নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি নীরব কেন?

২৭ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি নীরব কেন?
-----------------------------------
ঢাকা বিশ্ববিদ্যালয় এটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়। এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক, ভাষা আন্দোলনের সূতিকাগার, স্বাধীনতার বাতিঘর। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইট, প্রতিটি গাছ, প্রতিটি প্রাঙ্গণ সাক্ষী প্রতিবাদের, প্রতিরোধের, মাথা নত না করার ইতিহাসের। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কখনো অন্যায়ের সামনে নীরব থাকেনি এটাই ছিল পরিচয়, এটাই ছিল গর্ব।
কিন্তু আজ প্রশ্ন জাগে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায়?
আজ প্রকাশ্যে, নির্লজ্জভাবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ, অবমাননাকর কথা বলা হচ্ছে। ছাত্রীদের “‘বেশ্যা’ শব্দটি কোনো পেশার আলোচনা নয়; এটি নারীর প্রতি চরম অবমাননা, কুরুচিপূর্ণ গালি এবং সামাজিক সহিংসতার ভাষা।” ঘৃণ্য ভাষা ব্যবহার করা হচ্ছে। অথচ অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে উঠে আসছে না সেই বজ্রকণ্ঠ প্রতিবাদ। নেই কঠিন অবস্থান, নেই সম্মিলিত রুখে দাঁড়ানো।
আমরা দেখেছি এর আগে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কটূক্তির দায়ে প্রভাবশালী মন্ত্রীও পদ হারিয়েছেন। তখন ছাত্রসমাজ ছিল জাগ্রত, সোচ্চার, অপ্রতিরোধ্য। আজ কেন সেই আগুন নিভে গেল?
ভয় কিসের? ক্ষমতার? মামলার? চাকরির? ভবিষ্যতের?
যদি তাই হয়, তবে আমাদের স্বীকার করতেই হবে আমরা ইতিহাসের উত্তরাধিকার নই, আমরা কেবল ইতিহাসের ভোগকারী। যে বিশ্ববিদ্যালয় অন্যায়ের বিরুদ্ধে জাতিকে পথে নামাতে শিখিয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ নিজেদেরই অপমানের সামনে নিশ্চুপ এটি শুধু লজ্জার নয়, এটি বিপজ্জনক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আজ প্রশ্ন জাগে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায়?
.............................................................................
বয়স হয়েছে ,
এর সংস্কার দরকার ।
কিন্ত কে করবে ?
আসুন সৎ মানুষের খোঁজে বের হই !
( তবে কথা দিতে হবে মব সন্ত্রাস চলবেনা )

২| ২৭ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:২১

সৈয়দ কুতুব বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদ করেছে কিন্তু সেটা আপনার নিকট পর্যন্ত পৌছায়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.