![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সব সময় খোমেনীর জঙ্গি শরীয়া শাসনের বিরোধী, কিন্তু ইরানের নিপীড়িত জনগণের পক্ষে।
আমাদের অবস্থান খুবই স্পষ্ট: আমরা কখনোই খোমেনীর প্রতিষ্ঠিত ধর্মীয় স্বৈরাচার এবং জঙ্গিবাদী শরীয়া শাসনের পক্ষে ছিলাম না, এখনও না। এই শাসনব্যবস্থা ইরানের জনগণের বাকস্বাধীনতা, মানবাধিকার, নারী অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করেছে। ধর্মের নামে রাজনৈতিক নিয়ন্ত্রণ, নারী ও সংখ্যালঘুদের উপর দমন-পীড়ন এবং রাষ্ট্রীয় সন্ত্রাস এসব আমরা ঘৃণা করি এবং এর দৃঢ় বিরোধিতা করি।
তবে এর মানে এই নয় যে আমরা ইরান নামক রাষ্ট্র বা তার জনগণের বিরুদ্ধে। বরং আমরা বরাবরই ইরানের সাধারণ, নিপীড়িত মানুষের পক্ষে। যারা রাস্তায় নেমে স্বাধীনতা, ন্যায্যতা, মানবিক মর্যাদা ও গণতন্ত্রের জন্য জীবন দিচ্ছে, যারা ‘নারী, জীবন, স্বাধীনতা’এই স্লোগান নিয়ে সংগ্রাম করছে, আমরা তাদের কণ্ঠের প্রতিধ্বনি।
আমরা মনে করি ইরান একটি মহান সভ্যতার ধারক জাতি, কিন্তু তাদের জনগণ আজ ধর্মান্ধ একনায়কত্বের শিকার। আমরা ইরানের জনগণের পাশে আছি শাসকের পাশে নয়।
২০ শে জুন, ২০২৫ ভোর ৬:০১
রাবব১৯৭১ বলেছেন: কুতুব আপনি কোন খানের কুতুব জানিনা। আপনি আমার সমন্ধে কি জানবেন।আপনার জামাত সরকার বিগত ১১ মাসে আওয়ামী লীগের চেয়ে ১ টা কাজ ভাল করেছে দেখান।
২| ১৯ শে জুন, ২০২৫ রাত ১০:১২
সৈয়দ কুতুব বলেছেন: ইরানের খামেনি রেজিম আমলিক কে সবসময় সমর্থন দিয়েছে।
২১ শে জুন, ২০২৫ রাত ১০:৩৯
রাবব১৯৭১ বলেছেন: জামাত খোমেনীকে আব্বা ডাকে। আওয়ামী লীগ নয়।
৩| ১৯ শে জুন, ২০২৫ রাত ১০:১৪
সৈয়দ কুতুব বলেছেন: ইরান পৃথকভাবে ২০২৩ সালের শেষে (নির্বাচনের আগে) বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানায়: "বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষা করা উচিত, কিন্তু তা যেন বাইরের কোনো শক্তির প্ররোচনায় বা হুমকিতে না হয়।" তাদের বক্তব্যে পরোক্ষে শেখ হাসিনা সরকারের সার্বভৌমত্বকে সমর্থন করা হয় — যেনো তারা বাইরের চাপ ছাড়াই নির্বাচন করতে পারে।
৪| ২০ শে জুন, ২০২৫ রাত ২:৪৬
এইচ এন নার্গিস বলেছেন: অনেক কিছু জানলাম ।
৫| ২০ শে জুন, ২০২৫ সকাল ১০:২৮
রাজীব নুর বলেছেন: সহমত।
৬| ২০ শে জুন, ২০২৫ বিকাল ৩:৫৮
শেহজাদ আমান বলেছেন: সহমত। ইরানে উগ্রবাদী মোল্লাদের শাসনের অবসান হোক, মুক্তি পাক সাধারণ ইরানী জনগণ।
৭| ২০ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:০২
আঁধারের যুবরাজ বলেছেন: আপনি যদি একই সাথে বলতেন যে , আমি ইহুদিদের পছন্দ করি কিন্তু জায়নিস্টদেরকে না তাহলে কিছুটা হলেও গ্রহণযোগ্যতা পেতো এই পোস্ট। ইসরায়েল অন্যায়ভাবে একটি স্বাধীন ,সার্বভৌম রাষ্ট্রকে আক্রমণ করেছে। পুরো পৃথিবীর সকল মানবিক মানুষ প্রতিবাদ করছে। এমনকি ইহুদিরাও প্রবাদ করছে ,রাস্তায় নেমে এসেছে। কালকে যদি ইন্ডিয়া এই বলে বাংলাদেশ আক্রমণ করে এই বলে যে , বাংলাদেশ বোমা বানাচ্ছে রূপপুরে ,আমি নিশ্চিত আপনার মতো লোকজন সেটাকে সমর্থন দেবে নানা কথা বলে। একটা দেশের অন্যায় আক্রমণের শিকার হয়েছে ,আপনারা যখন সেটার অন্যায় ঢাকার জন্য ইরানের মোল্লাদেরকে সামনে নিয়ে আসেন ,নিজেদের অজান্তেই নিজেদের ভিতরের আসল চেহারা দেখিয়ে ফেলেন।
ইরানে কোন সরকার থাকবে সেটা ইরানিদের বিষয় ,আমি আপনি নাক গলাতে পারি না।
২০ শে জুন, ২০২৫ রাত ১০:১৫
রাবব১৯৭১ বলেছেন: অামার ইয়হুদীদের অন্যায়ের প্রতিবাদী পোষ্ট আছে।পড়ুন।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০২৫ রাত ১০:১০
সৈয়দ কুতুব বলেছেন: আমরা সব সময় খোমেনীর জঙ্গি শরীয়া শাসনের বিরোধী, কিন্তু ইরানের নিপীড়িত জনগণের পক্ষে- এই আমরা কারা ? শেখ হাসিনা ও আমলিক নাকি ? যখন পাওয়ারে ছিলেন কোনোদিন দেখি নাই খামেনি রেজিমের বিরোধিতা করতে।
।