| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতার রক্ষা আমাদের নৈতিক দায়িত।
--------------------------------------------
৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা-বোনের অকুন্ঠ আত্মত্যাগের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে বাঁচি, কথা বলি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাই। এই স্বাধীনতা কোনো সহজ অর্জন নয়; এটি আমাদের ইতিহাসের রক্তক্ষয়ী সংগ্রামের ফল।
কিন্তু আজ সেই অর্জিত স্বাধীনতার ওপর ঝুঁকি দেখা দিয়েছে। পুরনো শত্রুরা আবারও দেশের অগ্রগতি ও সার্বভৌমত্বকে আঘাত করার চেষ্টা করছে। এই সময়ে ঘরে বসে থাকা মানে আমাদের শহীদদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করা। আমাদের দায়িত্ব এখন আগের চেয়ে অনেক বেশি। স্বাধীনতা রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের নৈতিক কর্তব্য।
প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। ন্যায় ও সংহতির পথে অটল থাকতে হবে। একতার শক্তিই পারে স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে। আমাদেরকে স্মরণ করতে হবে, স্বাধীনতার জন্য যে জীবন উৎসর্গ করা হয়েছিল, সেই আত্মত্যাগ বৃথা যেতে দেবার অধিকার আমাদের নেই।
এখন সময় এসেছে একজোট হয়ে দাঁড়ানোর। ঘরে বসে থাকার নয়, আমাদের শহীদদের রক্তের ঋণ চিরকাল মনে রেখে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসার। এই সংগ্রাম আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য।
জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!
©somewhere in net ltd.