নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলবাস... নট ডাম্বোলডোর !

সেইরকম

অলবাস

অলবাস › বিস্তারিত পোস্টঃ

বর্তমান ইসলামী রাজনৈতিক দলগুলোর মাধ্যমে কি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব ?

২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

বর্তমানে বাংলাদেশে এত রাজনৈতিক দলের ভিরেও ইসলামী রাজনৈতিক দলের সংখ্যাও কম নয়। তারা (সম্ভবত) সবাই চায় বাংলাদেশে ইসলাম অর্থাৎ ইসলামি শাসন প্রতিষ্ঠা করতে। কিন্তু বর্তমানে এই ইসলামী দলগুলোর মাধ্যমে কি আসলেই বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করা সম্ভব ??

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১০

এম আর ইকবাল বলেছেন:
সম্ভবনা নেই ।
যদি হয় তবে তা আফগান স্টাইলে ।

২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮

অলবাস বলেছেন: আফগান স্টাইল মানেতো তালেবান স্টাইল। বাংলাদেশের কোন ইসলামী রাজনৈতিক দলের কি তালেবানের মত (জঙ্গি !) ক্ষমতা আছে ??

২| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

নিষ্‌কর্মা বলেছেন:
আপনার এলাকায় যতগুলো মসজিদ আছে, সেইগুলোয় কি জুম্মার নামাজ একই সময়ে অনুষ্ঠিত হয়? এর উত্তর আপনি জানান আমাদের।

এই সামান্য ব্যাপারটা খেয়াল করে দেখলেই বুঝবেন এসলামপন্থীদের ঐক্য কিংবা অনৈক্যের ব্যাপারটা। কেননা ঐক্য ছাড়া কোন এসলামী আন্দোলন কামিয়াব হপে না।

২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

অলবাস বলেছেন: সব মসজিদের জুম্মার নামাজ একসময় হয় না কে বলল ? সূর্য পশ্চিম দিকে ঢলে পড়া থেকে আসরের আগ পর্যন্ত জুম্মার সময়, আর এই সময়ের মধ্যেই দুনিয়ার সকল মসজিদে জুম্মার নামাজ হয়। এর আগেও না, পরেও না।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: না।


একেবারেই না।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ঐক্য দরকার ।


সবাই ইসলামকে হাতিয়ার হিসেবে করে ।


এরা নামেই মাত্র ইসলামী দল ।


যদি ইসলামের নিয়মনীতি পুরোপুরি মানে তাহলে সম্ভব নচেৎ শুধু খোয়াব দেখাই সারা ।

২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

অলবাস বলেছেন: গণতন্ত্রের রাজনীতি আর নারি নেতৃত্ব মেনে নিয়ে কি ইসলামের নিয়মনীতি পুরোপুরি মানা সম্ভব ?
সম্ভব নয়, সুতরাং "খোয়াব" দেখা ছাড়া উপায় নাই !

৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

মোঃ আব্দুস সালাম বলেছেন: @নিষষ্কর্মা ভাই জুম্মার নামাজ একই সময় পড়তে হবে এমন কোন নিয়মকি আদৌ আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.