| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭১-এর বিভীষিকা আমি দেখিনি কিন্তু ২০২৪/২৫ দেখছি।
১৯৭১-এর বিভীষিকা আমি দেখিনি কিন্তু আজ, ২০২৫-এর বাংলাদেশে দাঁড়িয়ে সেই দুঃসময়ের শীতল ছায়া আবার আমার কাঁধে এসে পড়ছে। পাকিস্তানি হানাদারদের দাপট, বাড়ি থেকে টেনে নেওয়া, মিথ্যা মামলা, খুন-ধর্ষণের নিষ্ঠুরতা আজকের জামাতি অপশক্তির আচরণে যেন হুবহু ফিরে এসেছে।
ইতিহাসের রক্তমাখা সেই দুঃস্বপ্ন আবার আমাদের সামনে জীবন্ত হয়ে উঠছে।
গতকাল দেখলাম একজন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষককে তাঁর বাসা থেকে জোর করে বের করে দেওয়া হচ্ছে। দৃশ্যটি দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল; মনে হলো সময় যেন উল্টো পথে হাঁটছে। শহীদুল্লাহ কায়সারকে যেমন ১৯৭১ সালের অন্ধকার রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক সেই একই আতঙ্কের প্রতিচ্ছবি যেন আবার জাতির দরজায় কড়া নাড়ছে।
এভাবে একটা দেশ চলতে পারে না। এভাবে মানুষ বাঁচতে পারে না।
স্বাধীনতার চেতনায় তৈরি একটি রাষ্ট্রে ভয়, দমন-পীড়ন আর মধ্যরাতের অপহরণ কখনোই স্বাভাবিক হতে পারে না।আজ সময় এসেছে উচ্চকণ্ঠে বলার।
অন্যায়কে আর জায়গা দেব না। ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেব না। গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য জাতিকে আবার জেগে উঠতেই হবে।

২|
১৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ৮:৫২
রাজীব নুর বলেছেন: সহমত।
৩|
১৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৪২
বিষন্ন পথিক বলেছেন: রাজাকার পল্লীর পাকি বিজদের কয়েকদিন হৈ হুল্লোড় করতে দেন, এতো বেরসিক হলে চলবে ?
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ৮:৩৮
এ পথের পথিক বলেছেন: ধরো বৈঠা মারো টান, আম্লিক যাবে হিন্দুস্থান
ভাঙ ৩২ জ্বালো আগুন, খুনিদের শৃঙ্খলে ধরবে ভাঙন