নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের লৌহমানবী শেখ হাসিনা এক জাতির মেরুদণ্ড, এক সংগ্রামের প্রতীক।

১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০৫

বাংলাদেশের লৌহমানবী শেখ হাসিনা
এক জাতির মেরুদণ্ড, এক সংগ্রামের প্রতীক।
----------------------------------------------
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সাহস, ত্যাগ ও দৃঢ়তার এমন উদাহরণ অতি বিরল, যা শেখ হাসিনার জীবনে আমরা দেখি প্রতিটি অধ্যায়ে। বহুবার মৃত্যুকে উপেক্ষা করে, ষড়যন্ত্রের অন্ধকার ভেদ করে, জাতির সংকটে বারবার এগিয়ে এসে তিনি প্রমাণ করেছেন একজন নেতৃত্ব কেবল পদ-মর্যাদায় নয়, বরং দূরদর্শিতা, মানবিকতা ও অটল সংকল্পে মহান হয়।
এই কারণেই আজ কোটি মানুষের হৃদয়ে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। বাংলাদেশের লৌহমানবী, একটি জাতির নিরাপত্তা ও অগ্রগতির প্রতীক হিসেবে।
ইতিহাস তাঁকে পেয়েছে প্রতিকূলতার ভেতর দিয়ে।
১৯৭৫-এর হত্যাযজ্ঞের পর তিনি দেশে ফেরেন মৃত্যু-হুমকির মধ্য দিয়ে। তখন তিনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না মুক্তিযুদ্ধের মানে, বাংলাদেশ রাষ্ট্রের মানে, গণতন্ত্রের মানে সব কিছুর প্রতীক হয়ে দেশের মাটিতে ফিরেছিলেন।
এরপর তাঁর জীবনে আসে:
গ্রেনেড হামলার মতো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র,বারবার রাজনৈতিক নাশকতার আয়োজন,মিথ্যা মামলা, ভয়-ভীতি ও দমনপীড়নের চেষ্টা,আন্তর্জাতিক পরিমণ্ডলে চাপ, দেশি-বিদেশি চক্রান্তের স্রোত। কিন্তু তিনি ভেঙে পড়েননি।
এই অপরাজেয় মনোবলই তাঁকে নির্মাণ করেছে বাংলাদেশের রাজনীতির লৌহদৃঢ় কণ্ঠস্বর হিসেবে।

দেশ গঠনের দুঃসাহসিক রূপকার।
শেখ হাসিনা শুধু প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়েছেন তা নয় তিনি বাংলাদেশের উন্নয়ন যাত্রাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন।
তাঁর নেতৃত্বে বাংলাদেশ:

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে,
দারিদ্র্য কমানোর বৈশ্বিক মডেল,
পদ্মা সেতুর মতো আত্মমর্যাদার প্রতীক,
বিদ্যুৎ–অর্থনীতি–অবকাঠামো সবখানে বিপ্লব,
নারীর ক্ষমতায়ন, ডিজিটাল উন্নয়ন ও সামাজিক নিরাপত্তার নতুন ধারায় পৌঁছেছে।
যে দেশ একসময় অন্ধকারে ছিল, সেই দেশকে তিনি উন্নয়নের আলোয় তুলে এনেছেন।
এ যেন একজন নেতার হাতে জাতির পুনর্জন্ম।
বিচারের নামে অন্যায়ের বিরুদ্ধে তাঁর অবস্থান
আজ যখন নানা রাজনৈতিক স্বার্থ ও ষড়যন্ত্রের গন্ধে ঘেরা অভিযোগ, রায় কিংবা প্রক্রিয়া সামনে আসে তখন জনগণের বড় অংশ প্রশ্ন তোলে:
এ কি ন্যায়বিচার, নাকি শত্রুতা?
এ কি আইন, নাকি প্রতিশোধের পরিকল্পনা?
জাতি দেখেছে কিভাবে বছরের পর বছর ধরে মুক্তিযুদ্ধবিরোধী এবং ক্ষমতালোভী গোষ্ঠী তাকে থামিয়ে দিতে ষড়যন্ত্র করেছে।
আজকের পরিস্থিতিতেও সেই কেঙ্গারু কোর্ট-ধাঁচের প্রক্রিয়া নিয়ে উদ্বেগ স্বাভাবিকভাবেই জনগণের মধ্যে তীব্র।
কারণ শেখ হাসিনা শুধু একজন ব্যক্তি নন তিনি একটি আদর্শ, একটি পথ, একটি ঐতিহাসিক সত্য।
জনগণের আস্থাই তাঁর সবচেয়ে বড় শক্তি
সব প্রতিকূলতার মাঝেও শেখ হাসিনা বারবার বলেছেন,
“আমি জনগণকে বিশ্বাস করি। জনগণই আমার শক্তি।”
কোনো রায়, কোনো সাজানো নাটক, কোনো রাজনৈতিক উদ্দেশ্যপরায়ণতা ইতিহাসকে বদলাতে পারে না।
যে নেতা দেশের জন্য জীবন বাজি রেখে লড়াই করেন, সেই নেতাকে থামানো যায় না কাগজের রায়ে, গোপন চক্রান্তে, বা অন্ধকারের বিচারে।
কারণ জনগণ জানে।
বাংলাদেশের অস্তিত্ব, উন্নয়ন ও গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষার সাথে শেখ হাসিনা এক অবিচ্ছেদ্য নাম।
তিনি লৌহমানবী, কারণ তিনি ভাঙেন না জাতিকে ভাঙতে দেন না
বাধা আসে, ষড়যন্ত্র হয়, আক্রমণ আসে।
কিন্তু শেখ হাসিনা দাঁড়িয়ে থাকেন অটল।
তিনি একা নন।
তিনি ইতিহাসের সঙ্গে দাঁড়িয়ে আছেন, মুক্তিযুদ্ধের আদর্শের সঙ্গে দাঁড়িয়ে আছেন, এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়ে আছেন।
আর সেই জনগণই বলে,
বাংলাদেশের লৌহমানবী শেখ হাসিনা
আমাদের সাহস, আমাদের শক্তি, আমাদের নিরাপত্তা।
জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওহ উচ্ছিষ্টভোগীর মাথা পাগল হয়েছে।

২| ১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৫

বিষক্ষয়রিটার্নস বলেছেন: হাসিনা ভারতের এসেট, ভারতের এজেন্ট

৩| ১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৫

বিষক্ষয়রিটার্নস বলেছেন: মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী শেখ হাসিনার ফাঁসিও প্রকাশ্য স্থানে, যেমন স্টেডিয়ামে হওয়া উচিত যেন হাসিনা যাদের খুন এবং গুম করেছে তাদের পরিবার হাসিনার মৃত্যুদণ্ড স্বচক্ষে দেখতে পারে।

৪| ১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:২৩

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: মাননীয় কর্তৃপক্ষ,

বিনীত নিবেদন এই যে,
এই পোষ্টে মন্তব্য করার জন্য সামুর স্বঘোষিত অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নুনুগাজীর কমেন্ট ব্যান আপাততঃ তুলে নিন।

৫| ১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:২৩

যারীন তাসনীম আরিশা বলেছেন: আপনার লজ্জাশরম কিছু নাই?

৬| ১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৩১

সৈয়দ কুতুব বলেছেন: আজকে আওয়ামি লিগ এতো নিরব কেন ? পাগলা জয় কি সব বকছে । উনাকে থামান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.