নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

শুধু ধর্ম ধর্ম করে দেশ দুটি ধ্বংস হয়ে যাচ্ছে।

০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩৫

ধর্মের রাজনীতি: রাষ্ট্র ধ্বংসের পরীক্ষিত অস্ত্র।
একটি রাষ্ট্র যখন তার নাগরিক পরিচয়, সংবিধান, বিজ্ঞান, শিক্ষা ও মানবিক মূল্যবোধকে পেছনে ফেলে একমাত্র রাজনীতির হাতিয়ার হিসেবে ধর্মকে তুলে ধরে তখন সেই রাষ্ট্রের পতন অনিবার্য হয়ে ওঠে। ইতিহাস এই সত্য বারবার প্রমাণ করেছে। আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইরান থেকে শুরু করে পাকিস্তানএবং আজ অত্যন্ত উদ্বেগজনকভাবে বাংলাদেশ এই ধ্বংসাত্মক পরীক্ষার মধ্য দিয়ে হাঁটছে।
ধর্ম কখনোই রাষ্ট্র পরিচালনার জন্য তৈরি কোনো বিজ্ঞান নয়। ধর্ম ব্যক্তির আত্মিক চর্চা, নৈতিকতা ও বিশ্বাসের জায়গা। রাষ্ট্রের দায়িত্ব আইন, অর্থনীতি, নাগরিক অধিকার, নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করা। এই দুইয়ের সীমারেখা মুছে গেলেই জন্ম নেয় অন্ধত্ব, উগ্রতা ও দখলদার মানসিকতা। তখন রাষ্ট্র আর জনগণের থাকে না রাষ্ট্র দখল হয়ে যায় কিছু তথাকথিত ধার্মিক নষ্টদের হাতে।

পাকিস্তান তার জন্মলগ্ন থেকেই ধর্মকে রাষ্ট্রের মেরুদণ্ড বানাতে গিয়ে আজ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। সামরিক শাসন, মৌলবাদ, সংখ্যালঘু নিধন, অর্থনৈতিক দেউলিয়াত্ব সবকিছুর মূলে রয়েছে ‘ধর্মের নামে রাজনীতি’। আফগানিস্তানে তালেবানের শাসনে নারী, শিক্ষা, সংস্কৃতি সব কিছুকে পিষে ফেলে সভ্যতাকে শতাব্দী পিছিয়ে দেওয়া হয়েছে। সিরিয়া ও ইরাকে ধর্মীয় দাঙ্গা ও জিহাদি সন্ত্রাস লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে। ইরানে ধর্মীয় শাসনের নামে রাষ্ট্রীয় স্বৈরাচার আজ তারুণ্য ও মানবাধিকারের কণ্ঠরোধ করছে।
বাংলাদেশ কি এই পথেই হাঁটছে? প্রশ্নটা আজ আর তাত্ত্বিক নয়, বাস্তব। এখানে ধর্মকে ঢাল বানিয়ে লুটপাট, সহিংসতা, সংখ্যালঘু উচ্ছেদ, মত প্রকাশের স্বাধীনতা দমন সবকিছু চালানো হচ্ছে। যারা সারাদিন ‘ধর্ম, ধর্ম’ বলে চিৎকার করে, তারাই সবচেয়ে বেশি নৈতিকভাবে দেউলিয়া। তাদের হাতে ধর্ম মানে করুণা নয়, হাতিয়ার; বিশ্বাস নয়, ব্যবসা।
এই ধর্ম ব্যবসায়ীদের সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ। শিক্ষা ব্যবস্থা অন্ধকারে ঠেলে দেওয়া হয়, শিল্প-সংস্কৃতিকে ‘হারাম’ তকমা দিয়ে ধ্বংস করা হয়, নারীদের ঘরে বন্দি করার স্বপ্ন রচনা করা হয়। অথচ এদের কেউই দুর্নীতি, লুটপাট, ধর্ষণ, খুনের বিরুদ্ধে কথা বলে না কারণ নষ্টদের শাসনে নৈতিকতা একটি অপ্রয়োজনীয় বিলাস।
রাষ্ট্র পরিচালনা মানে মসজিদের মাইক নয়, সংবিধান। রাষ্ট্র মানে ধর্মীয় ফতোয়া নয়, আইন। রাষ্ট্র মানে উগ্র আবেগ নয়, যুক্তি ও বিজ্ঞান। এই সত্য অস্বীকার করলে বাংলাদেশও পাকিস্তান হওয়ার পথে অগ্রসর হবে, আফগানিস্তানের ছায়া দীর্ঘ হবে।
আজ সময় এসেছে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার বাংলাদেশ ধর্মের নামে দখলদারদের হাতে ছেড়ে দেওয়া হবে না। এই দেশ রবীন্দ্রনাথ-নজরুল-লালনের, এই দেশ মুক্তিযুদ্ধের চেতনার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার এই নীতিই পারে বাংলাদেশকে ধ্বংসের পূর্বাভাস থেকে ফেরাতে।
নচেৎ ইতিহাস ক্ষমা করে না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৩

জ্যাক স্মিথ বলেছেন: বাহ্! দুই ভাই পাশাপাশি মানিয়েছে ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.