![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর রাষ্ট্রপতিদের মৃত্যু এবং শেখ মুজিবুর রহমানের ট্র্যাজেডি
=======================================
রাষ্ট্রপতির মৃত্যু কখনো প্রাকৃতিকভাবে, কখনো দুর্ঘটনায় আবার কখনো ষড়যন্ত্র ও রাজনৈতিক হত্যাকাণ্ডের মাধ্যমে সংঘটিত হয়েছে। এসব মৃত্যুর পেছনে থাকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আন্তর্জাতিক স্বার্থ বা ক্ষমতার লড়াই। নিচে ২০ জন রাষ্ট্রপতির মৃত্যুর তথ্য, তারিখ, কারণ ও প্রেক্ষাপট সংক্ষেপে তুলে ধরা হলো—
১. আব্রাহাম লিংকন (মার্কিন যুক্তরাষ্ট্র)
মৃত্যু: ১৫ এপ্রিল ১৮৬৫
কারণ: হত্যা
ঘটনা: দাসপ্রথা বিলোপের কারণে বিরোধীরা ক্ষুব্ধ ছিল। নাট্যশালায় জন উইল্কস বুথ নামে এক অভিনেতা গুলি করে হত্যা করে।
২. জেমস এ. গারফিল্ড (মার্কিন যুক্তরাষ্ট্র)
মৃত্যু: ১৯ সেপ্টেম্বর ১৮৮১
কারণ: হত্যা
ঘটনা: চাকরিচ্যুত এক অসন্তুষ্ট কর্মচারী চার্লস গুইটো তাকে গুলি করে।
৩. উইলিয়াম ম্যাককিনলি (মার্কিন যুক্তরাষ্ট্র)
মৃত্যু: ১৪ সেপ্টেম্বর ১৯০১
কারণ: হত্যা
ঘটনা: অরাজকতাবাদী লিওন জোলগজ তাকে গুলি করে।
৪. জন এফ. কেনেডি (মার্কিন যুক্তরাষ্ট্র)
মৃত্যু: ২২ নভেম্বর ১৯৬৩
কারণ: হত্যা
ঘটনা: ডালাসে খোলা গাড়িতে শোভাযাত্রায় গুলিবিদ্ধ হন। অভিযুক্ত ছিলেন লি হার্ভি অসওয়াল্ড।
৫. সালভাদর আলেন্দে (চিলি)
মৃত্যু: ১১ সেপ্টেম্বর ১৯৭৩
কারণ: আত্মহত্যা (সামরিক অভ্যুত্থানের সময়)
ঘটনা: জেনারেল অগুস্তো পিনোশে যুক্তরাষ্ট্রের সমর্থনে অভ্যুত্থান করলে প্রেসিডেন্ট ভবনে অবরুদ্ধ হয়ে আত্মহত্যা করেন।
৬. মোহাম্মদ আনোয়ার সাদাত (মিসর)
মৃত্যু: ৬ অক্টোবর ১৯৮১
কারণ: হত্যা
ঘটনা: কায়রোতে সামরিক কুচকাওয়াজে ইসলামপন্থী সেনারা ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করে।
৭. জুভেনাল হাবিয়ারিমানা (রুয়ান্ডা)
মৃত্যু: ৬ এপ্রিল ১৯৯৪
কারণ: বিমানবিধ্বংসী হামলা
ঘটনা: তাঁর বিমান রকেট হামলায় ভূপাতিত হয়। এই ঘটনার পর রুয়ান্ডায় ভয়াবহ গণহত্যা শুরু হয়।
৮. সাইপ্রিয়েন এনটারামিরা (বুরুন্ডি)
মৃত্যু: ৬ এপ্রিল ১৯৯৪
কারণ: বিমান হামলা
ঘটনা: একই বিমানে রুয়ান্ডার প্রেসিডেন্টের সঙ্গে নিহত হন।
৯. থমাস সাঙ্কারা (বুরকিনা ফাসো)
মৃত্যু: ১৫ অক্টোবর ১৯৮৭
কারণ: সামরিক অভ্যুত্থানে হত্যা
ঘটনা: ঘনিষ্ঠ সহযোগী ব্লেইজ কমপাওরে ক্ষমতা দখলের জন্য তাকে হত্যা করেন।
১০. সামোরা মাশেল (মোজাম্বিক)
মৃত্যু: ১৯ অক্টোবর ১৯৮৬
কারণ: বিমান দুর্ঘটনা (ষড়যন্ত্র সন্দেহ)
ঘটনা: সীমান্ত এলাকায় রহস্যজনকভাবে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন।
১১. আলি সোইলি (কমোরোস)
মৃত্যু: ২৯ মে ১৯৭৮
কারণ: হত্যা
ঘটনা: ফরাসি ভাড়াটে সৈন্যদের সহায়তায় অভ্যুত্থানের সময় তাকে হত্যা করা হয়।
১২. রিচার্ড র্যাটসি (মাদাগাস্কার)
মৃত্যু: ১৯৭২ (অভ্যুত্থান পরবর্তী সময়ে অস্বাভাবিক মৃত্যু)
কারণ: রাজনৈতিক অস্থিরতায় ক্ষমতাচ্যুত হয়ে মৃত্যুবরণ করেন।
১৩. সের্জিও ভিয়েরা দে মেলো (জাতিসংঘ প্রতিনিধি, ইরাকে প্রেসিডেন্টের দায়িত্বে)
