.সুফিয়া বেগম,জন্ম:: ১৯৮০ সালের ২৬ জানুয়ারি জয়পুরহাট জেলার কালাই উপজেলার তেলিহার গ্রামে।(সার্টিফিকে অনুযায়ী জন্ম তারিখ:২০/০১/১৯৮০)।পাঁচ ভাই-বোনের মাঝে তৃতীয়।লেখাপড়া: নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়,মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়,সরকারি আজিজুল হক কলেজ,বগুড়া এবং সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে মাস্টার্স।পেশা: সরকারি চাকুরি(উপজেলা পরিসংখ্যান অফিসার)।বর্তমান ঠিকানা: জয়পুরহাট সদর,জয়পুরহাট।ইমেইল: [email protected] ,প্রকাশনা: অদ্যাবধি কোন একক বই প্রকাশিত হয় নাই।প্রিয় বিষয়: লেখালেখি করা (বিশেষ করে শিশুদের জন্য)লেখালেখির সাইট: প্রথম আলো ব্লগ ও জলছবি বাতায়ন।.......................................................যা কিছু প্রিয় :...............প্রিয় রঙ: নীল,প্রিয় ফুল: কৃষ্ণচূড়া,প্রিয় ঋতু: শরৎ,প্রিয় ব্যক্তিত্ব:- মহানবী হযরত মুহম্মদ(স:)।প্রিয় কবি: কাজী নজরুল ইসলাম,রবীন্দ্রনাথ ঠাকুর,শামসুর রাহমান,জীবনানন্দ দাশ,সুকান্ত ভট্টাচার্য।প্রিয় লেখক: আনিসুল হক,হুমায়ুন আহমেদ,সুনীল গঙ্গোপাধ্যায়,শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।প্রিয় স্থান: নিজ গ্রাম।প্রিয় সংগীত: বাউল গান।পছন্দ: সুন্দর মনের মানুষকে।অপছন্দ: অন্যের সমালোচনা করা।ভাল লাগে: মেঘমুক্ত রাতের আকাশ আর শরতের আকাশে সাদা মেঘের ভেলা।শখ: আড্ডা দেয়া,গান শোনা,মুভি দেখা।প্রিয় উক্তি: আমি যা তার জন্য লজ্জিত হলে ক্ষতি নেই,কিন্তু যা নই তার জন্য শ্রদ্ধাস্পদ হতে চাইনা।(লেখক:অজ্ঞাত)।ভালবাসা: আমার মেয়ে অরণি ।।
দিনকাল আজকাল
যাচ্ছেনা ভাল
চারিদিকে তমসা
আঁধার কালো।
জ্বলছে চারিদিক
পুড়ছে জনপদ
মরছে জনগণ
ধ্বংস সম্পদ।
শূন্য মায়ের বুক
খালি ওরা করছে
অকালে শত প্রাণ
ঝরে ঝরে পড়ছে!
চলছে সংঘাত
ঝরছে রক্ত
জাতি দু’দিকে
দ্বিধা-বিভক্ত।
ধর্মের নামে ওরা
করছে কী তান্ডব!
মন্দির গীর্জা
ভাঙছে মন্ডপ।
মারামারি হানাহানি
চলছে অপলাপ
মুক্তি পেতে আজ
জাতি চায় সংলাপ।
এভাবে বল আর
চলবে কতকাল
জাগো তরুণ যুবা
ধরো দেশের হাল।
২| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯
আহমেদ রব্বানী বলেছেন: হুম ন্যাকমিই বটে.......।ভাল ...........।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৬
মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।
এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link
দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।
ফারামনির চেহারাডা অনেক মিষ্টি আছিলো। এজন্যই ব্লগের অনেককেই লোল ফালাইতো। ভাবছিলাম আমিও লাইন মারুম।
এই বেডি হারামী শায়মার লাইগা .................................
আর সান্তনুরে আমার মন চাইতো দুইগালে দুই লাত্থি দেই।