![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামাতের ফাঁদে বিএনপি : এক অনিবার্য পরিণতির নসিয়ত।
------------------------------------------------------------
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে সাম্প্রতিক ফলাফলে বিএনপি শিবিরে হাহাকার শুরু হয়েছে। নির্বাচনে জামাতপন্থী ছাত্ররা কিছু আসন জিততেই বিএনপি নেতারা অভিযোগ তুলেছেন ছাত্রলীগ নাকি ভোটে জামাতকে সমর্থন দিয়েছে। এ অভিযোগ যেমন ভ্রান্ত, তেমনি রাজনৈতিক অদূরদর্শিতার বহিঃপ্রকাশ।
প্রথমেই পরিষ্কার হওয়া দরকার আওয়ামী লীগ কখনো জামাতকে সমর্থন করেনি, করবেও না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিরোধীদের মধ্যে বিভাজনটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনিবার্য বাস্তবতা। আসমান-জমিন এক হলেও আওয়ামী লীগ জামাতকে রাজনৈতিকভাবে প্রশ্রয় দেবে এমনটা কোনোদিন ঘটেনি, ঘটার সম্ভাবনাও নেই।
অন্যদিকে, বিএনপি বারবার জামাতের ফাঁদে পা দিয়েছে। কিছু ঐতিহাসিক উদাহরণ—
১৯৯১ সালের জাতীয় নির্বাচন: বিএনপি সরকার গঠন করে জামাতকে শরিক হিসেবে গুরুত্ব দেয়। সংসদে জামাতের ১৮ আসন বিএনপিকে সহায়তা করেছিল।
২০০১ সালের নির্বাচন: বিএনপি-জামাত জোট ক্ষমতায় এসে ২০ দলীয় জোট গঠন করে। এর মাধ্যমে যুদ্ধাপরাধীদের পুনর্বাসন ঘটে এবং প্রশাসনে তাদের প্রভাব বাড়ে।
২০০৯-২০১৩ সাল: যুদ্ধাপরাধীদের বিচারের সময় বিএনপি প্রকাশ্যে জামাতের পাশে দাঁড়ায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে তারা ‘রাজনৈতিক প্রতিহিংসা’ আখ্যা দেয়।
২০১৩ সালের সহিংসতা: শাহবাগ আন্দোলনের বিরুদ্ধে জামাত-শিবির যখন দেশজুড়ে সন্ত্রাস চালায়, পেট্রোলবোমা নিক্ষেপ করে শত শত মানুষকে হত্যা করে, তখন বিএনপি কার্যত তাদের নৈতিক সমর্থন দিয়েছিল।
২০১৪ সালের নির্বাচন বর্জন: বিএনপি জামাতকে সাথে নিয়েই নির্বাচন বর্জন করেছিল, যার ফলে তারা রাজনৈতিক মাঠে একেবারে প্রান্তিক হয়ে পড়ে।
এই ধারাবাহিকতায় স্পষ্ট জামাতের সাথে আঁতাত করে বিএনপি কখনো দীর্ঘমেয়াদি লাভ পায়নি। বরং প্রতিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ভাবমূর্তি ও জনগণের আস্থা।
জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও জামাতকে আঁকড়ে ধরা বিএনপির জন্য ভয়াবহ ক্ষতিকর হয়েছে। যুদ্ধাপরাধীদের সাথে একাত্মতা দেখানোর কারণে বিদেশি কূটনীতিকরা বিএনপিকে প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি হিসেবে আর দেখেননি।
আজ বিএনপি যদি মনে করে, ডাকসু নির্বাচনে ছাত্রলীগ জামাতকে সমর্থন দিয়েছে তবে সেটা নিছক ভ্রান্ত ধারণা। প্রকৃত সত্য হলো, ছাত্রলীগের জনপ্রিয়তা যেমন ছাত্ররাজনীতিতে অপরিবর্তিত, তেমনি জামাত-শিবিরের প্রতি ঘৃণাও একই রকম শক্ত অবস্থানে আছে। কিন্তু বিএনপি তার পরাজয়কে ঢাকতে গিয়ে আবারও একই পুরনো কৌশল অবলম্বন করছে “অন্যকে দোষ দাও, নিজেকে নির্দোষ দেখাও।”
