নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

আমি বলছি না লোকালয়ে চুমু খেতেই হবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:০৯

আমি বলছি না লোকালয়ে চুমু খেতেই হবে।
-------------------------------------------
আমি বলছি না লোকালয়ে চুমু খেতেই হবে। তবে এটুকু বলতে চাই - প্রিয়জনকে লোকালয়ে এক মুহূর্তের জন্য জড়িয়ে ধরলে বা চুমু খেলে রাষ্ট্রের হাজার কোটি টাকা লোকসান হয় না। ধনী আরও ধনী আর গরীব আরও গরীব হয়ে যায় না। এতে লাগামহীন দুর্নীতি হয় না, কালোবাজারি করে কেউ আঙুল ফুলে কলাগাছও হয় না। তবুও ভালোবাসার সামান্য প্রকাশকে ঘিরে সমাজের বড় অংশ নাক সিঁটকায়, ছিঃ ছিঃ করে।
অথচ একই সমাজ দুর্নীতিবাজ রাজকর্মচারী, কমিশনখোর ঠিকাদার কিংবা অসৎ রাজনৈতিক নেতাকে দেখে চুপ থাকে। বরং অনেকে সুযোগ বুঝে তাদের সঙ্গেই মিশে যায়। ভালোবাসার পবিত্র প্রকাশ দেখে যতটা ‘ছিঃ ছিঃ’ করা হয়, দুর্নীতিবাজকে দেখে যদি তার একভাগও ঘৃণা করা হতো, তাহলে আজ আমাদের রাষ্ট্র এতটা পচে যেত না। দুর্নীতির শিকড় এতো গভীরে প্রথিত হতো না।
আমাদের নৈতিকতার মানদণ্ড যেন উল্টো। যেখানে ভালোবাসার মানবিক দিককে অপরাধ হিসেবে ধরা হয়, সেখানে রাষ্ট্রের ভেতরকার লুটপাট, প্রতারণা আর বিশ্বাসঘাতকতাকে আমরা উপেক্ষা করি। অথচ এ উপেক্ষাই দুর্নীতিকে দিন দিন বেড়ে ওঠার অবকাশ দিচ্ছে।
সময় এসেছে সমাজকে নতুনভাবে প্রশ্ন করার কিসের বিরুদ্ধে আমরা আসলেই সোচ্চার হবো? মানুষের প্রাকৃতিক ভালোবাসার প্রকাশের বিরুদ্ধে, নাকি জাতির শিকড় কেটে খাওয়া দুর্নীতির বিরুদ্ধে? যতদিন আমরা প্রতিবাদ উল্টো করবো, ততদিন দুর্নীতির ক্যান্সার আমাদের রাষ্ট্রকে খেয়ে যাবে। এখনই দরকার ভালোবাসাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া, আর দুর্নীতিকে অস্বাভাবিক ঘৃণার চোখে দেখা।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:২৭

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি অনেক ধরণের পায়খানা পোষ্ট প্রসব করেন, ভালো। আওয়ামী লীগের পক্ষে লিখবেন না, আপনার ইডিওটিক পোষ্টগুলো আওয়ামী লীগের মানসন্মান কমিয়ে দেয়।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১৮

কামাল১৮ বলেছেন: চুমু খেলে সমস্যা কোথায়।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চান?

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৬

শাহ আজিজ বলেছেন: আহা , কেয়া চুম্মা হ্যায় , আমার খুব খাইতে ইচ্ছা করতেছে , যাই দাত মাইজা আসি ----------- ;)

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪১

শেরজা তপন বলেছেন: কিছু ভালবাসা আছে লোক দেখানো, প্রকাশ্যে চুমু খাওয়াটা ঠিক তেমনি কিছু একটা। অনেক কিছুই চাইলেই আমরা রাস্তায় করতে পারি - কিন্তু করি না কেন? প্রতিটা সমাজের একটা কাঠামো থাকে, তারা অনেক কিছুকেই ট্যাবুর মধ্যে ফেলে দেয়, যার কিছু একেবারেই অতি সাধারন। এই ট্যাবুর বিষয়গুলো যারা তোয়াক্কা করে না অন্য কোন সমাজের উদাহর দেয় তাদের উচিৎ প্রথমেই নিজের সমাজকে ত্যাগ করে সেইখানে চলে যাওয়া। মানুষের জন্য একটা সামাজিক বন্ধন ও কিছু ধরা বাধা রীতি-নীতি খুব প্রয়োজন।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৬

শায়মা বলেছেন: পণ্ডিত হওয়া ভালো তবে বেশি পণ্ডিতি ভালা নহে ভাইয়ু!!!!!!!!! :P
শেরজাভাইয়া একদম আমার মনের কথাই বলেছেন! :)

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:১৫

আঁধারের যুবরাজ বলেছেন: জেনারেশন একাত্তর বলেছেন: আপনি অনেক ধরণের পায়খানা পোষ্ট প্রসব করেন, ভালো। আওয়ামী লীগের পক্ষে লিখবেন না, আপনার ইডিওটিক পোষ্টগুলো আওয়ামী লীগের মানসন্মান কমিয়ে দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.