মৃত্যু: ১৯ আগস্ট ২০০৩
কারণ: বোমা হামলা
ঘটনা: বাগদাদে জাতিসংঘ কার্যালয়ে আত্মঘাতী হামলায় নিহত।
১৪. বোরিস ট্রাইকোভস্কি (ম্যাসিডোনিয়া)
মৃত্যু: ২৬ ফেব্রুয়ারি ২০০৪
কারণ: বিমান দুর্ঘটনা
ঘটনা: আন্তর্জাতিক বৈঠকে যাওয়ার সময় বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন।
১৫. লেখ কাচিনস্কি (পোল্যান্ড)
মৃত্যু: ১০ এপ্রিল ২০১০
কারণ: বিমান দুর্ঘটনা
ঘটনা: রাশিয়ার স্মোলেনস্কে বিমান বিধ্বস্ত হয়ে স্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিহত হন।
১৬. ইব্রাহিম রাইসি (ইরান)
মৃত্যু: ১৯ মে ২০২৪
কারণ: হেলিকপ্টার দুর্ঘটনা
ঘটনা: সীমান্ত এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন।
১৭. হুগো বানজার (বলিভিয়া)
মৃত্যু: ২০০২
কারণ: ক্যান্সার
ঘটনা: সামরিক শাসক ও পরে নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন, ক্যান্সারে মারা যান।
১৮. লিওনিদ ব্রেজনেভ (সোভিয়েত ইউনিয়ন)
মৃত্যু: ১০ নভেম্বর ১৯৮২
কারণ: স্বাভাবিক মৃত্যু (হৃদরোগ)
১৯. শুকারনো (ইন্দোনেশিয়া)
মৃত্যু: ২১ জুন ১৯৭০
কারণ: অসুস্থতা (গৃহবন্দি অবস্থায়)
২০. ম্যানুয়েল নরিয়েগা (পানামা)
মৃত্যু: ২৯ মে ২০১৭
কারণ: মস্তিষ্কের টিউমারের অস্ত্রোপচারের জটিলতায় প্রাকৃতিক মৃত্যু।
শেখ মুজিবুর রহমানের মৃত্যু কেন সবচেয়ে হৃদয়বিদারক?
তারিখ: ১৫ আগস্ট ১৯৭৫
ঘটনা: ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে একদল সেনা কর্মকর্তা ভোর রাতে আক্রমণ চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ত্রী, পুত্র, কন্যা ও আত্মীয়-স্বজনসহ নির্মমভাবে হত্যা করে।
পূর্ণ পরিবারকে হত্যা: পৃথিবীর রাষ্ট্রপতিদের মধ্যে অনেককে হত্যা করা হলেও পরিবারসহ এমন হত্যাকাণ্ড বিরল।
নিজ দেশের সেনাদের হাতে: মুক্তিযুদ্ধের মাধ্যমে রাষ্ট্র গঠনের পর, সেই দেশের সেনাদের একটি অংশ বিশ্বাসঘাতকতা করে তাকে হত্যা করে।
জাতির মনস্তত্ত্বে আঘাত: স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছর পর জাতির জনককে হত্যা করে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ শূন্যতা সৃষ্টি হয়।
রাজনৈতিক ষড়যন্ত্র: অভ্যুত্থানের পেছনে আন্তর্জাতিক শক্তির ইন্ধন ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র যুক্ত ছিল।
উপসংহার
বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রপতিদের মৃত্যু হয়েছে নানা কারণে যুদ্ধ, ষড়যন্ত্র, দুর্ঘটনা বা প্রাকৃতিক কারণে। কিন্তু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ছিল সবচেয়ে হৃদয়বিদারক, কারণ এটি ছিল একটি জাতির জনককে পরিবারসহ ধ্বংস করার ঘটনা। ইতিহাসে এ ঘটনা বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে দীর্ঘদিন পিছিয়ে দিয়েছিল।
২| ১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৫৯
রাজীব নুর বলেছেন: শেখ মুজিব গ্রেট নেতা। তার মতো নেতা বাংলাদেশে আর একজনও নেই।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৪৬
বিজন রয় বলেছেন: বাহ! সুন্দর।
অনেক তথ্যবহুল ইতিহাস।