আসলে বিএনপির ওভার কনফিডেন্সই তাদের রাজনীতির সবচেয়ে বড় শত্রু। নিজেদের ভুল না মেনে, প্রতিপক্ষকে দোষারোপ করে এবং জামাতের হাত ধরে ক্ষমতায় ফেরার যে কৌশল তারা নিয়েছে, তা বারবার ব্যর্থ হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয় জনগণ জামাত-বান্ধব কোনো জোটকে ক্ষমতায় টিকিয়ে রাখেনি।
নসিয়ত হচ্ছে এই যে:
১.জামাতকে রাজনৈতিক সঙ্গী বানানো মানে আত্মঘাতী পথ বেছে নেওয়া।
২. মুক্তিযুদ্ধবিরোধীদের সাথে আঁতাত করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
৩. বিএনপি যদি সত্যিই জনগণের আস্থা পেতে চায়, তবে প্রথম শর্ত হলো জামাত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়া।
৪.আওয়ামী লীগকে দোষারোপ করে কিংবা কাল্পনিক অভিযোগ তুলে কোনো লাভ নেই, সময়ই সঠিক জবাব দেবে।
ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ অন্ধকার হয়। বিএনপি যদি আবারও জামাতের ফাঁদে পড়ে, তবে তাদের পরিণতিও আগের মতোই হবে ব্যর্থতা, জনসমর্থনহীনতা, এবং রাজনীতিতে ক্রমশ প্রান্তিক হয়ে পড়া। আর এ ব্যর্থতার দায় জনগণ নয়, বিএনপিকেই বহন করতে হবে।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৭
নতুন বলেছেন: জামাত কি ছাত্রদের থেকে ভোট কেটে জিতেছে???? যেমন আয়ামীলীগের সন্ত্রাসীরা করে থাকে?
ছাত্রদের বাধ্য করেছে???? যেমন ছাত্রলীগের সন্ত্রাসীরা করে থাকে?
বিএনপি কি ছাত্রলীগের মতন হল দখল করে সবাইকে ভোট দিতে বাধ্য করেছে????
বিএনপি/আয়ামীলীগ তাদের মুরুব্বিদের মতন দখল/সন্ত্রাসের বাইরে যেতে পারেনাই।
শিবির ছাত্রছাত্রীদের মগজ ধোলাই করতে পেরেছে সেটা তাদের সফলতা।
এখন শিবিরের দোষ না দেখে ছাত্রলীগের ব্যার্থতার হিসাব করুন।
ছাত্রলীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারন করলে সন্ত্রাসী করতো না। আয়ামীলীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারন করতে ১৪০০+ মানুষ হত্যা করতো না।
যদি সত্যিকারের দেশপ্রেমীরা কাজের মাধ্যমে সবার সামনে উদাহরন দাড় না করতে পারে।
তবে এমন ভাবে ভেড়া সেজে নেকড়ে শিবির সবার মন জয় করে ভোটে জিতবে।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৩
রাবব১৯৭১ বলেছেন: প্রার্থীরা যে কমপ্লেন করে যে তাদের ভোট টা কোথায় গেল।
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৬
রাবব১৯৭১ বলেছেন: োদের আব্বাদের কাছে ৬৫৮ জন মারা গেছে লিষ্ট দিয়ে এখন ১৪০০+ হলো কিভাবে? আবার ৩৬ জন শহীদ কবরে গিয়ে পিটানীর ঠেলায় বের হয়ে আসছে কেন। ৩০০০ পুলিশ মারছে কে? তোরা তো মা বোনের ধর্ষনকারীদের আব্বা ডাকিস।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: বিএনপিকে নিয়ে না ভেবে নিজেদের নিয়ে ভাবুন।