নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষার মহাকাব্য

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:১৪

অপেক্ষার মহাকাব্য

তার সহিত এ জীবনে পুনঃসমাগমের সম্ভাবনা লুপ্ত,
তথাপি অনন্ত উদগ্রতায় দৃষ্টি নিবদ্ধ রাখি তারই গমনপথে।
কালরাত্রির গর্ভে সে বিলীন,
তবু আমার অন্তর তাকে ধারণ করে নীরব উপনিষদসম ধ্যানভঙ্গিতে।

এই প্রতীক্ষা কি কেবল দুঃখের রসস্রোত?
না কি এর অন্তঃস্থলে নিহিত আছে আনন্দের অচিন্ত্য আবেশ?
অপ্রাপ্যই কি পরম প্রাপ্তি,
শূন্যতাই কি পূর্ণতার মহিমাময় প্রতিরূপ?

আমার আগামী অনস্তিত্বশূন্য,
অতীত অনিত্যতার মায়াজালে বিলীয়মান,
বর্তমান কেবল মহাশূন্যের নিরাবরণ ক্যানভাস,
তথাপি সেই অদৃশ্যের প্রতীক্ষায় প্রতিক্ষণ জাগ্রত চিত্ত।

অপেক্ষা কেবল সময়ের পরিমিতি নয়,
এ প্রতীক্ষা আত্মার অনন্ত সাধনা।
অদূর নক্ষত্র যেমন অস্পর্শনীয়,
তবু তার দীপ্তি ছড়ায় নিশীথের তিমিরে,
তেমনি তার অনুপস্থিতিই আমার অন্তরে আলো বর্ষণ করে।

অসীম প্রতীক্ষাই আমার নিয়তি,
অপেক্ষাই আমার সত্তার চূড়ান্ত সঙ্গীত।
হায়, পুনর্মিলন আর কোনোদিন ঘটিবে না—
তবু আমি অনির্বাণ ব্যাকুলতায় চেয়ে থাকি,
যেন এ অন্তহীন প্রতীক্ষাতেই লুকায়িত আছে অনন্তের পরম প্রশান্তি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.